কবি আজিজুল হকের গণসঙ্গীত
*
চুপ করো তোমরা
কথা - কবি আজিজুল হক
সুর - বিনয় চক্রবর্তী
সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ, ১৯৯০, থেকে নেওয়া।


চুপ করো তোমরা
এখানে ঘুমিয়ে আছে আমার ভাই
বিষণ্ণ হৃদয়ে মলিন মুখে ডেকো না, ওকে
.                ও যে নিজেই হাসি।

ফুলে ফুলে ভরিও না ওর দেহ
ফুলে ফুল বাড়িয়ে কি লাভ ;
পারো যদি ওকে সমাধি কর হৃদয়ে---
হৃদয়-পাখীর কলরবে
তোমার সুপ্ত হৃদয় উঠবে জেগে
পারো যদি দিও অশ্রু
দিও তোমার শরীরের সব রক্ত।

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর