কবি সুলতা সেনগুপ্তর কবিতা
*
বৌ-পালানো যুদ্ধ
কবি সুলতা সেনগুপ্তা
কবি সজনীকান্ত দাস সম্পাদিত “শনিবারের চিঠি” পত্রিকার মাঘ ১৩৪৮ (ফেব্রুয়ারি ১৯৪২) সংখ্যা
থেকে নেওয়া।

চারদিকেতে বৌ ছুটেছে গুছিয়ে লোটা কম্বল
স্বপাক খেয়ে শহরবাসীর বাড়বে এবার অম্বল।
এই সুযোগে বাপের বাড়ী চলল নতুন বৌরা,
বৃদ্ধা ছোটেন ছেলের বাসায়, ভায়ের বাসায় প্রৌঢ়া।
ভাড়ার ঘরের চাবি ফেলে ছোটেন পাকা গিন্নী
মানে মানে ছুটতে কেহ মানেন পীরের সিন্নী।
রইল প’ড়ে ধোপার খাতা, হাঁড়ি, কড়া, খন্তি,
বাঙ্গালী বৌ “দেশে”, উড়ে “দ্বেশ যাউচ্ছন্তি”।
স্পেশাল ট্রেনের হয়নি অভাব, রয়না তবু জায়গা।
“জান নিকলে ঠেস্ মে লেকিন দেশমে জরুর যায়গা।”
পাঞ্জা দেখায় পাঞ্জাবিনী, বোর্খা করে হল্লা,
মাদ্রাজিনী মাদ্রাজেতে ছুটছে দিয়ে পাল্লা,
আস্তে ধীরে অনেক কিছুই গেছে মোদের সত্য---
একসঙ্গে জায়নি এমন সবার পাতিব্রত্য।
তাইতো মোদের চৌধুরীদা বললে হয়ে ক্রদ্ধ,
“ইতিহাসে নেইকো এমন বৌ-পালানো যুদ্ধ।”

.                 *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর