কবি স্বপন গায়েন - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের, দক্ষিন ২৪ পরগণা জেলার মন্দিরবাজার থানার
অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চলের রঘুনাথপুর গ্রামে। পিতা শ্রী মেঘনাদ গায়েন ছিলেন পোষ্ট মাস্টার এবং মাতা
শ্রীমতী দাক্ষ্যবালা দেবী, গৃহবধূ।

কবি মজিলপুর জে. এম. ট্রেনিং স্কুল, জয়নগর থেকে উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের
অন্তর্গত চিত্তরঞ্জন কলেজ, কলকাতা থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক হওয়ার পর টাটা
পিগমেন্টসের C&FA তে কম্পিউটার অপারেটর পদে কর্মরত।

কবির পিতাই তাঁর হাতে প্রথম তুলে দেন দু’জন স্বনামধন্য লেখকের দুটি রচনাবলী। শরৎ রচনাবলী ও
নজরুল রচনাবলী। তাই পিতার হাত ধরেই কবির সাহিত্যে হাতেখড়ি। তাঁদের বাড়িতে একটি বইয়ের ছোট্ট
লাইব্রেরীও আছে। সেখানে
রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি
চট্টোপাধ্যায়, জয় গোস্বামী প্রভৃতি বিখ্যাত সাহিত্যিকদের সংকলন রয়েছে। এমন কি শামসুর রহমান,
হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন প্রভৃতি বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিকদের রচনাও সেই সংগ্রহে
রয়েছে।

কলেজে পড়ার সময় থেকেই কবিতা লেখালেখি শুরু করেন। কলকাতার একটি পত্রিকা “প্রথম আলো”-য় তাঁর
বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে। ২০১৪য় একটি পূজাসংখ্যায় তাঁর একটি অনুগল্পও প্রকাশিত হয়েছে।

আমরা
মিলনসাগরে  কবি স্বপন গায়েন-এর কবিতা তুলে আনন্দিত।


কবি স্বপন গায়েন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


উত্স - ইমেলে পত্রালাপ।     
  

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৫.৬.২০১৬     
১২টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২.১২.২০১৮

...