কবি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের গণসঙ্গীত
*
জোট বাঁধিরে আয় রে আয়
কথা ও সুর : অরিন্দম বন্দ্যোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


জোট বাঁধিরে, আয় রে আয়
সবাই মিলে আয় রে আয়
নতুন দিনের লগন বয়ে যায়
সবাই মিলে জোট বাঁধিরে আয় |

আজ নতুন করে শপথ নেবার লগন এসেছে
আজ মরা নদীর কূলে কূলে জোয়ার জেগেছে
আজ সবাই মিলে মিলতে হবে
নতুন মোহনায়
সবাই মিলে জোট বাঁধিরে আয় |

আজ প্রাণে প্রাণে মিল করে দে
মিলের আনন্দে
আজ ঐকতানের সুর ভরে নে
গানের ছন্দে, মিলের আনন্দে |

আজ নতুন সড়ক ডাক দিয়েছে, শোন রে আহ্বান
আজ লক্ষ প্রাণের ঐকতানে দুঃখ ভাঙার গান
আজ সবাই মিলে মিলতে হবে
নতুন মোহনায়
সবাই মিলে জোট বাঁধিরে আয় |

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
পেট্রোগ্রাড থেকে ভলগার তীর থেকে
কথা ও সুর : অরিন্দম বন্দ্যোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


পেট্রোগ্রাড থেকে ভলগার তীর থেকে
কমরেড লেনিনের আহ্বান
বাঁধ-ভাঙা বন্যায় ঘুম-ভাঙা ঝঞ্ঝার দুর্জয় কল্লোল গান |

যেই গান শুনেছি জীবনকে জেনেছি
মৃত্যুই শেষ কথা নয়
সংগ্রামে সংগ্রামে রক্তের কেনা দানে
জীবন যে অমৃতময়
গঙ্গার বুকে তাই ভলগার ঢেউ চাই
নতুন পথের সন্ধান |

রুশিয়ার বিপ্লব আলোর মশাল জ্বেলে
অন্তরে আলো জ্বেলেছে
শ্রমজীবী জনতার দুর্জয় সংগ্রামে
শোষণের বাঁধ ভেঙেছে |

দুনিয়ার ঘরে-ঘরে ক্ষেতে কলে প্রান্তরে
মুক্তির আলো দেখা যায়
শোষিতেরা দলে দলে শোষকের চিতা জ্বালে
ক্রান্তির দামামা বাজায়
ভেদাভেদ দূর হবে, মানব সমাজ পাবে---
মানুষের মত সম্মান |

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্
কথা ও সুর : অরিন্দম বন্দ্যোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্
অবিস্মরণীয় নাম
নির্যাতীত মানুষের প্রিয়জন
কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ ||

সারা পৃথিবী জাগে                মার্কস এঙ্গেলসের নামে |
শোষিত জনতা জাগে                 মার্কস এঙ্গেলসের নামে |
সাম্যবাদের দৃপ্ত সংগ্রামে
বিশ্ব জুড়ে উড়ছে লাল নিশান ||
নির্যাতীত মানুষের প্রিয়জন
কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ ||

মার্কস এঙ্গেলসের নামে         শয়তানের বুক কাঁপে
শোষণের-পেষণের ঘাঁটি                ভাঙে জনতার চাপে ||

ক্রান্তির বিজয় নিশান হাতে        মার্কস এঙ্গেলসের নামে
বিপ্লবী জনতা মাতে                মার্কস এঙ্গেলসের নামে
নতুন সমাজ গড়ার শপথে
জাগে মেহনতি মজুর ও কৃষাণ ||
নির্যাতীত মানুষের প্রিয়জন
কার্ল মার্কস ফ্রেডারিখ্ এঙ্গেলস্ ||

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
আওয়াজ তোলো
কথা ও সুর : অরিন্দম বন্দ্যোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


আওয়াজ তোলো আওয়াজ তোলো
ঘরে ঘরে তোলো আওয়াজ |
যত গ্রাম থেকে শহর থেকে
একসাথে তোলো আওয়াজ ||

আর মানবো না         এই বন্ধন
আর জানবো না         কোনো ক্রন্দন
যতো লাঞ্ছনা বঞ্চনা জীবনের যন্ত্রণা
ভাঙবোই, ভাঙবোই আজ ||

কতো দিন চলে যায়
কতো রাত চলে যায়
কতো যুগ যুগ ধরে
.                সহি অবিচার |

চাই        সাম্যের অধিকার
.        মুক্তির অধিকার
.        মানুষের মতো বাঁচবার অধিকার ||

জানি সংগঠনে আছে শক্তি
জানি সংগ্রামে আছে মুক্তি ;
মেহনতি জনতার সংগ্রামে গড়বেই
.                    নতুন মানব সমাজ ||

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর