অন্তর্বাসনা কবি শুচিস্মিতা দাশগুপ্ত উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত কবিতা : ষাট সত্তর থেকে নেওয়া।
আমিও কি জেনেছিলাম একটা ছিন্ন মেঘ অপূর্বতায় ঘুচিয়ে দেবে বিদেহী এই শোক তারতো ছিল সুখের দিকে মস্তো একটা ঝোঁক! রোদ্দুরে হাত পাতলে পরে আপাদমস্তক থরথরিয়ে কাঁপন দিলেও একটা অলীক চোখ ঠিক দেখেছে মধ্য বুকের ছোট্ট কালো তিল সে জানেনা ঐখানেতে থাকবে অন্ত্যমিল
আমিও ঠিক জেনেছিলাম একটা ছিন্ন মেঘ দর্প ভেঙে গুঁড়িয়ে দেবে জলজ গাছের মূল ঝুরঝুরিয়ে খসবে পাতা এবংবিধ ভুল সে দেখাবে সময় এবং প্রতীক্ষা অকূল || . ************************** . সূচিতে . . .