সিংহরাজের জন্মদিন কবি আকরামুল হক কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |
সিংহরাজের জন্মদিনে শেয়াল গাইলো খেয়াল তবলার সাথে নেচে উঠলো ম্যাঁও করে বেড়াল | ধিন্ ধিন্ –তা সিংহ বললো বাঃ আরো নাচো, আরো গাও ডাকো হুক্ কো হুয়া | গানের মাঝে সিংহরাজের পেয়ে গেল ক্ষিদে, নাকটি তুলে বুঝিয়ে দিল চোখের ইঙ্গিতে | সা-রে-গা-মা-পা বলে গাধাও ধরলো সুর সাথে নাচে ভয়ে ভয়ে পেখম তুলে ময়ূর | নাচ গানের মাঝে আবার হারিয়ে গেল রাজা, জন্মদিনে না খেয়ে রাজা পেল সাজা |