কবি অলক সান্যাল-এর গণসঙ্গীত
*
গুনগুনাইয়া ভোমরা ওড়ে আমের মুকুলে
কথা ও সুর : অলক সান্যাল
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া


গুনগুনাইয়া ভোমরা ওড়ে আমের মুকুলে
আর পেরজাপতি উড়ে বেড়ায় লতুন ফুলে ফুলে,
এমনি করে বসন্ত যায় বসন্ত ফের আসে
বাসুদেবপুরের মাটি ভরে লতুন ঘাসে ঘাসে
তবু বছর বছর ভোলে না মন কোন দিনের তরে
বন্ধু আমার শহীদ হইল সেবার তেয়াত্তরে |
তাই হায়রে হায়, অর্জুন-এরাদতের লেগে
হায়রে হায় পরাণ আমার কেমন কেমন করে ||

সেবার তেয়াত্তরের নভেম্বরে হিমেল সকালে
কেউ কি জানিত বন্ধু এই ছিল কপালে ||
আহা, আকালের ফাঁদে পড়ে মানুষ ছিল রেগে
বাংলা বন্ধের আন্দোলনে আসে ঝড়ের বেগে ||
পাকা সড়ক রেলের লাইন ছিল আড়াআড়ি
সেখান দিয়ে যাচ্ছিল তাই মাল বোঝাই এক গাড়ি
গাড়ির গতি রুখে দাঁড়ায় ক্ষুব্ধ জনগণ
এমন সময় কোথা হোতে এল বিভীষণ ||

মারল পাথর ছুঁড়ে বোমা ছুঁড়ে
.                দেশের শত্তুর যারা
জখম হইল কত মানুষ,
.                এল সি.আর.পি.রা |
ওদিকে, কামরূপের টেরেন এসে
.                দাঁড়ায় লাইন জুড়ে
পুলিস বলে চালাও গাড়ি মানুষের উপরে |
ড্রাইভার বলে, মানুষ আমি--- মানুষ তো মারি না
কলের চাকা চালাইরে তাই, জহ্লাদি করি না |
পুলিস চালায় গুলি তড়িঘড়ি
.                জনতার উপরে
অর্জুন-এরাদতের দেহ লুটায় ধুলোর ‘পরে ||

হায় মাটি মায়ের বুক রাঙালো
.                দুটো তাজা খুন
রক্তজবা বুকে নিয়ে ছড়ালো আগুন—
তাই হাজারে হাজারে লোক
.                দুর্গম পথ ভেঙে এল রে

এল রে এল রে ওরা এল রে
এল দুর্বার দুরন্ত এল রে ;
এল বুভুক্ষিত নিরন্ন গাঁয়ের কিষাণ
এল ক্ষেতের মজুর আর বিড়ি মজদুর
এল দুর্বার দুরন্ত এল রে—

শহীদের শপথ নিয়ে ওরা তাই যায় এগিয়ে
এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে ||

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
সে আমার রক্তে ধোয়া দিন
কথা ও সুর : অলক সান্যাল
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া


সে আমার রক্তে ধোয়া দিন
চেতনায় হানছে আঘাত—( ৩ )
জাগ জনতা দুরন্ত সঙ্গীন
কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে--- (২ ) ||

ইতিহাস রচবো মোরা
আমাদের রক্তে ঘামে
অবিচার শেষ কথা নয়
ভাবীকাল সবহারাদের |

বেয়নেট রাইফেলে আজ
সে সাথীর প্রাণ নিয়েছে
সে প্রাণের বদলা নিতে
প্রাণে প্রাণ আজ মিলেছে ||

.         *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর