টগর অধিকারী ১৯১৪ ( মতান্তরে ১৯১২, যে বছর দশ হাত ধূতি দশ আনা ) ~ জুন ১৯৭২
|
কবি গণসঙ্গীতকার টগর অধিকারীর গান
|
আমরা কবি রাজেশ দত্তর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কবি টগর অধিকারীর এই
পাতাটি তৈরী করার তথ্য, আমাদের দেবার জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে।
আমরা আরও কৃতজ্ঞ শ্রী চিররঞ্জন পালের ( +৯১৯৪৩৪৫১৬৮৯৮) কাছে
তাঁর নানাভাবে এই পাতাটি তৈরী করতে সাহায্য করার জন্য।
<< কবির দুষ্প্রাপ্য ও বিবর্ণ এই ছবিটি নেওয়া হয়েছে, লোকসংস্কৃতি ও
আদিবাসী কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত,
নিখিলকুমার চন্দর "টগর অধিকারী" গ্রন্থ থেকে। সৌজন্যে চিররঞ্জন পাল।