কবি সুধীন্দ্রনাথ দত্তর কবিতা |
শ্রাবণ-বন্যা কবি সুধীন্দ্রনাথ দত্ত সংকীর্ণ দিগন্ত-চক্র ; অবলুপ্ত নিকট গগনে ; পরিব্যাপ্ত পাংশুল সমতা ; অবিশ্রান্ত অবিরল বক্রধারা ঝরিছে সঘনে ; হাঁকে বজ্র বিস্মৃত মমতা ; প্লাবিত পথের পাশে আনত বঙ্কিম তরুবীথি শিহরিছে প্রমত্ত ঝঞ্ঝায় ; নিমজ্জিত প্রহরের বৃতি ; ভেদ নাই উষায় সন্ধ্যায় || পথস্থ কুটিরদ্বারে ভয়ে পান্থ নিয়েছে আশ্রয় ; সিক্ত গাভী ছুটে চলে গোঠে ; কপোত কুলায় কাঁপে ; দাদুরী নীরব হয়ে রয় ; পুষ্পবুকে অশ্রু ভ'রে ওঠে ; নিষিক্ত স্তব্ধতা ভেদি, প্রলয়ের হুংকার-রণনে, পরিপ্লুত নদীর কল্লোলে, উন্মাদ শ্রাবণবন্যা ছুটে আসে ভৈরব নিঃস্বনে, অবরুদ্ধ পরান-পল্বলে || . *************************** . সূচীতে . . . মিলনসাগর |