কবি সুধীরকুমার চৌধুরী - কবি ঔপন্যাসিক ও বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন।
কবি বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক বাংলা কবিতা, ১৯৪০, সংকলন থেকেও আমরা একটি কবিতা
পেয়েছি। ওই কবিতার সংকলনে কবির নাম দেওয়া রয়েছে সুধীরকুমার রায়চৌধুরী। এই দুই ব্যক্তি একই
লোক কি না আমরা সঠিক বলতে পারছি না। কিন্তু দুজনেরই জন্মের সাল ১৮৯৭ খৃঃ দেওয়া পেয়েছি।
এতটা সাদৃশ্য দেখে আমাদের মনে হচ্ছে তাঁরা একই ব্যক্তি। যদি তা না হয়, তা হলে আমাদের এই ইমেলে
(srimilansengupta@yahoo.co.in) যোগাযোগ করে জানালে আমরা শুধরে দেবো।
তিনি প্রবাসী, শনিবারের চিঠি, কল্লোল ও পরিচয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২১ সালে তিনি প্রবাসী
পত্রিকার সহকারী সম্পাদক নিযুক্ত হন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “জলের লিখন”, “যৌবনের ছিট ও অন্যান্য গল্প” (১৯২০) প্রভৃতি।
তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে আবছায়া (১৯২০), এপার গঙ্গা ওপার গঙ্গা (১৯৪৫) প্রভৃতি।
হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও পদ্মিনী সেনগুপ্তর তবু দত্ত নামক ইংরেজি গ্রন্থ তিনি
বাংলায় অনুবাদ করেন।
তাঁর সম্বন্ধে এর চেয়ে বেশী তথ্য আমাদের কাছে নেই।
কেউ যদি এই কবি সম্বন্ধে তথ্য এবং তাঁর একটি ছবি আমাদের পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতাস্বরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি সুধীরকুমার চৌধুরীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - ডঃ শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
কবি সুধীরকুমার চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৪.১.২০১৬
...