কবি রীনা তালুকদারের কবিতা
*
অক্সিজেন চাই
কবি রীনা তালুকদার

হেমন্ত গভীর রাত ভঙ্গিল ঢেউ
ডেড-সী অশান্ত আহা মরি
লিম্বিকের তরলে মিশে ইউনিম্যাগ
আন্ত আর্কষণের মধ্যবল
মহাকর্ষের প্রবল প্রবালে
ভরা কটালে ভরপুর জলোচ্ছাস
ইন্দ্রিয়গ্রাহ্য ক্যামেরা ধারণ করা ঝাপসাছবি
স্থায়ী স্মৃতির হাসফাঁস মিলঝিল
নাতিশীতোষ্ণ হাওয়া জানালায় লুটোপুটি
টুনটুনির উড়াউড়ি পাঁজরের দেয়ালে
এমন নাটকীয় সময় যায় বয়ে ঝাঁপাঝাপি নদীতে
ধমনীর প্লাজমায় ছুটোছুটি রজনী রঙিন
বিজারিত যৌগ হাইড্রোজেন তাড়না
হেমন্ত রাতের এ মুহূর্তটির
অক্সিজেন প্রয়োজন অতীব জরুরী।

.                   ****************     

ডেড-সী - জর্ডান ও ইসরাইলের মাঝখানে নোনা জলের হ্রদ।
ইউনিম্যাগ - এটি হাইড্রোকার্বন যা বাতাসের অক্সিজেনের কাছে এলে দহন হয়।
                        

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
উচ্চ ডিগ্রীর উষ্ণ বৃষ্টি
কবি রীনা তালুকদার

বিশ্রাম নিতে করে না ইচ্ছে মোটেও
কত কাজ যায় বাকী থেকে প্রত্যহ
করা চাই শেষ এত সব কাজ যাবার আগে
শরীরটা বেশ গতিরোধ করে দাঁড়ায় পথমধ্যে
ছোট খাটো এই সর্দি কাশি জ্বরজ্বারি
দেয় বড্ড কষ্ট ব্যাঘাত ঘটায় দৈনিক রুটিনে
কেবল প্যারাসিটামল, ডেসলোরাটাডিন, মন্টিলুকাস্ট
এই পেতে শরীরটাকে যাচ্ছেতাই টানে বৈঠা
মন সেতো ফেনিল সমুদ্র ঢেউয়ের ভাঁজে
ভঙ্গিল স্রোতে নেচে ধেয়ে তীরে এগ্রোনোমি খোঁজে
টেলিপ্যাথিতে অর্থইপির এ্যাকাউস্টিক্স চলমান
ইলেক্ট্রনের ডাংগুটি সপাৎ পড়বে যথার্থ
বর্জ্র নিনাদে আকাশ করে প্রসব উচ্চ ডিগ্রীর উষ্ণ বৃষ্টি।

.                   ****************     

এগ্রোনোমি - মৃত্তিকা এবং শস্য ক্ষেত্রে ফসল উৎপাদন বিষয়ক বিজ্ঞান।
টেলিপ্যাথি - ইন্দ্রিয় সংবেদন ছাড়া অন্য কোন পদ্ধতিতে মনের সঙ্গে মনের সংযোগ।
অর্থইপি - বিশুদ্ধ উচ্চারণ সংক্রান্ত বিদ্যা।
এ্যাকাউস্টিক্স - শব্দ বিষয়ক চর্চা অথবা শব্দ বিজ্ঞান।
                     

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
জলের হোলি হোলি উৎসব
কবি রীনা তালুকদার

যাও বলে বন্ধু নির্দ্বিধায় যা আসে মনে
বুঝি সবই জানি তার আদি ভাষ্য
কেবলই এসব সহজিয়া মতবাদ
ক্ষুধার্ত পৃথিবীর হরেক রকম চাহিদা
করো ইলেক্ট্রোস্কোপে সুতীব্রতা অনুভব
পালসের ভাষায় কী বলে ক্যালরি মিটার
খুঁজে নিক তোমার প্রেম ইলেকট্রনিক স্ক্রিনে
হৃৎযন্ত্রে প্রেমাবেগের কোনো ছোট্ট লাম্পের অস্থিত্ব
নেই বিশ্বাস অবিশ্বাস দ্বান্দ্বিক ছন্দ
নিরেট ভালোলাগা ভালোবাসার বৃন্দাবন
বিনিময় বাণিজ্যহীন বন্দরে প্রাচীন সভ্যতার হাতছানি
নৌকো ভাসা জলে জলের হোলি হোলি উৎসব
তীর ছুঁয়ে পলির সাদা বালির শব উপড়ে প্রত্ম গবেষক।

.                   ****************     

ইলেক্ট্রোস্কোপ -      যে যন্ত্রের সাহায্যে আধানের উপস্থিতি জানা যায়।
ক্যালরিমিটার -     উত্তাপ পরিমাপক যন্ত্র।
ইলেকট্রনিক স্ক্রিন - শরীরে ব্রেষ্ট ক্যান্সার বাসা কোথাও বেধেছে কি-না তা ন্যানো
.                     পার্টিক্যাল বা পলিমারের সাহায্যে খুঁজে বার করবে।
লাম্প -               টিউমার বা গোটা।
দ্বান্দ্বিক -             ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব।
                  

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
পিঁপড়া ওয়েদার এজেন্ট
কবি রীনা তালুকদার

শ্যামল সুন্দর পৃথিবী মানুষের কল্যাণে সৃষ্টি
ধবংস করছে হাভাতে বিধবংসী মানুষই
সুন্দর পৃথিবীর জন্য মানুষের চেয়ে ভালো পিঁপড়াই
শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের কল্যাণে বেশী দরকার পিঁপড়ার বাঁচা
পিঁপড়ার দেহ বর্জিত ক্যালসিয়াম কার্বনেট ;
রাসায়নিক তরল ত্যাগে
যাবে বেঁচে মানুষের ভালোবাসার আসুন্দর পৃথিবী
লাইম ষ্টোন তৈরীর খনিজে ক্যালসিয়াম-ম্যাগনেসিয়াম
করে দূর; অসহিষ্ণু উষ্ণতা কমাবে মানুষের পৃথিবীর
মহাসাগরে গ্রহ প্রক্রিয়ায় শীতল পৃথিবীকে
সুশীতল করবে আরো এই পিঁপড়া বন্ধুরা
পিঁপড়ারা ভাঙবে বালি আর বালিয়াড়ি
আবহাওয়ার তাপ কমানোর ক্ষমতা ধারণ করে ওরা
পিঁপড়ারা মহাবিশ্বের শক্তিশালী ওয়েদার এজেন্ট
এ পৃথিবীকে সুশৃংঙ্খল বাঁচাতে
ওদের প্রিয় বন্ধু মেনে বুকে জড়িয়ে করতে হবে লালন
ভালোবাসার মানুষ যেভাবে করে রক্ষা
চরাচরে চরম আপদকালে।

.                   ****************     
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ফর্মালিন মুক্ত ভালোবাসা
কবি রীনা তালুকদার

ফর্মালিন মুক্ত ভালোবাসা না পেলে
সবুজ সতেজ দুর্বা ঘাসও হয় বিবর্ণ
মানুষ সেতো করতে পারে না চিন্তা
অদৃশ্য সাইনোপস সংকেত পাঠায়
দূরের দুর্না দূরে দূরেই বাজায় শাঁখ
এতটা দূরে থাকা নয় ভাল
কাছে থাকার ঘোরে বাড়ে আবেগ
ডবডবো চোখের অদৃশ্যতা ভুলে পাগল করা চিত্র
শান্তির উপত্যকায় শান্ত বুকের বাতাস
মিলনে ভাললাগা পরশ পাথর
চায় না কে সুখ শান্তির আয়েশ
পাবার সীমিত সরবরাহে যোগানের ব্যর্থ ক্রন্দন
বিনিময়ের অর্থনৈতিক মুক্তির চলনসই সাহস
ভেজালের যাঁতাকলে কোণঠাসা ভালোবাসাও
ত্রাহি ত্রাহি দশায় জীর্ণ বাড়ি প্রতœ দালান কোঠা
কাগজে ভালোবাসার ধকলে চাপা পড়ে মেরুদন্ড ভঙ্গুর
হা-হুতাশ ভালোবাসাও রূপ লাবণ্যহীন
সিদ্ধ নিয়মে গুছানো পলিতারিয়েত।

.                   ****************     
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
মহৎ ভালোবাসা
কবি রীনা তালুকদার

জীবন নয় ভালবাসা মহৎ
ধূসর মেঘ হলে গর্ভবতী
হয় নীলাকাশ জলবতী
জলদ জল তরঙ্গের তাপে বিদ্যুৎ বেগ
ইলেকট্টন খুঁজে মরে প্রোটনকে
ব্ল্যাকহোল অন্ধকার ঘরে
জমকালো আলোর হাঁসফাঁস
হা-মুখে করে গ্রাস বস্তুর অস্তিত্ব
অস্তিত্বে অদৃশ্যলোকের ইঙ্গিত
দুলে ওঠে ফেঁপে ফুলে কুয়াশার জলবিন্দু
নেই নিস্তার মহত্বের মহান জীবনের
আত্মনন্দনে অধীর গোলাপের সুবাসে
অধরা তরলের মহৎ পাপ মুক্তি দেয়নি মহানকে
ইথারের পলকহীন দৃষ্টির ধৃষ্টতা
আকাশ মাটির মাঝে অন্তর দেবতা বিরাজমান
স্রষ্টার সৃষ্টি দৃশ্যমান- জীবন থাকে বেঁচে ভালোবাসায়।

.                   ****************     
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
পাহাড়ী
কবি রীনা তালুকদার

হুদ হুদ নিম্নচাপে ঝোঁপের দিকে হাঁটা
ঝিরঝির ঝুরঝুর ঝুপঝাপ টুপুর টাপুর
বৃষ্টি বাদল এড়িয়ে বাঁচা
বড়োসড়ো পাতার ছাতায় মাথা ঢাকা
কুয়াশা ধোঁয়া ধোঁয়া বেতসের বাগান
জড়ানো বাতাসে বেহুলার গান  
হেডলাইট জ্বলে উঠে কৈলাসটিলার কার্ণিশে
ল্যাম্পপোস্ট উজ্জ্বল বিকিরণ রাঙামাটির পথে
অরিয়ন মঙ্গলের লাল গ্রহে মানুষের নাম করছে বহন
পাহাড়ী তুমি কুয়াশার ভেতর জেগে ওঠা সূর্য বালক।

.                   ****************     

কৈলাসটিলা - বাংলাদেশের বিখ্যাত গ্যাসক্ষেত্র।
হুদ হুদ - ঝড়ের নাম।

.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
এন্টিটক্সিন
কবি রীনা তালুকদার

স্থির চোখের আইরিসে ঘুরে ফিরে
পরিচিত সেই চাহনি ব্যাকুল বসন্ত
আবেগের অন্ত:শ্বসন মিলায় সুকোমল মনে
শাণিত আর্টারী চলে ধেয়ে ধেয়ে
এনাটমি জুড়ে কালদহন
প্লাজমার প্রভাবে মিউকাস হা-রূপ
হাটিমাটিম জাইগোট জ্বালায়
হেলিওথেরাপি তাড়নায় উপচানো সমুদ্র সাঁতার
ক্রনোমিটার হয় ব্যর্থ সময়ের বেতালে
আলোর দিন হারায় অন্ধকার রাতে
অডিও ফোন বাড়ায় শ্রবণ শক্তি
ফোনাফোনি যায় লিখে হৃদপিন্ডে এপিগ্র্যাফি
আগ্নেয় বিষ্ফোরণ তাপ হ্রাসে তুমিই এন্টিটক্সিন।

.                   ****************     

আইরিস - চোখের মনি বা তারাতে আলো ঢোকার প্রক্রিয়া।
অন্ত:শ্বসন - কলাকোষ ও রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড এর বিনিময়।
আর্টারী - হৃদযন্ত্র থেকে যে নালী দ্বারা সঞ্চালন হয়।
এনাটমি - দেহের বিভিন্ন অংশের ব্যবচ্ছেদ বিদ্যা।
প্লাজমা - যার মধ্যে রক্ত কোষ ভেসে থাকে।
জাইগোট - পুংজনন ও স্ত্রীজনন কোষের সংমিশ্রণে যে কোষের সৃষ্টি হয়।
হেলিওথেরাপি - সূর্য চিকিৎসা।
ক্রনোমিটার - সময় মাপার যন্ত্র।
অডিও ফোন - শ্রবণ শক্তি বাড়ানোর যন্ত্র।
এপিগ্র্যাফি - অর্ন্তলেখ বা খোদাই করা লেখা।
এন্টিটক্সিন - প্রতিবিম্ব যা দেহের অভ্যন্তরে উৎপন্ন হয়ে কোন বিষের বিক্রিয়া নষ্ট করে।


.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ক্যাপসাইকিন চিলি
কবি রীনা তালুকদার

অজানা অযোগ্যতায় সোনালী যৌবন হর্ষ
পড়শির বাগানে খুঁজে ফিরে সংগোপন
মাণিক রতন সৃষ্টির সচল কর্মযজ্ঞে
ক্যাপসাইকিন চিলি রুচি বর্ধক
সময়ের রুটিনে রাখে নিটোল
ভিটামিন-এসিবি-সিক্স, আয়রণ, পটাশিয়াম
প্রোটিন - কার্বোহাইড্রেট মিশ্রণ
বিটা ক্যারোটিন- আলফা ক্যারোটিন
-বিটা ক্রিপ্টোক্সানথিন লুটেইন জিয়াক্সানথিন
জিবের লালায় লালে লাল দুনিয়া
দেখা না দেখায় কার কি যায় আসে
রতনে রতন নেয় চিনে
শেয়ার বাজারে হাক ডাক
সময়ের অদৃশ্য গতিতে নেই প্রেমটেম
রোবট বনে যাওয়া ভাল;
ভাললাগা কিছুর জন্য
চন্ডীদাসের বর্শী বেহুদাই
জঙ্গলের ডোবায় থাকে ডুবে
ঠুক ঠাক নেই কাৎলার নিঃশ্বাসে
ঘুমেরও মাপজোখ মাত্রা থাকা দরকার!

.                   ****************     

ক্যাপসাইকিন চিলি - মরিচকে ঝাল বানায় যে বিশেষ উপাদান।
ভিটামিন-এসিবি - সিক্স, আয়রণ, পটাশিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট বিটা ক্যারোটিন
আলফা ক্যারোটিনবিটা ক্রিপ্টোক্সানথিন, লুটেইন জিয়াক্সানথিন -এর মিশ্রণ লাল নিঃস্বরণ
করে জিবে স্বাদ আনে।


.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ফিরতে পারিনা
কবি রীনা তালুকদার

ভেবেছিলাম একদিন ফিরবো ...
কতো আর ছাপ সইবে কর্ণিয়া তাগুহীন দেখার
ফিরতে গেলেই পুরনো রিউম্যাটিক ফিভার
দাঁড়ায় গতিরোধ করে
নক্ষত্রের পথে পথে কাঁকর নুড়ির হরতাল
পাহাড়পুর ঘুমায় নিঃশব্দে
যায় ফিরবার পথ ভুলে নার্ভাস এ্যাকশন
স্নায়ুবিক বেখেয়ালী স্মৃতির দোসর
বেড়ায় চষে দিয়াভূতের কারুকাজ
ষ্টেশন কোথায় জীব বিজ্ঞানের
ফিরতে হবে কোথায় জানি না কিচ্ছু
ফিরবার তাড়া থেমে থেমে
করে উৎপাত পাঁজরের চার প্রকোষ্ঠে
যায় হারিয়ে দিক চিহ্নের কম্পাস
ফিরবো কীভাবে কে জানে!
সত্যিই কী যাচ্ছি ভুলে ফিরতে ?

.                   ****************     
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর