কবি তৈমুর খান - জন্মগ্রহণ করেন বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে। পিতা জিকির
খান ও মাতার নাম নাওরাতুন।

কবি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে গবেষণা
করে পি এইচ ডি প্রাপ্ত হন পাটনা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি শিক্ষকতাকেই তাঁর পেশা
হিসেবে বেছে নেন এবং বর্তমানে তিনি বোখারা এইচ.জে.এ. বিদ্যাপীঠ, সাগরদীঘি, উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ের সহ শিক্ষক হিসেবে কর্মরত।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “কোথায় পা রাখি” (১৯৯৪), “বৃষ্টিতরু” (১৯৯৯), “খা শূন্য আমাকে
খা” (২০০৩), “আয়নার ভেতর তু যন্ত্রণা” (২০০৪), “বিষাদের লেখা কবিতা” (২০০৪), “একটা সাপ আর
কুয়াশার সংলাপ” (২০০৭), “জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর” (২০০৮), “প্রত্নচরিত” (২০১১) প্রভৃতি।

তিনি ভূষিত হয়েছেন কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মানে।

আমরা
মিলনসাগরে  কবি তৈমুর খান-এর কবিতা তুলে আনন্দিত।



উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।    


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - রামরামপুর (শান্তিপাড়া), পোস্ট রামপুরহাট, জেলা বীরভূম, পিন কোড ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ,
ভারত।  
চলভাষ -  +৯১৯৩৩২৯৯১২৫০, +৯১৭৫৮৬৮৫১৫৯০
ফেসবুক -
https://www.facebook.com/profile.php?id=100006587656476           
ইমেল -
taimurkhan1967@gmail.com         
          

কবি তৈমুর খান-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ১০.৫.২০১৬

...