আমার বোনের লাশ কবি ওয়াজেদ আলি এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে |
হলদির জল থেকে ভেসে যাচ্ছে আমার বোনের লাশ গত ১৪ই মার্চ শাসকের হার্মাদ বাহিনী আর পুলিশের সন্ত্রাসী উত্তাপে শরীরকে নখে দাঁতে ছিঁড়ে ধর্ষণের পর গুলির আঘাত দিয়ে ছুঁড়ে দেয় জলে
সে শুধু মৃত্যুর আগে দু'চোখে আগুন জ্বলে বলেছিল আমাদের গরিব সংসার দশকাঠা বাস্তু আর দশকাঠা জলা এটুকু দেব না ছেড়ে তোমাদের হাতে...........
শিল্প কবি ওয়াজেদ আলি এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে |
মানুষকে মেরে কোনোশিল্প-ই হয় ? শিল্প হবে খেয়ে প'রে বাঁচার আশ্রয় কৃষিজমি শস্যের বাগান উর্বরা গাঁ সে শুধুই মাটি নয় শ্যামলি মা তাকে মেরে কখনই শিল্প করা যায় ? মানুষই বড় শিল্প তার চেয়ে বড় কিছু নয় !
তোমাকে দেবে না ক্ষমা কবি ওয়াজেদ আলি এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে |
অত মানুষকে খুন ক'রে যারা ঠোঁটে হাঁসি ফোটায় আমি সেই শাসকের উদ্ধত থাবায় সঠিক ফোটাবো আজ কলমে কাঁটা শব্ দের শানিত শর ভাষার গাণ্ডিবে আমিও বেঁধাবো তার নির্দয় বুকে
গুম কবি ওয়াজেদ আলি এই কবিতাটি বৈশাখ ১৪১৪, এপ্রিল ২০০৭ এ প্রকাশিত "রক্তঝরা নন্দীগ্রাম" কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে |
নিখোঁজ হয়েছে যারা তাদের কি খোঁজ পাওয়া যাবে ? না-কি তারা লাশ হয়ে পাচার হয়েছে ট্রলারের মাঝি জানে জানে ম্যাটাডোর আর জানে ভ্যানওয়ালা কী ভাবে ক'রেছে ওরা লাশগুলো গুম