কবি সুধীন্দ্রনাথ দত্তর কবিতা
|
মানবী
কবি সুধীন্দ্রনাথ দত্ত
প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকার অগ্রহায়ণ ১৩৩২ (ডিসেম্বর ১৯২৫) সংখ্যা
থেকে নেওয়া।
দেবী বলে’ আমি ভেবেছিনু তোমা,
. নাহি যদি তুমি দেবতা হও,
মানবী হয়েই থাক চিরকাল,
অপলাপ
কবি সুধীন্দ্রনাথ দত্ত
প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকার আশ্বিন ১৩৩২ (অক্টোবর ১৯২৫) সংখ্যা
থেকে নেওয়া।
আমি তব নাম লয়ে করেছিনু খেলা,
ভেবেছিনু মরণের অভিনয় করা
পরম গৌরব বুঝি। বলেছিনু জরা---
কামহীন, শক্তিহীন, স্তিমিত, একেলা,
চাহিনা।