কবি ওয়াজেদ আলির সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
আমার বোনের লাশ
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

হলদির জল থেকে ভেসে যাচ্ছে
আমার বোনের লাশ
গত ১৪ই মার্চ
শাসকের হার্মাদ বাহিনী
আর পুলিশের সন্ত্রাসী উত্তাপে
শরীরকে নখে দাঁতে ছিঁড়ে ধর্ষণের পর
গুলির আঘাত দিয়ে ছুঁড়ে দেয় জলে

সে শুধু মৃত্যুর আগে
দু'চোখে আগুন জ্বলে বলেছিল
আমাদের গরিব সংসার
দশকাঠা বাস্তু আর দশকাঠা জলা
এটুকু দেব না ছেড়ে তোমাদের হাতে...........

.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
তবুও দেবনা নিতে
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

আমার বুকের উপর দিয়ে
হেঁটে যাও পুলিশ
বুলেটে বুলেটে বিদ্ধ কর হাত
তবুও স্বপ্নের ঘরবাড়ি কৃষিক্ষেত পুকুর বাগান
দেব না দেব না নিতে
দেহে থাকতে প্রাণ

শুধু এ মনের কোণে বেঁচে থাক সোনাচূড়া
খেজুরি ও নন্দীগ্রাম


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
খবর
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

শাসকের ক্যাডার বাহিনী আর পুলিশের দল
খেজুরির বাড়ি বাড়ি তাণ্ডব চালিয়ে
সকলের মোবাই আর ল্যাণ্ডফোন কেড়ে নিয়ে
সন্ত্রাস ছড়ায়

সন্ধ্যায় আঁধারের প'রে ঘাতকের পোষাক
দুখিনী মা আর বোনেদের আগুন শরীর
                ছিঁড়ে খুঁড়ে খায়

সেই যে গরিব ছেলে শিক্ষিত বেকার
খবরের কাগজ বেচে নূনভাত খেত
তার ওই মজবুত বুকের পাঁজর
লাঠির আঘাতে ভেঙে
সবকটি নিউজ পেপার
               আগুনে পুড়িয়ে দিত

এইভাবে প্রতিদিন খবরকে চাপা দিতে গিয়ে
আগুনের ফুল্কির মতন সারা দেশে
ছড়িয়েছে শাসকের উলঙ্গ-উল্লাস আর
প্রতিবাদী মানুষের সংগ্রামী নন্দীগ্রাম


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    

মিলনসাগর
*
এই পথ ধরে
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

ওদের নেতারা আজ দাদাবুর্জোয়া
গোখরো ফণার মতো
দেশটাকে লুট ক'রে খায়
গ্রামে গ্রামে সন্ত্রাসী খরায়
প্রতিবাদী মনগুলো জ্বলে-পুড়ে খাক

তবুও কলম ধ'রে হে বিপ্লবী কবি
লিখে যাও লিখে যাও মুক্তির গান
আর, আজ থেকে পশ্চিম বাংলার
সবকটি গ্রাম হোক নন্দীগ্রাম

একদিন এই পথ ধ'রে
আমাদের দেশটাও "রোমানিয়া" হবে


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
শিল্প
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

মানুষকে মেরে কোনোশিল্প-ই হয় ?
শিল্প হবে খেয়ে প'রে বাঁচার আশ্রয়
কৃষিজমি শস্যের বাগান উর্বরা গাঁ
সে শুধুই মাটি নয় শ্যামলি মা
তাকে মেরে কখনই শিল্প করা যায় ?
মানুষই বড় শিল্প তার চেয়ে বড় কিছু নয় !


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
তোমাকে দেবে না ক্ষমা
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

অত মানুষকে খুন ক'রে
যারা ঠোঁটে হাঁসি ফোটায়
আমি সেই শাসকের উদ্ধত থাবায়
সঠিক ফোটাবো আজ কলমে কাঁটা
শব্ দের শানিত শর ভাষার গাণ্ডিবে
আমিও বেঁধাবো তার নির্দয় বুকে

কৃষকের রক্ত নিয়ে যত পরো শিল্পের মুখোশ
তোমাকে দেবে না ক্ষমা জনতার রোষ


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
গুম
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

নিখোঁজ হয়েছে যারা
তাদের কি খোঁজ পাওয়া যাবে ?
না-কি তারা লাশ হয়ে পাচার হয়েছে
ট্রলারের মাঝি জানে জানে ম্যাটাডোর
আর জানে ভ্যানওয়ালা
কী ভাবে ক'রেছে ওরা লাশগুলো গুম


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
ধর্ষিতা চাঁদ
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

ওখানে রাত্রির ক্ষুধার্ত আঁধারে
শোনা যায় কান্নার কোরাস
ওখানে শেয়াল, ভয়ে ভয়ে বের করে
মাটিচাপা লাশ
ওখানে নেশার ঘোরে বৃদ্ধ হরিরাম
শুয়ে থাকে রক্তমাখা মাটির উপর......

ওখানে ধর্ষিতা চাঁদ
হলদির জলে নেমে
কবিতা, কাজল আর ছোট বোন গঙ্গাদের
প্রতিবাদী জোসনা ফোটায়

ওখানে গোকুল নগর
হাজার তারার চোখে
     রাত জেগে পাহারাই দেয়......


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
কাকু ছেড়ে দিন
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

ওরাও পাড়ার জ্যাঠা-কাকা পার্টির ক্যাডার
পুলিশী পোশাক প'রে তাণ্ডব চালায়
দুপুরের বাড়া ভাতে ছাই দিয়ে
ছোট বোন গঙ্গাকে ধর্ষণ করে......

ধর্ষণের যন্ত্রনায় ছটফট ক'রে
সে শুধু ব'লেছিল
কাকু ছেড়ে দিন......   কাকু ছেড়ে দিন.....


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
আমরাও স্বজন-হারা
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে |

আমরাও স্বজন-হারা আজ
বেদনায় টকটকে গোলাপ
শাসকের পাঁড়শত্রু
কী ক'রে লুকাবে ওরা পাপ ?
মাটির কবরে কিংবা নদীর উদরে
যেখানে রাখ না কেন রাশি রাশি লাশ
বাতাসের গন্ধ পেয়ে জড়ো হয় কাক
এ কবর পেয়েছে সবাই
গাছে গাছে ফুটেছে পলাশ


.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


মিলনসাগর
*
রিজিয়া বিবির কান্না        
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি হীরক বিশ্বাস সম্পাদিত 'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

সব শোক স্তব্ধ হয়ে আছে বুকের গভীরে
নিঃশ্ব্গ আঁধারে পাখ্র ডানায়
তবুও গোপনে ফোটে রাত্রির হাওয়ায়
হলদির কূলে কূলে নন্দীগ্রামে
আমাদের স্বজনহারা গোলাপ বাগানে
রিজিয়া বিবির কান্না আজ
প্রতিবাদ তোলে

চারিদিকে ছড়ানো শুধু রক্তের দাগ
দেয়ালে দেয়ালে ঘরে মেঝেয়
পথে পথে ধুলোর উপর আর
পুকুরের জল যেন বটের ফলের চেয়ে লাল
রাশি রাশি নারী-শিশু যুবকের খুনে

ঘাতক শাসক আর তার পুলিশের দল
শিল্পের দোহাই দিয়ে রক্তের হোলিতে মেতে
১৪ই মার্চ
গ্রামে গ্রামে মা-বোনের ইজ্জত লুটে
হত্যা আর লুণ্ঠনের চালিয়েছে উলঙ্গ উল্লাস

এ খবর ইতিহাস আজ

ভঙাবেড়া, গোকুল নগর আর সোনাচূড়া, সামসাবাদ
খেজুরি ও নন্দীগ্রাম
রাধারাণী গঙ্গা আর রিজিয়া বিবির কান্না আজ
প্রতিবাদী ঝড়

.           **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


          
মিলনসাগর
*
নন্দীগ্রাম-কে নিয়ে একটি গান
কবি ওয়াজেদ আলি
এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে।


নন্দীগ্রামের সবুজ মাটি রক্তে হয়েছে লাল,
হলদি নদীর মুক্তি খেয়ায় উড়ছে নতুন পাল।

মা বোনেদের ইজ্জত গেছে, গিয়েছে অনেক প্রাণ,
জেগেছে মানুষ মিছিলে মিছিলে গাইছে মুক্তি-গান,
ভূমি রক্ষায় কৃষক ভায়েরা ধরেছে শক্ত-হাল।

ভয় পেয়ে তাই বুদ্ধ-বিমান দেখাচ্ছে আজ ভয়,
বন্দুক নয় শেষ কথা ভাই ওদের হবে না জয়।

গণতন্ত্রের মুখোশটা আজ ওদের গিয়েছে খুলে,
পায়ের তলায় সরছে মাটি হলদি নদীর কূলে,
চৈত্র হাওয়ায় বাংলা যে আজ প্রতিবাদে উত্তাল।

.                  **************          
.                                                       
এই কবির কবিতার সূচীতে . . .    
.                     
অন্যান্য কবিদের সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার সূচীর পাতায় . . .    
.                                   
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচীর পাতায় . . .    


        
মিলনসাগর
*