কবি শুভাশিস আচার্য্য - জন্ম গ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার অন্তর্গত
মুরারই-১ গ্রামে। পিতা দিলীপ আচার্য্য মাতা আল্পনা আচার্য্য।

কবি, মুরারই অক্ষয় কুমার বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চমাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষার জন্য
কবি নজরুল কলেজে ভর্তি হন। দ্বিতীয় বর্ষের সমাপ্তির পর পারিবারিক অর্থের জটিলতার কারণে কলেজ
ছেড়ে পিতার ব্যবসায় যোগদান করেন।

কবির, সাহিত্যর প্রতি প্রেম স্কুল জীবন থেকেই। সেখান থেকে  কবিতা লেখার সূত্রপাত। শুভাশিসের জীবনে
আলোর মত প্রবেশ করেন কবি সন্দিপ হালদার। তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে খাতার পাতা থেকে বেড়িয়ে
বর্তমানে বিভিন্ন ওয়েব সাইটে লেখালেখি করছেন।


আমরা  
মিলনসাগরে  কবি শুভাশিস আচার্য্যর কবিতা তুলে আনন্দিত।   



উত্স - কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।        


কবির সঙ্গে যোগাযোগ -
মেল - dipua78@gmail.com        


কবি শুভাশিস আচার্য্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতার প্রথম প্রকাশ - ২..২০১৬
...