কবি আকরামুল হকের ছড়া |
আমার গ্রাম কবি আকরামুল হক কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া | শহর বড় দূরে যাবো কেন ঘুরে ? এই গ্রামেই বসে ধরবো লাঙ্গল কষে | ফলাবো সোনার ফসল করবো স্বপ্ন সফল | থাকবো মনের সুখে আপন গ্রামের বুকে | . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
হাতের কাজ কবি আকরামুল হক কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া | পড়ার শেষে, খেলার ফাঁকে শিখি হাতের কাজ এই কাজেতে আনন্দ ভাই নেই তো কোন লাজ | সহজ সহজ অনেক কাজ আছে শেখার মত কম খরচে কম সময়ে শিখতে পারি কত | একটি যদি শিখেই ফেলি হবে যে কত লাভ স্বাবলম্বী হতে পারবো পূরণ হবে আশ | . ************************ . সূচীতে . . . মিলনসাগর |
প্রার্থনা কবি আকরামুল হক কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া | সূর্যের সাথে উঠবো মোরা এই আমাদের পণ দাঁতটি মেজে, মুখটি ধুয়ে করবো যোগাসন | লেখাপড়া করবো মোরা খেলবো সময় মতন | স্নান খাওয়া করবো মোরা নেব চুলের যতন | নিজের স্বাস্থ্য গড়বো মোরা এই আমাদের বাসনা হাসি খুশী থাকি প্রভু তোমার কাছে প্রার্থনা | . ************************ . সূচীতে . . . মিলনসাগর |