কবি আকরামুল হকের ছড়া
*
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


বীর সিংহপুরের ঠাকুর দাসের
.        ছিল ছোট্ট সংসার
জ্ঞান করুণার পৈতে নিয়ে
.        হলো ঈশ্বরচন্দ্রের আবির্ভাব |
দয়ার সাগর, বিদ্যাসাগর
.        নাম হলো যার পরে
বাংলা ভাষায় বর্ণ পরিচয়
.        দিল বাঙালীর ঘরে |
জ্ঞানের সাগর, করুণার সাগরে
.        জানাই তোমায় প্রণাম |
শিক্ষার আলো থাকবে যতদিন
.        থাকবে তোমার নাম |

.              ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
মাদার টেরেসা
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


পূজনীয়া মা, প্রভু কন্যা |
অনাথ শিশুর মা, তুমিই ধন্যা |
গরীবের সহায়া, অসহায়ের সঙ্গিনী
মাদার টোরেসা, তুমিই জগজ্জননী |
অনাহারে তুমি দিয়েছো অন্ন
পাঠায়াছে প্রভু তোমা গরীবের জন্য |
সেবার মাঝে তুমি পেয়েছো ঈশ্বর
সেবাই হোক তোমার জীবনের একেশ্বর |

.              ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
মিষ্টির হাঁড়ি
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


দাদুর মাথায় মিষ্টির হাঁড়ি
তৈরী হলো পিঁপড়ের বাড়ী |
রস খেলো পিঁপড়ের ঝাঁক
দাদুর মাথায় পড়লো টাক |
ফুঁটো করে মিষ্টির হাঁড়ি
টাকে দিল সুড়সুড়ি |
লাফিয়ে উঠলো দাদু ভাই
ভেঙে গেল হাঁড়ি তাই |

.              ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
সিংহরাজের জন্মদিন
কবি আকরামুল হক
কবির “ছড়ায় ছন্দ” কাব্য গ্রন্থ থেকে নেওয়া |


সিংহরাজের জন্মদিনে
শেয়াল গাইলো খেয়াল
তবলার সাথে নেচে উঠলো
ম্যাঁও করে বেড়াল |
ধিন্ ধিন্ –তা
সিংহ বললো বাঃ
আরো নাচো, আরো গাও
ডাকো হুক্ কো হুয়া |
গানের মাঝে সিংহরাজের
পেয়ে গেল ক্ষিদে,
নাকটি তুলে বুঝিয়ে দিল
চোখের ইঙ্গিতে |
সা-রে-গা-মা-পা বলে
গাধাও ধরলো সুর
সাথে নাচে ভয়ে ভয়ে
পেখম তুলে ময়ূর |
নাচ গানের মাঝে আবার
হারিয়ে গেল রাজা,
জন্মদিনে না খেয়ে
রাজা পেল সাজা |

.      ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর