টগর অধিকারী
১৯১৪ ( মতান্তরে ১৯১২, যে বছর দশ হাত ধূতি দশ
আনা )
~ জুন ১৯৭২
কবি গণসঙ্গীতকার টগর অধিকারীর গান   
আমরা কবি রাজেশ দত্তর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কবি টগর অধিকারীর এই
পাতাটি তৈরী করার তথ্য, আমাদের দেবার জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে।

আমরা আরও কৃতজ্ঞ শ্রী চিররঞ্জন পালের  ( +৯১৯৪৩৪৫১৬৮৯৮)  কাছে   
তাঁর  নানাভাবে  এই পাতাটি তৈরী করতে  সাহায্য করার জন্য।
<< কবির দুষ্প্রাপ্য ও বিবর্ণ এই ছবিটি নেওয়া হয়েছে, লোকসংস্কৃতি ও
আদিবাসী কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত,

নিখিলকুমার চন্দর "টগর অধিকারী" গ্রন্থ থেকে। সৌজন্যে  চিররঞ্জন পাল