কবি সত্যেন বন্দ্যোপাধ্যায় – বামপন্থী কবি। তিনি সম্পাদনা করেছেন “স্পন্দন” পত্রিকা।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে  “ভালোবাসার চাতাল জুড়ে”, “সোজা কথার সহজ পাঠ” এবং
সম্ভবত “লক্ষ চোখের সামনে” (১৯৭৩) প্রভৃতি।

কবি সম্বন্ধে এর বেশী তথ্য আমাদের কাছে নেই। কবির একটি ছবি এবং তাঁর কবিতা ও জীবন সম্বন্ধে
আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ
করবো।

আমরা  মিলনসাগরে  কবি সত্যেন বন্দ্যোপাধ্যায়ের কবিতা  তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলেই এই প্রয়াসের সার্থকতা।

এই পাতাটি দিল্লীর
কবি দিলীপকুমার বসুর অনুরোধে তোলা হয়েছে।    

উত্সকবি মেঘ বসু সম্পাদিত “আবৃত্তির কবিতা কবিতার আবৃত্তি” কাব্যসংকলন, ২০০৯।   

কবি সত্যেন বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতার প্রথম প্রকাশ - ৩০.০৫.২০১৫
...