কবি আকরামুল হকের ছড়া
*
আমার গ্রাম
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


শহর বড় দূরে
যাবো কেন ঘুরে ?
এই গ্রামেই বসে
ধরবো লাঙ্গল কষে |
ফলাবো সোনার ফসল
করবো স্বপ্ন সফল |
থাকবো মনের সুখে
আপন গ্রামের বুকে |

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
হাতের কাজ
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


পড়ার শেষে, খেলার ফাঁকে
শিখি হাতের কাজ
এই কাজেতে আনন্দ ভাই
নেই তো কোন লাজ |
সহজ সহজ অনেক কাজ
আছে শেখার মত
কম খরচে কম সময়ে
শিখতে পারি কত |
একটি যদি শিখেই ফেলি
হবে যে কত লাভ
স্বাবলম্বী হতে পারবো
পূরণ হবে আশ |

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
প্রার্থনা
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


সূর্যের সাথে উঠবো মোরা
এই আমাদের পণ
দাঁতটি মেজে, মুখটি ধুয়ে
করবো যোগাসন |
লেখাপড়া করবো মোরা
খেলবো সময় মতন |
স্নান খাওয়া করবো মোরা
নেব চুলের যতন |
নিজের স্বাস্থ্য গড়বো মোরা
এই আমাদের বাসনা
হাসি খুশী থাকি প্রভু
তোমার কাছে প্রার্থনা |

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
কোলকাতা
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


কোলকাতাতে আছে ভাই
.         ছোট বড় বস্ তি |
পাবে নাকো সেইখানে
.           পরস্পরের কুস্ তি |
হিন্দু, মুসলিম, খৃষ্টান
.                         ও হরিজন
থাকে সবাই মিলেমিশে
.                 যেন তারা আপনজন |
দীনমজুর ওরা সবাই
            ধনী কিন্তু সবার মন
মেহনতী এই বস্ তি বাসী
             কোলকাতার মূলধন |

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
বেল
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


খুকুমণি-        বেল, বেল, বেল
.                খেলছো কোন্ খেল ?
বেল-                আমার নাম বেল
.                ভরছি কেবল জেল |
.                সিদ্ধ করে খেলে পরে
.                আমাশয়কে দিই আমি
.                যাবজ্জীবন জেল |
.                খুকুমণি,  খুকুমণি
.                হাসছো কেন দুষ্টু হাসি
.                দিতে পারি, দিতে পারি
.                পেটের রোগের হাসি |
.                আমায় ফেলে ওষুধ খেলে
.                মুচকি মুচকি হাসে

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
আম
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


বেগুনফুলি, ল্যাংড়া
খেয়ে চলো ট্যাংরা |
আর যদি খেতে চাও
মালদহে চলে যাও |
আমের নাকি বাহার আছে
বেনারস শহরে |
সস্তায় পাওয়া যায়
চৌসা বিহারে |

.       ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
আমলকি ও পেয়ারা
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


খুকুমণি-   আমলকি বোন আমলকি
.            তোমার পরিচয়টা কি ?

আমলকি-  খুকুমণি খুকুমণি
.            আমায় তুমি চেনোনা বুঝি ?
.            আমি রাণী ভিটা মিন ‘সি’
.            নিয়ম করে খেলে আমায়
.            তাড়াই সহজে সর্দি কাশি |

খুকুমণি-    পেয়ারা ভাই পেয়ারা
.            তুমি কি বড্ড বেয়াড়া ?

পেয়ারা-     কে বলেছে, কে বলেছে
.             আমি বড্ড বেয়াড়া ?
.             জানো না বুঝি

ভিটামিন সি রাণীর আমি পেয়াদা |
.          সর্দি-কাশি বাধালে দাঙ্গা
.           খাও যদি আমায় তুমি
.           হয়ে যাবে চাঙ্গা |

.             ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
কাজ            
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


আমরা করি কাজ
আমরা করি কাজ |
কোন্ টি ছোট কোন্ টি বড়
বুঝিনি তো আজ,
আমরা করি কাজ |
মাঠে করি চাষ |
কলে করি কাজ |
দেশের করি কাজ |
দশের করি কাজ
কাজ, কাজ, কাজ
আমরা করি কাজ |
কাজে নাইকো লাজ
কাজই মোদের তাজ,
কাজেই আছে সুখ,
কাজই ঘুচায় দুখ |
কাজ, কাজ, কাজ
করি হাসিমুখে কাজ |

.       ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
মহাত্মা গান্ধী
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


অহিংসাবাদী ও নিষ্ঠাবান
গান্ধী ছিল এমনই মহান |
মানুষ ছিল তার চোখে সবাই সমান
কুষ্ঠরোগী ও হরিজন হলো এর প্রমাণ |
জাতির জনকের কথা কে না জানে
প্রেম ছিল তার মনে প্রাণে |
ভারত মাতার ছিল সে যোগ্য সন্তান
এসো, আজ মহাত্মা কে করি মোরা প্রণাম |

.                 ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


রবির মত উজ্জ্বল তুমি
.        রবি তোমার নাম
গীতাঞ্জলি লিখে তুমি
.        পেলে বিশ্বের সম্মান |
তুমি মোদের কবিগুরু
.        তুমি জাতির মান |
জন্মদিনে লহ তুমি
.        শতকোটি প্রণাম |

.                 ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর