কবি সেবাব্রত চৌধুরীর কবিতা |
বারমাস্যা কবি সেবাব্রত চৌধুরী গোপাল হালদার সম্পাদিত “পরিচয়” পত্রিকার অগ্রহায়ণ ১৩৭২ (নভেম্বর ১৯৬৫) সংখ্যায় প্রকাশিত। হারানো রতন খুঁজে এসেছিলো যারা, তারা যায় নিরাশায় আমাকে বাজিয়ে ; শাদা পাথরের মতো গানগুলি অবিরত সাজিয়ে রেখে ছে এক শহুরে সভ্যতা। সাত দিন ঘুরে ফিরে মাটির মেজাজে দেখি এক ফেরিওয়ালা হাঁকে, গঙ্গামাটি ; তাহলে রেলের কাছে যে-যুবারা মরে আছে তারাো পায় নি বটে মৃত্তিকার ঘ্রাণ। মানুষের কাছাকাছি গাছের স্বভাব রেখে চলা বড় দায়, কেননা মাছের বাজারে মাছির ভারি উত্পাত উমেদারী, সরিষা তেলের স্নেহ অদর্শনে বাড়ে। অতএব কবিতারে বলি ডেকে, তুই যা রে মুকুন্দরামের মতো ফুল্লরার জিভে। হারানো রতন খুঁজে যারা আসে ঝোপ বুঝে শাদা পাথরের গানে জানাবো সখ্যতা। . *************************** . সূচিতে . . . মিলনসাগর |