কবি সুশীলকুমার দে - বাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক ও প্রসিদ্ধ অধ্যাপক ছিলেন। তিনি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান হয়েছিলেন।


তিনি অলঙ্কার শাস্ত্রের প্রামাণিক ইতিহাস রচয়িতা রূপে বিখ্যাত। ভাণ্ডারকর রিসার্চ ইনস্টিট্যুট প্রকাশিত
মহাভারতের দ্রোণ পর্ব ও উদ্যোগ পর্বের তিনি সম্পাদক ছিলেন।

তাঁর
History of Bengali Literature in the 19th Century (১৯১৯) এবং “বাংলা প্রবাদ” (১৯৪৫) তাঁর পাণ্ডিত্যের
সাক্ষ্য বহন করে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
"দীপালী" (১৯২৮), “প্রাক্তনী” (১৯৩৪), “লীলায়িতা”  (১৯৩৮),
"অদ্যতনী" (১৯৪১), "ক্ষণদীপিকা" (১৯৪৬) এবং “সায়ন্তনী” (১৯৫৪)। দীপালী ও ক্ষণদীপিকা সনেটের সংকলন।
তাঁর কবিতা "শনিবারের চিঠি" পত্রিকাতেও প্রকাশিত হয়েছে।

অক্ষয়কুমার বড়াল, দেবেন্দ্রনাথ সেন, মোহিতলাল মজুমদার প্রমুখদের কবিতার সঙ্গে তাঁর  কবিতার
আন্তরিক যোগ আছে। তাঁদের মতোই সুশীলকুমারের কবিতায় আসে ইন্দ্রিয়ালুতা, সৌন্দর্য তৃষ্ণা ও
দেহবন্দনা।


আমরা
মিলনসাগরে  কবি সুশীলকুমার দের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স - কবি শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।       
.        
কবি দিলীপকুমার বসু।    



কবি সুশীলকুমার দের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২৮.০৭.২০১৫
...