কবি শুচিস্মিতা দাশগুপ্তর কবিতা
*
গাছের সংসার / আমি
কবি শুচিস্মিতা দাশগুপ্ত
উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত কবিতা : ষাট সত্তর থেকে নেওয়া।

আমি গাছের মতো সহিষ্ণু নীরব ছায়াদানকারী নার্স হতে পারিনি
শিকড়ের সমূহ কর্তব্য জারক রসে মাখিয়ে
ধমনীতে ফুল ফোটাতে পারিনা
আমি জানিনা বর্ষান্তরে নিজেকে কিভাবে
নিরপেক্ষ রাখতে হয়
ঝুলন্ত অর্কিডেও যেটুকু অস্তিত্বশীলতা থাকে
আরক্ষা বাহিনী রেখে
.                     সেটুকু বাঁচাতে পারিনি

চূড়ান্ত ব্যর্থ আমাকে দেখে হাসে গাছের সংসার
খামখেয়ালী বাতাসের হাততালি
আমাকে আরো লজ্জাহীন করে
বেআব্রৎ নগ্নতায় আমি শিরাবহুল হাতে
সবুজ সতেজ প্রাণটুকু ছুঁয়ে দেখি
.                     বড়ো ভালো লাগে

গাছের মতো সহিষ্ণু নীরব ছায়াদানকারী  নার্স  হতে  পারিনি
সবটুকু শুশ্রূষা নিতেই আমার জন্ম
এভাবেই  এ  জন্মে ফলহীন নিরক্ষর মরু হয়ে আছি

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
অন্তর্বাসনা
কবি শুচিস্মিতা দাশগুপ্ত
উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত কবিতা : ষাট সত্তর থেকে নেওয়া।

আমিও কি জেনেছিলাম একটা ছিন্ন মেঘ
অপূর্বতায় ঘুচিয়ে দেবে বিদেহী এই শোক
তারতো ছিল সুখের দিকে মস্তো একটা ঝোঁক!
রোদ্দুরে হাত পাতলে পরে আপাদমস্তক
থরথরিয়ে কাঁপন দিলেও একটা অলীক চোখ
ঠিক দেখেছে মধ্য বুকের ছোট্ট কালো তিল
সে জানেনা ঐখানেতে থাকবে অন্ত্যমিল

আমিও ঠিক জেনেছিলাম একটা ছিন্ন মেঘ
দর্প ভেঙে গুঁড়িয়ে দেবে জলজ গাছের মূল
ঝুরঝুরিয়ে খসবে পাতা এবংবিধ ভুল
সে দেখাবে সময় এবং প্রতীক্ষা অকূল ||

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শারীরিক
কবি শুচিস্মিতা দাশগুপ্ত
উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত কবিতা : ষাট সত্তর থেকে নেওয়া।

ক্রমশই যন্ত্রণার ফুল যেন তীক্ষ্ণ হয়ে সর্বাঙ্গে আমার কেমন যন্ত্রণা ছড়ায়
এ ব্যথার স্বাদ আছে নিরুপম নিরুপম আসলে নকল সব এক হয়ে যায়
তোমার জানুর সেই অদ্ভুত শিহরণে আমার চেতনা সব লীন হয়ে যায়
থাক থাক আতরের শিশিভরা গন্ধের সুরভির ঢল নামে প্চ্ছিল পথে
নেমে আসে সুস্বাদ হিরণ্ময় তর্জনীর গোলাকার বিহ্বল ঠেলে ওঠা চাঁদ
ত্রিকোণিকা পার্কের ভিজে ঘাসে শুয়ে আছে বিস্মৃত চেতনার অপরূপ দেহ
শরীরের ছিলে কেটে মগ্ন তূনীর আজ ঠিক ঠাক লক্ষের ভেদ করে ফেলে
আমার শরীর চুঁয়ে রেণু রেণু সুখ ফুল অমল পালের মতো দল খুলে হাসে ||

.             
                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর