রফিক সফিক বরকত নামে কথা ও সুর : আবদুল লতিফ সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া [ ১৯৫৩ সালে ভাষা-আন্দোলনের গান লিখে বাংলাদেশে বিখ্যাত হয়েছেন ]
রফিক সফিক বরকত নামে বাংলা মায়ের দুরন্ত কটি ছেলে স্বদেশের মাটি রঙিন করেছে আপন বুকের তপ্ত রক্ত ঢেলে |
ওরা কয়জনা আলোকের পথযাত্রী পার হয়ে গেছে আঁধারের কাল রাত্রি বাংলার মুখ উজ্জ্বল করেছে অভয় বুকের পাঁজরে আগুন জ্বেলে |