উত্তরবঙ্গের
সো
না রায়ের ছড়া
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
জন্ম খন্ড
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
কৃষ্ণ বলাম দোঁহে
লইয়ে ধেনুর পাল |
বোনে বোনে চরাইনু
. যতেক রাখাল ||
বলরাম বলে কৃষ্ণ শুনহ বচন
সোনা রায় মাণিক রায় হব দুইজন ||
বাঘের পৃষ্ঠে চড়ি তুমি হও সোনা রায় |
ভইসের ( ১ ) পিষ্ঠে চড়ি আমি হব মাণিক রায় ||
ইহা বলে দুই ভাই করিলে গমন ||
গরু চরায় রাখালগণ
. তাহার নাগ্য ( ২ ) পায়
আইস আইস বলি তবে
. সোনা রায় ডাকায় ||
ঘরে ঘরে কর তোমরা
. সোনা রায়ের গান |
সোনা রায়ের নামে ভিক্ষা
. সবাই দিবে ধান ||
এই ঠাকুর সোনা রায় গায়,
. রোস্তক ( ৩ ) দিলে বর
ধনে বংশে বাড়ুক গিরি
. চন্দ্র দেবোকর |
(১)ভইস—মহিষ, (২) নাগ্য—নাগাল, (৩ ) রোস্তক—গৃহস্থকে
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
দে দান যাই বরাতে
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
দে দান যাই বরাতে,
সোনারায়ের পূজা দিতে |
ও সোনারায় কর কি ?
সোনার লাঙ্গল পড়েছি |
সোনার লাঙ্গল রূপার ফাল,
ভাত ডাঙ্গায় বহাছি হাল --- ইত্যাদি
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
ঝেচু খন্ড
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
ঝেচু করে ঝিলি মিলি,
. কুকিলায় করে রাও |
শ্বেত কাকা উঠিয়া বলে
. রজনী প্রভাও ||
রজনী প্রভাত কালে,
. পূবে উদয় ভানু |
মা যশোদা ডেকে বলে
. উঠ রাম কানু ||
ছড়ছান দিয়া কন্যা
. হরষিত মন |
সোয়ামির সাক্ষাতে যাবা
. কি বলে বচন ||
সোয়ামি না বল তোক্,
. প্রাণের ইশর |
আজ্ঞা কর যাই স্বামী ধন
. দিগি সরবর ||
খইলা খারো নইলে কন্যা
. কস্তুরী চন্দন |
সঙ্গে আছে সখীগণ
. নিয়া করহ গমন ||
# # #
ইহাক্ ছাড়িয়া কন্যার
. চিজ-এ গমন |
সরোবর পখ্ রী যাআ
. দিলে দরশন ||
# # #
জলেতে নামিয়া কন্যা
. হাটু করলে সুর |
ধর্ম্মের দিকে দাগে কন্যা
. দেও পুত্রবর ||
এখন ছিলান করিয়া কন্যা,
. করিলেন গমন |
আপনার গৃহে আসি দিলে দরশন ||
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
গোয়ালিনী খন্ড
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
মহিষ চরায় নন্দের ছাইলা,
. বেলা হইল দুপোর |
খেদেয়া তুলিলে ভইস,
. বাতানের উপর |
কাকো বান্দে কাকো ছান্দে,
. কারো ছেকে দুধ |
কালো গাভীর ধবল বাছুড়,
. ছেক্ তে বড় সুখ |
এলুয়া ( ৪ ) উকুরিয়া নন্দ,
. পাকাইলে বেড়ুয়া (৫)
তাহাতে তুলিয়া দিলে
. দুধের তলুয়া || ( ৬ )
বাতানেতে ধূলা ধূসর,
. কর্ লে অন্ধকার |
বান্ধন ছান্দ্ নের দড়ি,
. উবায় (৭ ) ভারে ভার ||
বাতানেতে যাইয়া কৃষ্ণ
. বাঁশিতে দিলে সান,
যত আছে অরণ্যে মৈষ (৮ )
. করিলে গোঠান || ( ৯ )
# # #
যেইনা ঘাটে গোয়ালের নারী,
. জল আইন্তে যায় |
পশু-পক্ষী না খায় জল,
. গন্ধেতে পলায় ||
যেইনা বাড়ী গোয়ালিনী
. আগুন আইন্তে যায় ||
জলম আট্ কুড়া বলে,
. কোয়ারি ঝাপায় ||
শ্রীখলার হাটে দধি করে বেচাকেনা |
. শ্রীখলার লোকে বলে বাঞ্জি আটকুড়া |
আটকুড়া বলিয়া দধি কেহই না নেয় |
মনের গুমানে দধি ঢালিয়া ফেলায় ||
. শ্রীখলার দোকানে যাইয়া দোকানে দিলে সারি
রাধে বিকায় দধি-দুগ্ধ, কানাইয়া গণে কড়ি ||
৪ | এলুয়া—আইলের ঘাস, ৫| বেড়ুয়া –মোড়া, ৬| তলুয়া—হাঁড়ির তলা ৭| উবায়—বহন
করে ৮| মৈষ্য—মহিষ,
৯| গোঠান—একত্র |
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
ননি খালো কে রে গোপাল, ননি খালো কে?
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
ননি খালো কে রে গোপাল, ননি খালো কে?
--- আমি ত খাইনি ননি, খাইছে বলাই দাদা |
তুমি ত খাইছ রে ননি ভান্ড কইরা ছেঁদা ||
হাতে ছড়ি নন্দরাণী যায় গোপালের পিছে |
লাফ দিয়ে উঠ্ ল রে গোপাল কদম্বিকের গাছে ||
ওলা (১০ ) ওলারে গোপাল পাড়ে দেব ফুল |
ডাল ভাঙ্গে পড়িবি গোপাল, মজাইবি দুই কুল ||
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
ওপারে তেরপুণি (১১) গাছটি পাতা ঝুরঝুর করে
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
ওপারে তেরপুণি (১১) গাছটি পাতা ঝুরঝুর করে |
তার তলায় কৃষ্ট ঠাকুর সদা নৃত্য করে ||
গোপ কাঁদে, গোপিনী কাঁদে, কাঁদে তরুলতা |
সকল তলা বেড়িয়ে এল কৃষ্ট গিয়েছেন কোথা ||
কৃষ্ট গিয়েছেন বিষ্টুপুর আমায় না বলিয়ে |
কোথা থেকে এলেন কৃষ্ট পাচন হারায়ে ||
ডান হাতে তেলের বাটি কানে কঙ্কের ফুল |
চান করিতে যায় গো কৃষ্ট কালীদহের কূল ||
কালীদহের কূলে কৃষ্ট এলায়ে দিলেন কেশ |
কেশের পানে চাইতে চাইতে তনু হ’ল শেষ ||
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
ধান থাক্ তে দিল কড়ি
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
ধান থাক্ তে দিল কড়ি |
তার দুয়ারে সোনার দড়ি ||
সোনার দড়ি পাক পাড়া |
তিনশ আঠার ঘোড়া ||
ঘোড়ায় ঘোড়ায় বুঝব |
চাল কাঠা দুই কুটব ||
চাল করে আজিগুজি |
সোনার লাঙ্গল পেড়েগুজি ||
থো থো থো লাঙ্গল থো |
গাড়ুর জলে হাত পা ধো ||
কেটে আনগে মানের পাত |
তাতে দেব অম্বল ভাত |
অম্বল ভাতে নাইকো নুন |
শত্রুর মুখে কালি চূন |
. ( হোল বোল ) ইত্যাদি |
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
বোল বোলা বোল ছাড়ে ঘোড়া
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
বোল বোলা বোল ছাড়ে ঘোড়া |
ঘোড়ার আগে ঘুড়ী যায় |
গিরির শত্রুরে বাঘে খায় |
খায় আর কড়মড়ায় ||
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
পালারে ছাইলা পিলা হুম্মা এসাছে
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
পালারে ছাইলা পিলা হুম্মা এসাছে |
হুম্মার মাথায় লাল টুপি দাদা দেখাছে ||
দাদার হাতে তীর কাম্ টা মাইরা ফেলেছে |
দুইটা চিত্ হল মাছ ভাইসা উঠেছে || ইত্যাদি |
. ***************
.
সূচীতে . . .
হুম্মা - বাঘ
মিলনসাগর
উ
ত্তরবঙ্গের সোনা রায়ের ছড়ার
পরিচিতির পাতায় . . .
*
গরু চরায় রাখালগণ
উত্তরবঙ্গের সোনা রায়ের ছড়া
সংগ্রাহক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়
গরু চরায় রাখালগণ
. তাহার নাগ্য পায় |
বাঘ দেখিয়া রাখালগণ
. পলাইয়া যায় ||
আইস আইস বলি সবে
. সোনা রায় ডাকায় ||
. ***************
.
সূচীতে . . .
মিলনসাগর