কবি সৃজন সেন – শক্তিশালী বামপন্থী কবি।
তাঁর কবিতায় পশ্চিমঙ্গের উত্তাল সত্তরের দিনগুলি ও কারাবাসের কথা উঠে আসে। কবি নিজে কারাবাস
বরণ করেছিলেন।
২০০৬ থেকে ২০০৮ সময়কালে চলা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন বাংলায় যে প্রতিবাদী কবিতার
বিস্ফোরণ ঘটেছিল, তার বেশ কিছু (ছয়শতাধিক) কবিতা আমরা মিলনসাগরে সংগ্রহ করে রাখতে সমর্থ
হয়েছিলাম। সেই সংগ্রহে আমরা কবির দুটি কবিতা পেয়েছি। কিন্তু কবির সাথে আমরা যোগাযোগ করে
উঠতে পারি নি।
কবি সম্বন্ধে আমাদের কাছে এর বেশী তথ্য নেই। কবির একটি ছবি এবং তাঁর কবিতা ও জীবন সম্বন্ধে
আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ
করবো।
আমরা মিলনসাগরে কবি সৃজন সেন-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই এই
প্রয়াসের সার্থকতা।
এই পাতাটি দিল্লীর কবি দিলীপকুমার বসুর অনুরোধে তোলা হয়েছে।
কবি সৃজন সেন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৩১.০৫.২০১৫
...