কবি আবদুল লতিফ-এর গণসঙ্গীত
*
রফিক সফিক বরকত নামে
কথা ও সুর : আবদুল লতিফ
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া
[ ১৯৫৩ সালে ভাষা-আন্দোলনের গান লিখে বাংলাদেশে বিখ্যাত হয়েছেন ]


রফিক সফিক বরকত নামে
বাংলা মায়ের দুরন্ত কটি ছেলে
স্বদেশের মাটি রঙিন করেছে
আপন বুকের তপ্ত রক্ত ঢেলে |

ওরা কয়জনা আলোকের পথযাত্রী
পার হয়ে গেছে আঁধারের কাল রাত্রি
বাংলার মুখ উজ্জ্বল করেছে
অভয় বুকের পাঁজরে আগুন জ্বেলে |

ওরা শোনে নাই পিছনের মায়াক্রন্দন,
ওরা মানে নাই বেয়নেট বুলেট বন্ধন,
জুলুমের কারা ওরাই ভেঙেছে
অশেষ ঘৃণায় নির্ভয়ে অবহেলে |

.             ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
প্রতিরোধ প্রতিবাদ সংগ্রাম
কথা ও সুর : আবদুল লতিফ
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া


প্রতিরোধ প্রতিবাদ সংগ্রাম
শ্রমিকের বাঁচবার এক নাম |
জুলুমের প্রতিবাদ করবো
প্রতিদিন প্রাণপণ লড়বো
চাই তেজ প্রদীপ্ত উদ্দাম |
দুনিয়ার শ্রমিকের বাঁচবার
একতাই মুক্তির হাতিয়ার
বহুবার দিয়েছি তো রক্ত
পিছল করেছি মাটি
এইবার ফিরে চাই তার দাম |

.             ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
ও আমার এই বাংলা ভাষা
কথা ও সুর : আবদুল লতিফ
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া


ও আমার এই বাংলা ভাষা
এ আমার দুখ ভুলানো বুক জুড়ানো
লক্ষ মনের লক্ষ আশা |

এই ভাষাতেই স্বপ্ন দেখি,
এই ভাষাতেই লিখন লিখি
এই ভাষাতেই মাকে ডাকি
জানাই প্রাণের ভালবাসা |

এই ভাষাতেই দোয়েল কোয়েল
সবুজ বনের পাখি,
হাজার কথার কাকলীতে
নিত্য উঠে ডাকি |

এই ভাষাতেই মায়ের মুখে,
রূপকথা গান শুনি সুখে,
এই ভাষাতেই শিল্পী কবি
সবার কাঁদা সবার হাসা |

.         ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর