কবি শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় – জন্মগ্রহণ করেন মেদিনীপুরে, তাঁর মাতুলালয়ে। তাঁর বেড়ে ওঠা কাটে
পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার ডিশেরগড় কয়লা খনি অঞ্চলে।

কবি, বিএসসি (রসায়ণ অনার্স), বিএড (ভৌতবিজ্ঞান), এমবিএ (স্পেশাল-মার্কেটিং) এ সবই উত্তীর্ণ হন বর্ধমান
বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন শুরু করেন একটি ফার্মাসিউটিক্যাল সংস্থার ম্যানেজমেন্ট ট্রেইনি হিসাবে।
তারপর লেকচারারশিপ থেকে ডব্লিউ.বি.সি.এস-এর মূল পরীক্ষায় উত্তোরণ সহ বার বার নিজের মেধা ও
যোগ্যতা প্রমাণ করেও ভাগ্যের অনুমোদন না মেলায় মূলত গৃহিণী।

২০১০ সালের কলকাতা বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ “আবহমান” কবিতা সংকলনটি প্রকাশ করতে
গিয়ে নিজের আবাল্যের প্রেম, সাহিত্যের সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে পড়েন। সাধারণ পাঠকের কাছে দারুণ
সাড়া ও কবি সমাজে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংস্করণ “এবং আবহমান”-ও নিঃশেষিত।
ফলশ্রুতি, শ্রীপর্ণা এখন একাধিক বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকায় নিয়মিত গল্পকার, কবি, প্রাবন্ধিক,
পুস্তক পর্যালোচক হিসেবে যুক্ত রয়েছেন। কয়েকটি ওয়েবসাইট ও ব্লগে কনটেন্টও লিখে থাকেন। শ্রীপর্ণা
বন্দ্যোপাধ্যায়ের এ পর্যন্ত প্রকাশিত বই ‘আবহমান’ ও ‘এনট্রপি’ নামের দুটি কাব্যগ্রন্থ এবং “বাঘের মাসি ও
সাঙ্গপাঙ্গ” নামের একটি শিশু-কিশোর গল্প সংকলন।

কবি কিছুদিন “ইস্‌ক্রা” পত্রিকার সম্পাদক মণ্ডলীতে ছিলেন। সম্প্রতি বাংলাদেশের একটি সাহিত্য সংস্থার
হয়ে কিছু বাংলা কবিতা ইংরেজীতে অনুবাদের দায়িত্ব নিয়েছেন। রচনার সংখ্যার চেয়ে মান তাঁর কাছে
অগ্রগণ্য। প্রকৃতিপ্রেম, সমাজ-সচেতনতা, মনুষ্যত্ব ও নিরপেক্ষ বিজ্ঞান ভাবনার পরিচয় পাওয়া যায় তাঁর
কবিতা ও গদ্যে। শ্রীপর্ণার সুদীর্ঘ প্রবন্ধ “প্রকৃতিতন্ত্র” [বাংলা অ্যাকাডেমি পত্রিকায় সংক্ষেপিত রূপ “অখণ্ড
প্রকৃতিতন্ত্র” নামে প্রকাশিত] প্রাকৃতিক সত্য উদ্‌ঘাটনের মাধ্যমে লিঙ্গবৈষম্য নিয়ে চিন্তা-ভাবনার নতুন দুয়র
খুলে দেয়। কবি একজন অত্যন্ত স্পষ্টবাদী ও আপাদমস্তক স্বচ্ছ স্বভাবের মানুষ।

২০১২ সালে কবি বঙ্গ সংস্কৃতি সম্মানে ভূষিতা হয়েছেন।

আমরা ভীষণভাবে কৃতজ্ঞ শ্রীমতী দর্পণা রায়ের কাছে যিনি এই পাতায় তাঁর পছন্দের কবি শ্রীপর্ণা
বন্দ্যোপাধ্যায়ের কবিতা এবং কবি-পরিচিতি সম্পূর্ণ নিজে বাংলায় টাইপ করে, আমাদের ইমেল মাধ্যমে
পাঠিয়েছেন।
সব কবিতাই তাঁরই চয়ন করা।

আমরা
মিলনসাগরে  কবি শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।




উত্স --- এই পাতা শ্রীমতী দর্পণা রায়ের সৌজন্যে সৃষ্ট। ইমেল - darpana555@gmail.com
    


কবি শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।   


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - ফ্ল্যাট ৩এ, জগদীশ এপার্টমেন্ট, ২৬ জে.কে. চ্যাটার্জী রোড, সোদপুর, কলকাতা ৭০০১১০
চলভাষ - +৯১৯০০৭৫১১৪৫৭, +৯১৮১০০২৪৯৪৪৭, +৯১৯৩৩১০০৮৪৬৩৯
ইমেল -
shree0512@yahoo.co.in,  sriparna405@gmail.com         


আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২৬.০৪.২০১৫
...