এই সংসার রসের কুটি কবি আজু গোসাঁই কবি রামপ্রসাদের “এ সংসার ধোকার টাটি” গানের পাল্টা গান। দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙ্গালীর গান কাব্যসংকলন, ১৯০৫ থেকে নেওয়া।
এই সংসার রসের কুটি ওরে খাই দাই আর মজা লুটি॥ যার যেমন মন, তার তেমনি মন করবে পরিপাটি। ওহে সেন, অল্প জ্ঞান, বুঝ কেবল মোটামুটি॥ ওরে শিবের ভাবে ভাবো না কেন, শ্যামা মায়ের চরণ দুটি। ওরে ভাই বন্ধু দারা সুত--- পিঁড়ি পেতে দেয় দুধের বাটি॥ জনক রাজা ঋষি ছিল, কিছুতে ছিল না ত্রুটি। শেষে এদিক ও দিক দুদিক রেখে, খেতে পেত দুধের বাটি॥ মহামায়ার বিশ্ব ছাওয়া, ভাবছ মায়ার বেড়ি কাটি। তবে অভেদ যেন শ্যামের পদ, শ্যামা মায়ের চরণ দুটি॥ . ************************
হইয়ো না মন পড়াপাখি কবি আজু গোসাঁই কবি রামপ্রসাদের “মন রে আমার এই মিনতি” গানের পাল্টা গান। দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙ্গালীর গান কাব্যসংকলন, ১৯০৫ থেকে নেওয়া।
হইয়ো না মন পড়াপাখি ওরে বন্দী হলে হয় না সুখী। পাখি হলে তত্ত্ব ভুলে, দিন যাবে পিঞ্জরে থাকি॥ তুমি মুখে বলবে পরের বুলি, পরম তত্ত্ব জানিবে কী॥ ভক্তি-গাছে মুক্তি ফলে, সে ফল উড়ে খাওগে দেখি, খেলে মায়ার ফাঁদে পড়বে না আর শমন ব্যাধে দিবে ফাঁকি॥ . ************************