কবি গণসঙ্গীতকার টগর অধিকারীর গান |
গান ব্যবসা সখের ব্যবসা পাইসার লোভে ঝাপায় কথা ও সুর - কবি গণসঙ্গীতকার টগর অধিকারী লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত, নিখিলকুমার চন্দর "টগর অধিকারী" গ্রন্থ থেকে নেওয়া। গান ব্যবসা সখের ব্যবসা পাইসার লোভে ঝাপায় কত গিদালের বাড়ি গেইলে ভাই তামুক খোয়ের না পায় | তামুক বিনে কত গিদালের হুকাত না ধরে কাই, বাড়িত হইলেক ভাঙা ডেরা হালোত বুড়ি গাই | মূল গিদাল মোহনের ব্যাটা নকরু তার হইল নাম, ভরা সভা নাগিল ভাইরে গানত না আইসে ফাম | রামায়ণের বই দেখিয়া শিখচে কুষান গান, বাড়ি বাড়ি যত চ্যাঙড়াক মানিয়া বেড়ায় ধান | যেই চ্যাঙড়ার বাড়ি বুলি যায় সেই চ্যাঙড়ায় কয়, শিয়ানোক না জিগ্ গাস কইরলে যাওয়ার হবার নয় | . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
শিদোল-আওটা খায়া চেংটি মাছের গেইল মানসম্মান কথা ও সুর - কবি গণসঙ্গীতকার টগর অধিকারী লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত, নিখিলকুমার চন্দর "টগর অধিকারী" গ্রন্থ থেকে নেওয়া। শিদোল-আওটা খায়া চেংটি মাছের গেইল মানসম্মান ছিপছিপানি ঝড়ি পড়ে, ভ্যাত করি কান্দে ছাওয়া হুরকা দেওয়ানির পোড় পোড়ানি রাগ, না হইল নাইওর যাওয়া গেরামের মানসির নাইরে সুখ, কত কি সে দুরগতি বান বইস্যা আসিলে হোড় ছাওয়া পোওয়ার আদানুটি আগারাতি পাছারাতি কমোর জল ভাঙ্গি টগর যায় গিদাল হয়া সেকি গানের ভঙ্গি | ঢোকে ঢোকে খায় গরম চা, একটানে বিড়ি গাইতে গাইতে যায় টগর, সাধের দোতারা ধরি | . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
ওরে ও --- মোর চাঁদ ওরে সোনা কথা ও সুর - কবি গণসঙ্গীতকার টগর অধিকারী লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত, নিখিলকুমার চন্দর "টগর অধিকারী" গ্রন্থ থেকে নেওয়া। ওরে ও --- মোর চাঁদ ওরে সোনা সুখের সময় তোমরা ছাড়িলেন ক্যানে বন্ধুরে || ওরে হইলেম বন্ধু ছাড়ছাড়ি ক্যানে নিলেন প্রাণ কাড়িরে || ভাওইয়া গানের সুরে রে ছবি তোমার মনে জাগে রে || . ****************** . সূচিতে . . . মিলনসাগর |