পেট্রোগ্রাড থেকে ভলগার তীর থেকে কথা ও সুর : অরিন্দম বন্দ্যোপাধ্যায় সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া | পেট্রোগ্রাড থেকে ভলগার তীর থেকে কমরেড লেনিনের আহ্বান বাঁধ-ভাঙা বন্যায় ঘুম-ভাঙা ঝঞ্ঝার দুর্জয় কল্লোল গান |
যেই গান শুনেছি জীবনকে জেনেছি মৃত্যুই শেষ কথা নয় সংগ্রামে সংগ্রামে রক্তের কেনা দানে জীবন যে অমৃতময় গঙ্গার বুকে তাই ভলগার ঢেউ চাই নতুন পথের সন্ধান |
দুনিয়ার ঘরে-ঘরে ক্ষেতে কলে প্রান্তরে মুক্তির আলো দেখা যায় শোষিতেরা দলে দলে শোষকের চিতা জ্বালে ক্রান্তির দামামা বাজায় ভেদাভেদ দূর হবে, মানব সমাজ পাবে--- মানুষের মত সম্মান |
কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ কথা ও সুর : অরিন্দম বন্দ্যোপাধ্যায় সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া | কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ অবিস্মরণীয় নাম নির্যাতীত মানুষের প্রিয়জন কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ ||
সারা পৃথিবী জাগে মার্কস এঙ্গেলসের নামে | শোষিত জনতা জাগে মার্কস এঙ্গেলসের নামে | সাম্যবাদের দৃপ্ত সংগ্রামে বিশ্ব জুড়ে উড়ছে লাল নিশান || নির্যাতীত মানুষের প্রিয়জন কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ ||
ক্রান্তির বিজয় নিশান হাতে মার্কস এঙ্গেলসের নামে বিপ্লবী জনতা মাতে মার্কস এঙ্গেলসের নামে নতুন সমাজ গড়ার শপথে জাগে মেহনতি মজুর ও কৃষাণ || নির্যাতীত মানুষের প্রিয়জন কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ ||