কবি অপরূপ রায়ের গণসঙ্গীত
*
ভোরের আকাশ লাল সিঁদুরে
কথা ও সুর - কবি অপরূপ রায়
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


ভোরের আকাশ লাল সিঁদুরে
রাঙিয়ে দিয়ে কোন সুদূরে
মেঘপটুয়া অচিনপুরে
উড়ে উড়ে যায়
নীচে সবুজ গালিচাতে
সূর্যমুখী জবার সাথে
প্রজাপতি খেলায় মাতে
উড়ে উড়ে যায় |

সেই প্রহরে একলা ঘরে
ছোট্ট সোনা ঘুমের ঘোরে
লক্ষ যোজন দূরে পরীর দেশে ভেসে যায় |
বলে হেথায় রাত পোহায় না
এ দানোর দেশ আর যে সয়না
হেথায় দত্যি আমার মুখের গরস কেড়ে খায় |
যাব উড়ে ভেসে ভেসে
সব পেয়েছি মেঘের দেশে
দেখব চাঁদের বুড়ি সুতো বানায় চরকায় ||

পরীরা ছোঁয়াবে চোখে সোনার কাঠি
তবেই পাব ভরা দুধের বাটি
পরব জামা পরিপাটি
যাব সিধে হাঁটি হাঁটি ইস্কুলে |

পড়ব রঙীন ছড়ার বই
খেলব উড়বে ধুলোর খই
ছুটির পরে দৌড়ে ঘরে
মুখ লুকাবো সুখ সাগরে মায়ের কোলে

মা বুকে চেপে ধরে
দেবে দু-গাল চুমোয় ভরে
বলবে আমার প্রাণের পাখি ছিলি তুই কোথায়
সাতরাজার ধন মানিক সোনা
তুই ছাড়া মোর দিন কাটে না
তোকে পেলে ভাসে জোছনা আঁধার আঙিনায় |

এমন সত্যি কি হবে না মা ?
ভরা দুধের বাটি শীতের জামা
নেই চোখ জ্বালানো কালো ধোঁয়া
নেই কাপডিশ নেই বাসন ধোয়া রাতদিন ভোর |

মোরগের ডাকে জাগে সূর্যের প্রাণ
বাতাসে ছড়ায় আলো ভোরের আজান
সাত সমুদ্দুর তেরো নদী
পেরিয়ে সেই সুখ আনবি যদি সাধ্যি কি তোর ?

তখন মা তুই ব্যাস্ত ভারী
ধরতে হবে প্রথম গাড়ি
সব্জি বোঝাই দিবি পাড়ি রাক্ষসের গুহায়
( আর ) তখনই শিশির ঘাসের ডগায়
সাতরঙা রামধনু ছড়ায়
গাছে গাছে দোয়েল শ্যামা ফিঙেরা গান গায় ||

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
মুমূর্ষু বা সুন্দরী এক তিলোত্তমা
কথা - কবি অপরূপ রায়
সুর - জলি বাগচী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া | ( ১৯৮৪ –র একটি পৌর নির্বাচনকে কেন্দ্র ক’রে কলকাতাকে ঘিরে একটি বিতর্ক
দানা বেঁধে ওঠে কেন্দ্রীয় ও রাজ্য  সরকারের মধ্যে | তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী
কলকাতা সফরে এসে এই শহরকে ‘মুমূর্যু নগরী’ ব’লে চিহ্নিত করেন | তার
প্রতিবাদে রাজ্য সরকার দেয়ালে দেয়ালে জীবনানন্দের কবিতা উত্কীর্ণ করে বলেন,
‘কলকাতা কল্লোলিনী তিলোত্তমা’। এই সময় এই শহরের রাস্তায় বাস করতে বাধ্য হন যে
বিশাল সংখ্যক মানুষ তাদের  বুকে  গুমরে  থাকা  প্রশ্নকে  হাজির  করার প্রচেষ্টা ছিল
এই গানটিতে। )


মুমূর্ষু বা সুন্দরী এক তিলোত্তমা
হোক না শহর তোর তাতে কি ||
তোর জঠরে জীবন জুড়ে জ্বলছে
যখন খিদের আগুন ধিকি ধিকি ||

ভিটে ছেড়ে যন্ত্রনাতে কোন সে গভীর রাতে
এলি তুই নিঃস্ব হাতে বাবুদের ক’লকাতাতে
সেই থেকে আজ এই শহরে
তোর কপালে ভিক্ষে ছাড়া আর জুটলোটা কী ?

ঘর তোর পথের পাশে ছাদ তার দূর আকাশে
যখনই বর্ষা আসে ভাসে ঘর সর্ব্বনাশে
ঝমঝমিয়ে বৃষ্টি এলে
হাড়গিলে তোর ছোট্টখোকা বাঁচবে না কী ?

আশ্বিনে বাদ্যি বাজে এ শহর আলোয় সাজে
শুধু তুই পথের মাঝে মরমে মরিস লাজে
তখন দুগ্গা মায়ের কাপড় ছিঁড়ে
তোর সোহাগীর লজ্জাকে তুই ঢাকিস না কী ?

পৌষে মাঘের শীতে এ শহর জোর খুশী তে
মাতে যে ছন্দে গীতে শুধু তুই জ্বালাস চিতে
সেই চিতার আগুন জানায় তোকে
খালি পেটে স্বাধীনতা মিথ্যে ফাঁকি ||

কিম্বা ফাগুন মাসে শিমুলে লাল পলাশে
এ শহর হাওয়ায় ভাসে শুধু তুই মরিস ত্রাসে
সেই ফাগুন হাওয়ায় খিদের জ্বালায়
তোর ছাওয়ালী হ’ল বুঝি গতরখাকী ||

এই তোর গল্প গাথা ছেঁড়া চট ছেঁড়া কাঁথা
বাবুদের মাথাব্যাথা বাঁচবে কি শহর কলকাতা
তোর কবরে শহর গড়ে ফানুশ যারা ওড়ায়
তারা মানুষ না কী ?

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
যত নেতা দাদা পুলিশ পেয়াদা একসাথে
কথা ও সুর - কবি অপরূপ রায়
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


যত নেতা দাদা পুলিশ পেয়াদা একসাথে
টিকি বাঁধা তোলে চাঁদা দুই হাতে |

পুলিশ বলে ফুটপাতে বাজার বসা মানা
তাই চাঁদা না দিলে করব বহুত জরিমানা
আর নেতা বলে ফুটপাতে দোকান পেতে হলে
চাঁদা দিয়ে নাম লেখাও আমাদেরই দলে |

পুলিশ বলে ময়দানে প্রেমিকার ঠোঁট
ছুঁতে পারিস যদি আমার হাতে দিস নোট
আর নেতা বলে ময়দানে হবে বক্তৃতা
চাঁদা দিবি তবে শুনবি মন্ত্রীর কথা |

পুলিশ বলে পেটের দায়ে রাতের অভিসার
করিস ছুঁড়ি শুধু দিস বখরা আমার
আর নেতা বলে পাড়ায় হবে যাত্রা সারারাত
চাঁদা না দিলে গালে পড়তে পারে হাত |

পুলিশ বলে ভিডিও শো ইস্কুলে নয়
ছুটির দিনে হলেও আমায় চাঁদা দিতে হয়
আর নেতা বলে ইস্কুলে হবে জোনাল সম্মেলন
চাঁদা তুলে খেতে হবে মুর্গি মটন |

পুলিশ বলে হোক আঁধারে গণধর্ষণ
চাঁদা দিলে ত্রি-সীমানায় দেব না দর্শন
আর নেতা বলে ধর্ষণকারী সমাজবিরোধী
তবে কেস্ চেপে দিতে পারি চাঁদা পাই যদি |

এই সমস্ত ছোট্টখাট্টো তুচ্ছ ঘটনা
প্রতিদিনই ঘটছে সেতো সকলেরই জানা
তাই একটা কথা এইবার ভেবে দেখলে হয়
চাঁদা চাইলে চাঁদা তুলে পেটালে কি হয় ?

.           *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
রথের রশি টানলো রুশি
কথা - কবি অপরূপ রায়
সুর - জলি বাগচী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া | ( পূর্ববর্তী শতকের আশির দশকে তখনকার সোভিয়েত রাশিয়ার
কর্ণধার গর্বাচভ চালু করেন ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রৈকা’ | গ্লাসনস্ত –এর অর্থ হল—‘খোলা
হাওয়া’ আর পেরেস্ত্রৈকা-র অর্থ হল – ‘অর্থনৈতিক সংস্কার’ | খোলা হাওয়া আর
অর্থনৈতিক সংস্কার-এর ভিতর দিয়ে তখন রাশিয়ায় চালু করা হয়েছিল পুঁজিবাদের
‘খোলা হাওয়া’---  অর্থাৎ, এতদিন যা গোপন ছিল, এবার সেই গোপনতা ছিঁড়ে ফেলে
খোলাখুলিভাবে পুঁজিবাদ কায়েম হয়েছিল |  এই প্রেক্ষিতে রচিত আমাদের গানটি | )


রথের রশি টানলো রুশি
হলেন খুশি জগন্নাথ
বুদ্ধি হারান বুদ্ধবাবু
বিস্মিত হন বিশ্বনাথ |
আঁতকে উঠে চমকে বলেন ---
এবার কি আর রক্ষা আছে
সোনার ঝাঁটায় রাস্তা সাফের
মার্কসীয় কোনও ব্যাখ্যা আছে ?

রেল ধর্মঘটের বিরোধ করার কূটনৈতিক যুক্তি ছিল
( আর ) এমার্জেন্সি সমর্থনে রাজনৈতিক চুক্তি ছিল |
রাজীবজিকে মদত দিতে হোকনা প্রভদা পঞ্চমুখ,
কি আসে যায় যদি জুটে যায়ে মস্কো ঘোরার স্বর্গসুখ |

কিন্তু এখন এ কি কাণ্ড অতি প্রকাণ্ড সর্বনাশ
ইস্কনিদের উস্কানিতে রশি হলো গলার ফাঁস,

তাই ঠিক করেছি এই ব্যাপারে করবই একটা সেমিনার
( আর ) আলোচনায় বুঝতে হবে কি হলো আজ রাশিয়ার

মস্কো থেকে জবরদস্ত নেতা এলেন ত্রস্ত
বললেন --- রশি হলো পেরেস্ত্রৈকা
( আর ) ঝাঁটা ! ঝাঁটা গ্লাসনস্ত |

.           *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
হন্যে হয়ে অর্থনীতির আকাশ পাতাল খুঁজি
কথা - কবি অপরূপ রায়
সুর - জলি বাগচী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


হন্যে হয়ে অর্থনীতির আকাশ পাতাল খুঁজি
কোন মুলুকে হারিয়ে গেল মন ভোলানো পুঁজি
পুঁজি দেখতে কেমন কেউ জানে না |

পুঁজি দেখতে কেমন কেউ দেখে নি তাকে
কেউ বা বলে পুঁজি না কি যমের ঘরে থাকে
তবে একটা কথা পুঁজির কিন্তু নেই কোন গোঁফ দাড়ি
পুঁজির শুধু পতি হয় অতএব পুঁজি নারী
কিন্তু নারী ভয়ংকরী নেই মনে ডর ভয়
হন লেডি ম্যাকবেথ কখনও বা হেলেন অফ ট্রয়

কিসের দ্বন্দ্বে দোলে পুঁজি হয় বাজার খান খান
বুঝিয়ে ছিলেন বহু আগে দুই পাগল জার্মান

দেখি মুক্ত পুঁজি মুক্ত কচ্ছ ভ্রষ্টা সৃষ্টিছাড়া
এক গোলার্ধে পুঁজির বন্যা এক গোলার্ধে খরা

পুঁজির জনম পুঁজির আতুর ঘাম ঝড়ানো শ্রমে
সেই আতুড় থেকেই পুঁজি উধাও কেড়ে নিয়েছেন যমে |
আর যমদুতেরা অষ্টপ্রহর পুঁজির খেলায় মাতেন
রক্তমাখা ঠান্ডা হাতে মুন্ডমালা গাঁথেন |
তাই ঘনিয়ে আসে ঘোর দুপুরে হঠাৎ করে সন্ধ্যা
গোলক ধাঁধায় ঘোরে পুঁজি সবাই বলে মন্দা |

যখন মেরিল লিন্ চ আর লেহম্যান ব্রাদার্স দেউলিয়া চিত্পাত
স্বাধীন পুঁজির প্রবক্তাদের মাথায় বজ্রপাত | ( তবে কি )
তবে কি বীজার তত্ত্ব ভুল অসত্য একথা মানতে হয়
আর দিকভ্রান্ত মত্ত পুঁজির লাগাম টানতে হয় |
যখন বেসরকারকে অর্থ জোগায় জনতার সরকার
পাগল সাহেব শিগগীর এসো, আজ তোমাদেরই দরকার

.           *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
হুড়মুড়িয়ে ভাঙলো বাড়ি তাসের ঘরের মত
কথা - কবি অপরূপ রায়
সুর - গাজীর গানের সুর
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া | ( কলকাতার শরৎ বসু রোডে শিবালিক অ্যাপার্টমেন্ট ভেঙে পড়লে শুয়ে থাকা
বহু মানুষের প্রাণ যায় | )


হুড়মুড়িয়ে ভাঙলো বাড়ি তাসের ঘরের মত
তারই নীচে পড়লো চাপা হাড়হাভাতে যত—আহা হাড়হাভাতে যত |
দৌড়ে এলেন মন্ত্রীমশাই দৌড়ে এলো পুলিশ
হুকুম হলো “লাশগুলোকে গভীর রাতে তুলিস” --- যেন কেউ দেখে না |
কারণ--- দিনের বেলায় যদি কোনও লাশ ফিরে পায় প্রাণ
উল্টোপাল্টা প্রশ্ন তুলে করবে যে হয়রান – প্রশ্নে করবে যে হয়রান |
ধরো যদি শুধোয় “কেন উঁচু বাড়ীই হবে
যখন তারই পাশে মানুষগুলো ফুটপাতে রবে” --- কেন ফুটপাতে রবে |
কিংবা বলে “কর্পোরেশন চোর তো সবার জানা
তবে দোষীদের শাস্তি দিতে কোন আইনে মানা” --- বল কোন আইনে মানা |
নাকি এসব বালিঠাসা ঠুনকো বাড়ি গড়ে
তোমাদের ইলেকশনের ভাঁড়ার উঠবে ভরে – ভাঁড়ার উঠবে ভরে আহা |
বারে বারে ভাঙলো বাড়ি দিলে কত ভাষণ
বলিহারি রাগ তোমাদের বলিহারি শাসন --- বলিহারি শাসন তোদের |
এইরকম সব আগডুম বাগডুম প্রশ্ন করতে পারে
নেই ভরসা যদিও মরা কাঙাল জনতারে – মরা কাঙাল জনতারে |
তাই জলদি জলদি লাশগুলোকে করতে হবে পাচার
ধাপার মাঠে রাখবো ফেলে হবে শকুনের খাবার--- ( হবে ) শকুনের খাবার |
তারপরে নয় গঙ্গাজলে নেব দু’হাত ধুয়ে --- হাত নেবো ধুয়ে
( আর ) আন্তর্জাতিক সমস্যাটা ভাববো ঘরে শুয়ে ---( আহা ) ভাববো ঘরে শুয়ে |

.                  *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
নাচ্ উঠি হ্যায় আজ ঘুঙ্ রু মেরি
কথা - কবি অপরূপ রায়
সুর - জলি বাগচী  ও অপরূপ রায়
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

নাচ্ উঠি হ্যায় আজ ঘুঙ্ রু মেরি
নাচ্ উঠি হ্যায় আজ পায়েল মেরি
নয়ী তরানেকি ঝংকারোমে নাচুঙ্গি
সদিয়োঁ পুরানী হর্ রেওয়াজ কো তোড়ুঙ্গি

তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

জনমসে ম্যায় হুঁ নারী
ইয়ে হী তো হ্যায় মজবুরি
পিতাকি বোঝ্ কভি পাতিকি বোঝ্
ম্যায় হু সব্ সে হী ভারী |

তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

অব্ ম্যায় কিসিকী না বোঝ্ রহুঙ্গি
কিসিকা অ্যাহসান ম্যায় না লুঙ্গি
ইয়ে চার দিওয়ারোঁকা বন্ধনকো ম্যায় তোড়ুঙ্গি
সারি জিন্দেগিভর ঘুট্ ঘুট্ কে না মরুঙ্গি |

তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

ইয়ে সিন্দুর ইয়ে বিন্দিয়া
হ্যায় নিশানি জুল্ মোঁকা
ইয়ে জুল্ মোকে নিশানি মিটা হী দুঙ্গি
ম্যায় না বনুঙ্গি সুন্দরী |
তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

হাত কী ইয়ে চুড়িয়াঁ
হ্যায় গুলামীকি বেড়িয়া
চুড়ী নহী হ্যায় ইয়ে জঞ্জীর হ্যায়
ম্যায় ইস্ জঞ্জীর না পহুনঙ্গি |

তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

না ম্যায় করুঙ্গি অব্ সোলহ্ শৃঙ্গার
না ম্যায় করুঙ্গি বাজারী ইয়ে প্যায়
ইয়ে মুখড়েসে ঘুঙ্ ঘটকা পর্দাকো হটায়ুঙ্গি
জি ভর্ সে জিনেকী হর্ খুশীয়াঁ ম্যায় লুঙ্গি |

তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

সুনো সুনো সহেলিয়াঁ
হম হ্যায় আধা আসমাঁ
ইয়ে আধা আসমাঁ পর
বাদল কিঁউ ছায়া হ্যায়
কিঁউ নহী হ্যায় রওশনী |

তাতা থৈথৈ তাতা থৈথৈ
তা---- থৈথৈ  তথৈয়া |

.             *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
হমারে সাথ হ্যায় যো গম
কথা - কবি অপরূপ রায়
সুর - জলি বাগচী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


হমারে সাথ হ্যায় যো গম
ও হ্যায় লড়নেকি সরগম্
হ্যায় জিতেন জুলমো সিতম্
লড়কে মিটায়েঙ্গে হম্ |

লড়কপন তরপা হ্যায় ভুবমে
জওয়ানি খোয়া হ্যায় ভুখমে
অভি যব লড়না হ্যায় হরদম
চলো মিলকে রক্ খে কদম
যো মেহনতওয়ালোঁ হ্যায়
ও হ্যায় হমারে হম্ দম্ |

হ্যায় জিতনে মিল কারখানা
বনা হ্যায় খুন কা ম্যায়খানা
এহি মদিরা আদ হ্যায় গরম
ছলক্ উঠনেকা হ্যায় মৌসম
দিখা দেঙ্গে জমানেকোঁ
লহুমে জোর নহি হ্যায় কম

বহায়ে হ্যায় যো পসিনা
বনেগীঁ চিংগারি উত্ না
নয়ী দিনকী  ইয়ে হ্যায় কসম
খুনমে পায়েল নাচাও ছম্ ছম্
জ্বলা দো আগ ক্রান্তিকে
বাজাও ডম্বুরু ডম্ ডম্ |

.             *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
হরি হরি খেতোঁমে চমক রহা হ্যায় ইয়ে ধান
কথা সুর - কবি অপরূপ রায়,
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষানের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


হরি হরি খেতোঁমে চমক রহা হ্যায় ইয়ে ধান
খুলি হাওয়ামে উড়াদে তেরা লাল নিশান |

সাওন বিতি তো রাবণ আয়ে
অঘন্ ওয়ামে ধান লুট লে যায়ে
তেরে পসিনাসে হুয়া যো ধান
কাহে লুট লে যায়ে জমিন্দারান
তেরি হি মেহনত তেরা হি খুন
লুটকর জিয়ে ও জালিম বেইমান |

নহি নহি অব্ কিবার অওর নহি দেনা হ্যায় ধান
হরিয়ালিমেঁ উড়াদে তেরা লাল নিশান |

রোনা নহি অওর রোনা নহি
অপনে নসীবোমেঁ খোনা নহি
ভুখা পেয়াসা তু হ্যায় পরেশান
ফিরভি জাতকা তু হ্যায় কিষান
তেরি হাথ্ কা ওহ্ হসুয়াসে
খেতোঁমে লে আ তু নয়া তুফান |

অভি অভি মিল্ কে সব হি ছিন্ লে অপনা ধান
বদলা লেনা হ্যায় উড়া দে তেরা লাল নিশান |

.             *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
আজ তুঝে এক কহানী সুনাউঁ
কথা - কবি অপরূপ রায়
সুর - প্রচলিত ভাংরা
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” ( ১৯৯০ ) থেকে নেওয়া |


আজ তুঝে এক কহানী সুনাউঁ
.        কহানী হ্যায় এক দেশ কী
অইর ইয়ে যো কহানী সচ্ হী কহানী
.        কোই না অবং তক্ পেশ কী।

ইয়ে দেশ হঁসীন্ হ্যায়, গাঁও হঁসীন্  হ্যায়
.        হসীনা ইসকী রাণী
লেকিন জন্ তা মরেঁ ভুখ সে
.        সহে কাফী পরেশানী ---

কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না
ম্যায় সচ্ কহুঁ (৪)।

ইঁহা লাখো ক্রীশ্চান, বৌধ জৈন হ্যায়
.        হ্যায় শিখ, মুসলমান
ফির সেকুলারিজম্ পর
.        হ্যায় নাম হিন্দুস্থান--
কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না

ইঁহা হর সাল কালা কানুন বনে
.        বনে হ্যায় নয়ে নয়ে জেল
অউর পাঁচসালা পরিয়োজনা
.        হো গই বিল্ কুল্ ফেল---
কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না

ইঁহা জমাখোরী, কালাবাজারী
.        ভর্ লি অপনী ডালী
অউর ট্যাক্স দেকর হাম হী লোগোঁ কী
.        জেব হো গই খালী---
কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না

তুনে অগর সচ্ ভী বোলা
.        তুঝে মিলেগা দণ্ড্
এউর কালে রুপিয়া ওয়ালোঁ কে লিয়ে
.        হ্যায় “ইস্পেশাল বণ্ড”---
কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না

আসাম, গুজরাত, তামিল, পঞ্জাব
.        চারোঁ তরফ হঙ্গামা
ডর কে মারে রাণী বোলী
.        বচাও রশিয়া মামা---
কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না

দেখকে সারী চিজেঁ জন্ তা
.        জোর মচাই শোর
কহনে লগী হ্যায় দেশ কী রাণী
.        নম্বরী এক চোর---
কি ম্যায় নে ঝুঠ্ বোলেয়াঁ?---কোই না
কি ম্যায় নে গলত্ বোলেয়াঁ?---কোই না
গ্যার কানুনী বোলেয়াঁ?
কোই না ভাই, কোই না ভাই, কোই না ভাই, কোই না

.             *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর