কবি সরোজলাল বন্দ্যোপাধ্যায় – জন্মগ্রহণ ককরেন বাংলাদেশের বরিশাল জেলায়।

তিনি শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নেন।

নান্দীমুখ পত্রিকার সম্পাদনা করার পাশাপাশি তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখে থাকেন।

তিনি অনুবাদ করেছেন টি.এস.ইলিয়টের মার্ডারর ইন দ্য ক্যাথেড্রাল, বের্টোল্ট ব্রেশ্টের নাটক। তাঁর
প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “নিজের সঙ্গে সংলাপ”, “অস্ত্রের মুখের দিকের অস্ত্রগুলি”, “খাস জমিতে
বসবাসকারী মানুষ” প্রভৃতি।

কবি সম্বন্ধে আমাদের কাছে আর কোন তথ্য নেই। কবির একটি ছবি এবং তাঁর কবিতা ও জীবন সম্বন্ধে
আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ
করবো।

আমরা  মিলনসাগরে  কবি সৃজন সেন-এর কবিতা  তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই এই
প্রয়াসের সার্থকতা।

এই পাতাটি দিল্লীর
কবি দিলীপকুমার বসুর অনুরোধে তোলা হয়েছে।    


উত্স - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা কবিতা সমচ্চয় ২য় খণ্ড, ১৯৯৩।

কবি সরোজলাল বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতার প্রথম প্রকাশ - ১.৬.২০১৫
...