কবি আকরামুল হক - জন্মগ্রহণ করেন কলকাতার খিদিরপুরে। পিতা শিরাজুল হক এবং মাতা রোশন
আরা হক।

তিনি ফিলিপাইনস এ অবস্থিত মিনডানাও পিসবিল্ডিং ইনস্টিটিউট
(M.P.I.) থেকে পিস এডুকেশন এবং
হায়েদ্রাবাদের হেনরি মার্টিন ইনস্টিউট থেকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অধ্যয়ন করেছেন।

তাঁর কর্মজীবনে কবি একজন সমাজ ও তথ্যকর্মী
( Social and Information Activist )। তিনি কাজ করেন
সমাজের তৃণমূল স্তরে শান্তি ও ন্যায়বিচারের উদ্দেশ্যে। প্রথমে তিনি কলকাতার শেয়ারহাউজ চ্যারিটেবল্
ট্রাস্টের কর্মী হিসেবে কিছু কাল কাজ করেছেন। বর্তমানে তিনি খিদিরপুরের স্বরাজ নামক একটি এন.জি.ও.
তে সেক্রেটারির পদে কর্মরত।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শিশুদের জন্য ছড়ার বই “ছড়ায় ছন্দ” (১৯৯৬), নানা ঔষধ বিশিষ্ট
গাছের উপর ছড়ার বই “ডাক্তারি গাছ” প্রভৃতি।

তাঁর "ছড়ায় ছন্দ" গ্রন্থ থেকে কিছু ছড়া মিলনসাগরে তুলে দিয়েছি। আমরা
মিলনসাগরে  কবি আকরামুল
হকের ছড়া তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -
কবির ফেসবুক পাতা - https://www.facebook.com/akramul.haque.357d              
চলভাষ +৯১৯৮৩০২৮৫৪৬২   



উত্স - ফেসবুকে যোগাযোগ।



কবি আকরামুল হকের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২৬.৮.২০১৬


...