সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
*
কেডা রে

বাড়ি| গাড়ি| অঢেল টাকা |
প্রাচুর্য আজ দিয়েছে ঢাকা |
সাবেকের সেই দৈন্য |

স্বয়ং যেতে হয় না জেলে |

ফেললে কড়ি বাজারে মেলে
লড়াই করার সৈন্য |

দল পাকিয়ে ছেলেবুড়োয়
গাছের খায়, তলার কুড়োয় |
ওদের মাফপ সাতখুন |

বেঁচে থাকুক সর্বহারা |
যমের বাড়ি পাঠাও, যারা
জোঁকের মুখে দেয় নুন |

.        *******************         
.                                                                            
সূচীতে . . .    



মিলনসাগর   
*
বলছিলাম কী

বলছিলাম--
না, থাক্ গে|
যা হচ্ছে হোক, কে খণ্ডাবে
লেখা থাকলে ভাগ্যে|

পাকানো জট,
হারানো খেই,
চতুর্দিকের দৃষ্যপট
এখনও সে-ই--

শক্ত করে আঁকড়ে-ধরা
চেয়ারের সেই হাতল|
বিষম ভয়, কখন হয়
ক্ষমতার হাতবদল|

বলছিলাম--
না, থাক্ গে!
কী আসে যায় হাতে নাতে
প্রমাণ এবং সাক্ষ্যে|


মোড়লেরা ব্যস্ত বেজায়
যে যার কোলে ঝোল টানতে|
সারটা দেশ হাপিত্যেশে,
পান্তা ফুরোয় নুন আনতে|

চোর-বাটপার
সাধুর ভেখে
ফাঁদে কারবার
আড়াল থেকে--
হাতিয়ে জমি, বানিয়ে বাড়ি
করছে টাকা কাঁড়ি কাঁড়ি
কতক সাদা কতক কালো
মারছে কার খোরাক কে|

জানি না যখন কোনো কিছুই
বলাই ভালো
জী-আজ্ঞে|
বলছিলাম কী--
থাক্ গে|

.        *******************      
.                                                                              
সূচীতে . . .    



মিলনসাগর   
*
রাম নাম সৎ হ্যায়

করা গেলে হিংসুটে
সদাশিব হিন্দুকে
ভোটগুলো চেটেপুটে
তোলা যাবে সিন্দুকে

মা লিখ শতং বদ
এঁটে নিয়ে মতলব
ভক্তিতে গদগদ
গদিতে বিকট লোভ

আওড়িয়ে 'ত্যক্তেন ভুঞ্জিথাঃ'
মসজিদ ভেঙে চায় মন্দির
চেক কাটা ভেক কেন নেয় বৃথা
কাটা আছে শত পথ ফন্দির

পরহিতে তাকে কেউ দেখিনি তো জন্মেও
পুরোহিত সেজে আজ চটকায় পিণ্ডি
রথ চড়ে, চোঙা ফোকে, মতি নেই ধর্মেও
দেশটা ডুবিয়ে যায় বর্গির শিন্নি|
******

রামনারায়ণ রাম
বাঁচলে বাপের নাম
আছ তুমি কোন্ দেশে ?
সুন্দরবন ঘেঁষে
বলিহারি দেশ বটে
(শুনে কেউ না যেন চটে)
দেশ বটে, দেশ বটে!

নাহক বস্তুবাদী
ফলায় কলার কাঁদি
বাগিচাতে বাবাজির--
গুরুভাই জী-হাজির

এদিকে ঠ্যালার নাম বাবাজিরও
চোখ ফোটে, মুখ ফোটে
হয়ে একদম জিরো
যখন মুড়োয় নটে
হায় রাম!
ফুরোয় তামাম গুল-পট্টি
দেশ বটে, সত্যি!
******

কিছু উভচর আছে
দূরে নয়, খুব কাছে
মুখে বাম
বুকে রাম
আমাদের লাইনে...

দুটো পা-ই ত্যারাব্যাঁকা
বাঁয়ে গেলে যায় দেখা
দুম্ দাম্
আরে রাম
চলেছে সে ডাইনে
আমাদের লাইনে....

হাতে ধরে থেকে ধামা
মুখে বলে, নামা নামা
দুর্নামে
চড়াদামে
যা পাস তাইনে
আমাদের লাইনে....

.        *******************    
.                                                                                            
সূচীতে . . .    



মিলনসাগর   
যাচ্ছি                 

ও মেঘ
.     ও হাওয়া
.            ও রোদ
.                   ও ছায়া
.                                     যাচ্ছি

ও ফুলের সাজি
.     ও নদী, ও মাঝি
.             বনের জোনাকি
.                    ও নীড়, পাখি
.                                      যাচ্ছি

ও ছুঁচ
.     ও সুতো
.             ও ছিটের জামা
.                      ফিতে-বাঁধা জুতো
.                                      যাচ্ছি

ও ছবি
.     ও গান
.             মমতা
.                      ও টান
.                                      যাচ্ছি

ও চোখের চাওয়া
.     ও ছাদ, ও সিঁড়ি
.             ও মাটির দাওয়া
.                      ও কাঠের পিঁড়ি
.                                       যাচ্ছি

ও স্মৃতি, ও আশা
.       ও ঝিঁঝি, ও ঝাউ,
.                ধোঁয়া ও কুয়াশা
.                         বউনি ও ফাউ
.                                        যাচ্ছি

উনুনের মাটি
.        ও হাঁস, ও ডিম
.                  ও তাপ, ও হিম
.                           ও শীতলপাটি
.                                        যাচ্ছি

ও চুনি
.        পান্না
.                ও হাসি
.                         কান্না
.                                        যাচ্ছি

ও গরু মহিষ
.         ও ধানের শিষ
.                 জানালা দুয়োর
.                          ও সাঁঝ, ও ভোর
.                                         যাচ্ছি

ও জল, ও ঝড়
.         ও ইট পাথর
.                  ও ব্যাং, ও সাপ
.                           পুণ্যি ও পাপ
.                                          যাচ্ছি

ও কাজললতা
.          ও পুরনো কথা
.                    পর্দা, পাপোশ
.                             লড়াই, আপোশ
.                                           যাচ্ছি

ও উঁচু, ও নিচু
.          ও আম, ও লিচু
.                     মুখচুম্বন
.                              বাহুবন্ধন
.                                            যাচ্ছি

ও শিলাবৃষ্টি
.           ঝাল ও মিষ্টি
.                     যাত্রা ও তরজা
.                               ভয় ও লজ্জা
.                                             যাচ্ছি

ও কাঁচা লঙ্কা
.           ওজন, সংখ্যা
.                     বোমা, বন্দুক
.                                পিছন সুমুখ
.                                              যাচ্ছি

ও বাংলা ভাষা
.            ও রবিঠাকুর
.                      নিকট ও দূর
.                                 ও ক্ষুৎপিপাসা
.                                              যাচ্ছি

শীত বসন্ত
.             আদি ও
.                       অন্ত
.                                               যাচ্ছি

ও দিন
.            দুপুর
.                       পুণ্যিপুকুর
.                                               যাচ্ছি

ও খড়
.            ও কুটো
.                       সাচ্চা ও ঝুটো
.                                               যাচ্ছি

ও লেপ
.            ও কাঁথা
.                       ও বই ও খাতা
.                                               যাচ্ছি

ও আঁকা, ও লেখা
.            ও কুহু
.                        ও কেকা
.                                                যাচ্ছি

মোহানা
.           গোমুখী
.                        ও জলচৌকি

.                                                যাচ্ছি

চিরুনি, আয়না
.           ও চিতা
.                        হায়না
.                                                যাচ্ছি

ও গালগল্প
.           অনেক
.                       অল্প
.                                                যাচ্ছি

আষাঢ়
.            শ্রাবণ
.                       হৃতযৌবন
.                                                 যাচ্ছি

নাকের নোলক
.           দুঃখ
.                      ও শোক
.                                                 যাচ্ছি

ও চীনেবাদাম
.           পোস্টকার্ড
.                      খাম
.                                                 যাচ্ছি

ও কাজ, ও ছুটি
.            ও ভাত
.                      ও রুটি
.                                                 যাচ্ছি

ও মিল, ছন্দ
.            খোলা
.                      ও বন্ধ
.                                                 যাচ্ছি

ও ভালো, ও পাজি
.           ও পুঁথি
.                      ও পাঁজি
.                                                 যাচ্ছি

ও কুল, তেঁতুল
.           ও ঠিক
.                     ও ভুল
.                                                 যাচ্ছি

ও শুরু, ও শেষ
.           সমকাল
.                    দেশ
.                                                  যাচ্ছি

ও মটরশুঁটি
ও হারানো ঘুঁটি
.                                                  যাচ্ছি

চশমার খাপ
.         ও পায়ের ছাপ
.                                                  যাচ্ছি

ও আমের বোল
ও পূজো, ও দোল
.                                                  যাচ্ছি

ও নামঠিকানা
ও কচুরিপানা
.                                                  যাচ্ছি

ও ঈদের চাঁদ
সাধআহ্লাদ
.                                                  যাচ্ছি

ও গাড়ির চাকা
মিছিল, পতাকা
.                                                  যাচ্ছি

ও পানের খিলি
ভিড়, নিরিবিলি
.                                                  যাচ্ছি

জলদি, আস্তে
হাতুড়ি, কাস্তে
.                                                  যাচ্ছি

ও মশা, ও মাছি
.                                                  যাচ্ছি

ও সর, ও চাঁছি
.                                                  যাচ্ছি

ও দেহ, ও প্রাণ
.                                                  যাচ্ছি

ও ধ্যান, ও জ্ঞান
.                                                  যাচ্ছি

ও আড়ি, ও ভাব
.                                                  যাচ্ছি
প্রণাম, আদাঘ
.                                                  যাচ্ছি

ও ফুল
.                                                  যাচ্ছি

ও পথ
.                                                  যাচ্ছি

পুতুল
.                                                  যাচ্ছি

শপথ
.                                                  যাচ্ছি

ও ছায়া
.                                                  যাচ্ছি

ও মায়া
.                                                  আসছি

ও মিউ . . .



.                            *******************      
.                                                                              
সূচীতে . . .    



মিলনসাগর   
*
জোড় কলম                 

কথার সঙ্গে কথা কেবল
.                          জুড়লেই তো হয় না
হয় না যেন হাতের শেকল
.                          কিংবা গলার গয়না |

কথা তো নয় পাথর বা ইট
.                          খাড়া করো না দেয়াল ;
খোলা যাবে না এমন গিট
.                          না থাকে, রেখো খেয়াল |

কথা কি তবে ফাঁকা আওয়াজ,
.                          শুধুই ধোঁকার টাটি ?
নিকম্মা এ সরফরাজ,
.                          স্বপ্নের আড়কাঠি ?

এমন করে জুড়বে কথা সাঁটে
কথায় যেন কথার জোর থাকে,
প্রকৃতি দেখো, কত সহজে আঁটে
পরমানুর ভেতর ক্ষমতাকে ||


.        *******************         
.                                                                                
সূচীতে . . .    



মিলনসাগর   
*
কুমারসম্ভব                 

পেছনের সব টান যাক চুকে বুকে |

বন্ধ কর হাপু-গান
.     সারা পিঠ ঘা করছে
.            নিজেরই চাবুকে |

এখন পড়ন্ত বেলা
.      ছায়াই শুধু পিছু হাঁটে

শেষ করো খেলা

সামনে যখন সব মাঠে
সগৌরবে
ছুটেছে রণপায়
লাঠি হাতে কি তুমি দৌড়োবে

এখুনি কালের এক ফুঁয়ে
নিবে তো যাবেই, তার আগেই বাপু, হে
স্বয়ং সূর্যের কাছ থেকে
অল্পস্বল্প
.        কায়কল্প
.                 শিখে নেওয়া ভালো---
কী করে জ্বালেন
.        কনে-দেখা-আলো
তাঁরই হাত ধ'রে
রাত্রিশেষে জমে উঠবে

এ মাটির কোল আলো-করে
নতুন উত্সব---

কুমারসম্ভব ||


.        *******************       
.                                                                               
সূচীতে . . .    



মিলনসাগর   
*
আলালের ঘরের দুলাল                 

বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে
পায়ে শিকল দিয়ে কোকিল
মরছে কেশে কেশে

এ গাঁয়েতে বান তো
ও গাঁয়েতে খরা
যে করে হোক আখেরে ভোট
ভাতের টোপে ধরা

নীচেয় থাকে হাবা বোবা
ওপরতলায় কালা
কাজের জন্যে মানুষ হন্যে
দরজাগুলোয় তালা

এই এটাকে চেয়ারে বসা
ওই ওটাকে হটা
সামনে পুলুশ পিছনে জুলুশ
তবে না ঘটাপটা

খুনখারাবি রং বুলিয়ে
মন ভুলিয়ে ঝান্ডায়
চাইবে গদি না দাও যদি
ঠান্ডা করবে ডান্ডায়

বাড়ির পর বাড়ি রে ভাই
গাড়ির পর গাড়ি
আপনজনে পরের ধনে
চালাচ্ছে পোদ্দারি

পার্ক ময়দানে জলা জমি
হাত করছে টাকার কুমির
ছিল নাকে কপর্দকও, তোমন লোকও
লাল হয়ে আজ হচ্ছে আমির
বাইরে চটক ভেতরে ফাঁপা
কতদিন আর থাকবে চাপা

হাটে ভাঙছে হাঁড়ি এখন পর পর
একটু যদি দাঁড়ান ঘুরে
দেখতে পাবেন রাজ্য জুড়ে
.                বেঁধে যায় কি চব্বর

ছাড়ায় সীমা সহ্যের
এতদিন যা হয়ে এসেছে
.                এসব আজ তার জের ||


.            *******************              
.                                                                               
সূচীতে . . .    



মিলনসাগর   
*
বেলা যে যায়                 

উঁচু আদর্শের নাম-পরিণামে
অর্ধনমিত পতাকা
অনুশোচনায় ভারি হয়ে আছে

উঁচু বাড়ির ছাদ থেকে
ছায়াটা সপাটে এসে পড়েছিল
লালদীঘির জলে

একদল এলেবেলে গোলা লোক
ফাৎ না থেকে চোখ একটু সরাতেই
দেখতে পেল
এক অর্ধনমিত পতাকা

কিছু বুঝতে না পেরে
তারা এ ওর মুখ চাওয়াচাওয়ি ক'রে
জিজ্ঞেস করল, কে গেল

এক আক্কেলমন্ত দরবেশ আসানড়িতে ভর দিয়ে
দাঁড়িয়ে পড়ে বলল,
কে নয়---
কী ||


.        *******************       
.                                                                                
সূচীতে . . .    



মিলনসাগর   
*
তুমি তো কাঁদো না                 

কী আশ্চর্য
কখনই তুমি তো কাঁদো না

পুঁটুলি পাকিয়ে রেখে গেছ
এ-বাড়ির আনাচে-কানাচে
যে মনোবেদনা

পুড়ে যাচ্ছি আমি তার আঁচে

এ একরকম ভালো
শুনতে পাই না কানে
কে কী বলল, কে কেন চাইছে বেশি আরও
থাকতে হয় না সাতে পাঁচে কারও

গলিতে তোমার ছোট্ট এক চিলতে বাগানে
লঙ্কাগাছে ফুল ধরেছে সবে

তুমি আসছ কবে

ছেঁড়া সেলাইয়ের ছুঁচে,
ভাঙা জোড়া দেয়ার আঠায়
তুমি আছো
ছুঁলেই টের পাই

লাঠি হাতে উঠে
এ-ঘর ও-ঘর করি খোঁড়াতে খোঁড়াতে

কখনও সাক্ষাতে
বলি নি লজ্জার মাথা খেয়ে মুখ ফুটে

তবু খুব জানতে ইচ্ছা করে

কখনও না-কেঁদে
সমস্ত বর্ষার জল কেন তুমি হাসিমুখে
তুলে নাও দু-চোখের কোলে---

একদিন বাঁধ ভেঙে দিয়ে
আমাকে ভাসিয়ে দেবে ব'লে ?


.        *******************                  
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর   
*
পাথরের ফুল
কবি সুভাষ মুখোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর লেখা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা।
(আমরা কৃতজ্ঞ কবি রাজেশ দত্তর কাছে এই কবিতাটিকে আমাদের কাছে পাঠানোর জন্য।)
     



ফুলগুলো সরিয়ে নাও,
আমার লাগছে।
মালা জমে জমে পাহাড় হয়
ফুল জমতে জমতে পাথর।
পাথরটা সরিয়ে নাও,
আমার লাগছে।

এখন আর
আমি সেই দশাসই জোয়ান নই।
রোদ না, জল না,হাওয়া না--
এ শরীরে আর
কিছুই সয় না।

মনে রেখো
এখন আমি মা-র আদুরে ছেলে--
একটুতেই গলে যাবো।

যাবো বলে
সেই কোন সকালে বেরিয়েছি--
উঠতে উঠতে সন্ধে হল।
রাস্তায় আর কেন আমায় দাঁড় করাও?

অনেকক্ষণ থেমে থাকার পর
গাড়ি এখন ঢিকিয়ে ঢিকিয়ে চলছে।
মোড়ে ফুলের দোকানে ভিড়।
লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল?




ঠিক যা ভেবেছিলাম
হুবহু মিলে গেল।
সেই ধূপ , সেই ধুনো, সেই মালা,সেই মিছিল--
রাত পোহালে
সভা-টভাও হবে।
( একমাত্র ফুলের গলা-জড়ানো কাগজে লেখা
নামগুলো বাদে)
সমস্তই হুবহু মিলে গেল।
মনগুলো এখন নরম--
এবং এই হচ্ছে সময়।
হাত একটু বাড়াতে পারলেই
ঘাট-খরচাটা উঠে আসবে।

এক কোনে ছেঁড়া জামা পরে
শুকনো চোখে
দাঁতে দাঁত দিয়ে

ছেলেটা আমার
পুঁটুলি পাকিয়ে ব'সে।
বোকা ছেলে আমার,
ছি ছি,এই তুই বীরপুরুষ?
শীতের তো সবে শুরু--
এখনই কি কাঁপলে আমাদের চলে?

ফুলগুলো সরিয়ে নাও,
আমার লাগছে।
মালা জমে জমে পাহাড় হয়
ফুল জমতে পাথর।

পাথরটা সরিয়ে নাও,
আমার লাগছে।




ফুলকে দিয়ে
মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই
ফুলের ওপর কোনোদিনই আমার টান নেই।
তার চেয়ে আমার পছন্দ
আগুনের ফুলকি
যা দিয়ে কোনোদিন কারো মুখোশ হয় না।

ঠিক এমনটাই যে হবে,
আমি জানতাম।
ভালোবাসার ফেনাগুলো একদিন উথলে উঠবে
এ আমি জানতাম।
যে-বুকের
যে আধারেই ভরে রাখি না কেন
ভালোবাসাগুলো আমার
আমারই থাকবে।

রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি
কতক্ষনে কিভাবে সকাল হয়;
আমার দিনমান গেছে
অন্ধকারের রহস্য ভেদ করতে।
আমি এক দিন , এক মুহূর্তের জন্যেও
থামি নি।
জীবন থেকে রস নিংড়ে নিয়ে
বুকের ঘটে ঘটে আমি ঢেলে রেখেছিলাম
আজ তা উথলে উঠল।


না।
আমি আর শুধু কথায় তুষ্ট নই;
যেখান থেকে সমস্ত কথা উঠে আসে
যেখানে যায়
কথার সেই উৎসে
নামের সেই পরিনামে,
জল-মাটি-হাওয়ায়
আমি নিজেকে মিশিয়ে দিতে চাই।

কাঁধ বদল করো।
এবার
স্তুপাকার কাঠ আমাকে নিক।
আগুনের একটি রমনীয় ফুলকি
আমাকে ফুলের সমস্ত ব্যথা
ভুলিয়ে দিক॥

.        *******************         
.                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর   
*
মে দিনের কবিতা
কবি সুভাষ চক্রবর্তী
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ও কবি অতীন্দ্র মজুমদার সম্পাদিত, মে-দিনের কবিতা কাব্য
সংকলন থেকে নেওয়া।

প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া।

চিমনির মুখে শোন সাইরেন শঙ্খ,
গান গায় হাতুড়ি ও কাস্তে---
তিল তিল মরনেও জীবন অসংখ্য
জীবনকে চায় ভালবাসতে।

প্রণয়ের যৌতুক দাও প্রতি বন্ধে
মারনের পণ নখদন্তে ;
বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে
উজ্জ্বল দিন দিক অন্তে।

শতাব্দি লাঞ্ছিত আর্তের কান্না
প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা ;
মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না---
পরো পরো যুদ্ধের সজ্জা।

প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য
এসে গেছে ধ্বংসের বার্তা,
দুর্যোগে পত হয় হোক দুর্বোধ্য
চিনে নেবে যৌবন-আত্মা॥

.        *******************         
.                                                                             
সূচীতে . . .    



মিলনসাগর