নবজন্ম
কবি স্বপন গায়েন

উচাটন বাতাসে শোনা যায় উলুধবনি
বৈশাখী সন্ধ্যায় আলোকিত মঞ্চে
আজ তোমার নবজন্ম –

ভালোবাসা তন্ন তন্ন করে খোঁজে
তোমার শরীরী সুগন্ধ
ভোরের সানাই থামেনি এখনো
গভীর নিশীথে আজ সমর্পণ
তোমার নারীত্বের ...

রক্তিম ঠোঁটে অবগাহন সেরে
ভালোবাসা আজ গর্বিত
জানালায় উঁকি মারে পূর্ণিমা চাঁদ
পালঙ্কে ক্ষত-বিক্ষত রজনীগন্ধা।

পাগলা হাওয়ার মাতামাতি সারারাত
ভেসে যায় দু’টো শরীর
সীমারেখা ছাড়িয়ে বহুদূর ...

.                       ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
কবি স্বপন গায়েন-এর কবিতা
*
বরফ চাপা আগুন
কবি স্বপন গায়েন

মনের দেওয়ালে বরফ চাপা আগুন
রেখো না হাত অমন করে
আগুন নিভে যাবে -
পৃথিবীর আগুনে পুড়ে যায় ঘরবাড়ি
বেঁচে থাকে তবুও ভালোবাসা
দগ্ধ হয় না এ মানব জীবন
বয়ে যায় সাঁঝ বেলা।

পাথর ভাঙতে এসেছিল যারা
ফিরে গেছে অগোচরে
আগুন নিয়ে গেছে চলে তারা
ভালোবাসা গেছে ফেলে
ঝর্নার জলে স্নান করে ফেরে
গ্রাম্য যুবতী বালা
সূর্যটাকে ডুবিয়ে দিল
অবুঝ কিশোরী যারা।

গ্রাম্য আঁধারে প্রদীপের শিখা
নিভু নিভু করে জ্বলে
গ্রাম্য যুবতীর মনের আগুন
প্রদীপ কি নেভাতে পারে?

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
ভালোবাসার স্বরলিপি
কবি স্বপন গায়েন
এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হচ্ছে।


তোমার সমুদ্রপৃষ্ঠে অবগাহন করে
কোনো কূল পেলাম না
দিশেহারা নাবিকের মতো
হাবুডুবু খেতে খেতে
ক্লান্ত আজ আমি...

বুকের ভেতর থেকে উঠে আসে
আগ্নেয়গিরি নিঃসৃত লাভা
নীরবতা ভেঙে ভালোবাসা
জেগে থাকে পথ চেয়ে
তবুও ...

বিধাতা দিয়েছে উলঙ্গ শরীর
মেখেছি ভালবাসার রঙ
যৌবন অলিন্দে খুলছে দুয়ার
অভিমান দূরে রেখো আজ।

ভালোবাসার স্বরলিপি লিখেছি
মনের বালুকা বেলায়
রোদ্দুর ফিকে হতে হতে
সূর্য নেমেছে পশ্চিমে
তবুও ...

পথ চেয়ে বসে থাকা আজও
জ্যোৎস্না আলোতে ভেসে যায় চরাচর
ডুবুরি হয়ে নেমেছি, হৃদয়ে তোমার
ভালোবাসা খুঁজতে খুঁজতে
পেরিয়ে যায় অনন্ত সময় ...

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
লাজুক প্রেম (অবরোহী পঞ্চদশ)
কবি স্বপন গায়েন

সে
দিন
আকাশে
শুকতারা
প্রহর গোনে
চাঁদ জেগে থাকে
নিদ্রাহীন  নিশীথে
ভালোবাসা ক্লান্তিহীন
শিশ  দেয় হলুদ পাখি
ঠোঁটে আছে কামড়ের দাগ
গাঙচিল রোদ্দুর মেখে ফেরে
ভালোবাসার উঠোনে রঙ খেলা
একটু চুমুর জন্যে  আগ্রাসী মন
নদীর চরে ভেসে ওঠে লাজুক প্রেম
শুকতারা ডুবে যায় অবুঝ অঙ্গীকারে।

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
রোদ্দুরের শরীর (অবরোহী পঞ্চদশ)
কবি স্বপন গায়েন
এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হচ্ছে।


কী
আলো
দিয়েছো
বুকে জ্বেলে
অমৃত নাকি
বিষ শুধু বিষ?
ভালোবাসা জেনেছি
তোমাকেই ছুঁয়ে দেখে।
স্বপ্ন ভরা চোখে দেখেছি
তোমার রোদ্দুরের শরীর
গনগনে তাপে পোড়াও ওষ্ঠ
অবাধ্য হৃদয়ে লুকোচুরি খেলা
অলীক স্পর্শে জেগে ওঠে ভালোবাসা
মনের জানালা  খুলে দেখো  একবার
নই  আগন্তুক,  অনাগত প্রেমিক বর ।

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
জোনাকি আলোতে
কবি স্বপন গায়েন


তোমার প্রশ্রয়ে বেড়ে গেছি বেশি
সমুদ্র মন্থনের বিষেই ছিল অমৃত
কপালে জোটেনি অমৃত
তাই শরীর হয়েছে নীল ...

স্বপ্ন বিলাসী মনে তুমি দেখিয়েছো
স্বপ্নের ফেরিওয়ালা হবার সাধ
জোনাকি আলোতে চোখের কাজল
ভালোবাসা ফেরি করে ...

বুকের তৃষ্ণা, চোখের ভাষা
এক পলকেই গেছে উবে
সোহাগ নদীতে সাঁতার কেটেছি
সুখের সাগরে ভেসে ...

দক্ষিণা বাতাসে খেলা করে
তোমার সুগন্ধি খোলা চুল
হৃদয় স্পর্শে অনুভব করি
তুমি আমি করিনি কোন ভুল।।

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
মনের জানালা
কবি স্বপন গায়েন


মনের জানালা খুলে দেখি
শুধু পড়ে আছে ধূসর বালিযাড়ী
সবুজ ঘাসের চিহ্ন মাত্র নেই
স্বপ্নের সাজানো বিছানায়
ওঠে ধূলো ঝড় ...

ভালোবাসার মল্লিকা বনে
মেঘ রোদ্দুর করে খেলা
সোনালী জ্যোৎস্নায় ভেসে যায়
বিরামহীন আলোকের ঢেউ –

বুকের মধ্যে কে যেন উজান বায়
অশান্ত সমুদ্রে তলিয়ে যাচ্ছে
ভালোবাসার গোপন উপলব্ধি
মনের জানালায় ওড়ে ঘাস ফড়িং ...

এক পশলা বৃষ্টি শেষে
ভালোবাসার পুকুর গেছে ভরে
হৃদয় গেছে দু’কূল ভেসে
মন যমুনায় কাটবো সাঁতার অবশেষে।

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
পথিক
কবি স্বপন গায়েন


সবুজ ঘাসের বুক চিরে চলে যায়
পথ ভোলা পথিক
গন্তব্যের নেই কোনো ঠিকানা...
ক্ষয়িষ্ণু শরীরে অবেলার ছায়া
ছন্দ পতন জীবনের প্রতি পদে।

শরীরের উৎসবে নেই মন
চেতনার হাত ধরে ফিরে যায়
সেই যৌবনের পথে -
উতলা হাওয়া ছুঁয়ে যায়
ভালবাসার উৎসব মুখর অতীতে।

নারীর ঘ্রাণের গন্ধে উত্তেজনা জাগে
শরীরের গোপন অলিগলিতে
সাগরের জলে ঝিনুক খোঁজার মতো
কেটে যায় অনন্ত সময়
প্রেমের অসুখ সারে না, তবুও –

অনেকটা পথ যেতে হবে
সবুজ ঘাসের বুকে
রেখে যায় পদচিহ্ন
পথ ভোলা পথিকের
পথ চলা অন্তহীন...

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিরহী বাঁশি
কবি স্বপন গায়েন

ঘাসের উপর হাঁটু মুড়ে বসে
বিকেল বেলার রোদ্দুর
বুকে আমার আকাশ কুসুম কল্পনা
স্বপ্নে আমার ভালোবাসার রঙ

তোমাকে ছুঁয়েই দিব্যি করেছি
আঁচলটাকে বাঁধবো ভালোবেসে
পরশ পাথর ছুঁলেই হবে না সোনা
কল্পনাতে লাগে অনেক ভালো

বিরহী বাঁশির মোহিনী সুরে
ভালোবাসা পথ চেয়ে -
চন্দন বনে উঠেছে ঝড়
তারই সুগন্ধে ভরে ওঠে বুক।

আনমনে ভেসে যায় খেয়ালী মেঘ
সীমারেখা জানা নেই তার
ভালোবাসা গচ্ছিত রেখে
ডুবে যায় পূর্ণিমা চাঁদ।

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*
বৃত্ত
কবি স্বপন গায়েন


তোমার চারিদিকে দিয়েছি কেটে বৃত্ত
বেরিও না তুমি
অসতর্ক মুহূর্তে হাজির হবে
দু’পেয়ে হায়নার দল
সোনার হরিণ, সূর্পণখা
এসব এখন অতীত -
বাচাঁনোর জন্যে আসবে না কেউ
একটাও জটাযু পাখি
অভিসারি মন আনমনা হয়ে
যেও না বৃত্তের বাইরে
পাবে না ফিরে আগের মতো
তুমি যেমন ছিলে
ঠোঁটে তোমার আগুন জ্বলে
ছাই চাপা সারা শরীর
বৃত্তটাকে ভেবো না অতীত
এটাই অতি সত্যি
আগেও ছিল এখনও আছে
বৃত্তের অদৃশ্য এক শক্তি।

.               ******************               
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*