কবি গণসঙ্গীতকার অসীম ভট্টাচার্যর গান ও কবিতা
*
নিকষ কালো আঁধারে কূল কিনারা কোন দূরে
কথা ও সুর -- অসীম ভট্টাচার্য
স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধজয়ের গান” থেকে নেওয়া


নিকষ কালো আঁধারে কূল কিনারা কোন দূরে
চোখের জলের সাগরে ঝড়ের খেয়া বাই
বিপদ এলে মনে রেখো সাহস রাখা চাই |
দুলছে তরী উথাল ঢেউয়ে লক্ষ সাপের ফণা
চোখের জলে রক্তে ঘামে এ জল জেনো লোনা
হোক না মোদের ভাঙা তরী হোক না ছেঁড়া পাল
ভয়ের মুখে পা রেখে ভাই ধরছি কষে হাল
সবুজ সোনার সজীব দেশে পৌঁছে যাবো ভাইরে
.                                       পৌঁছে যাবো ভাই |
বিপদ এলে মনে রেখো সাহস রাখা চাই ||

এক রক্ত বইছে বুকে একই মোদের আশা
এক স্বপ্ন দুচোখ ভরা নিবিড় ভালোবাসা
পার হবো এই দুখের সাগর আঁধার ভেঙে ভেঙে
জয়ের হাসি হাসবো জানি সূর্য ছোঁয়ায় রেঙে
এক নৌকার যাত্রী মোরা নির্ভয়ে গান গাই রে
.                                        নির্ভয়ে গান গাই |

বিপদ এলে ------              -----          ----  ||


.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
এ আঁধার কাটবে দূর হবে জীবনের ভয়
কথা ও সুর -- অসীম ভট্টাচার্য
স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধজয়ের গান” থেকে নেওয়া


এ আঁধার কাটবে দূর হবে জীবনের ভয়
এ বাঁধন ভাঙবে সুনিশ্চয় ;

আশাহীন মানুষের ভাষাহীন কান্নায়
জেগে ওঠো যৌবন বাঁধভাঙা বন্যায়
জেগে ওঠো হিমালয় ভাঙো সুখ শয্যা
দৃপ্ত চেতনায় দূর করো লজ্জা |
বিভেদ না ঐক্য, আপোষ না সংগ্রাম
খুঁজে নিতে হবে পথ সন্ধান অবিরাম
সুকঠিন যাত্রা তবুও আনন্দ
খুঁজে পাবো একদিন জীবনের ছন্দ ;
শহীদের স্বপ্ন সূর্যের সাত রঙে লীন
আমরাই আনবো সুখের সে দিন |

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমরা শিল্পীসেনা মুক্তমনা, সূর্য ছুঁতে চাই
কথা ও সুর -- অসীম ভট্টাচার্য
স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধজয়ের গান” থেকে নেওয়া


আমরা শিল্পীসেনা মুক্তমনা, সূর্য ছুঁতে চাই
কুন্ঠা বিহীন কন্ঠে রণতুর্য বাজে তাই
লক্ষ হাজার বছর ধরে এ গান হাজার প্রাণে
ভয়ের মুখে পা রেখে তাই সাহস খুঁজে আনে

.             নিকষকালো আঁধার রাতে
.             ঝড় তুফান আর হতাশাতে

দিক ভোলানো কুয়াশাতে নির্ভয়ে গান গাই |
মোরা শিল্পী নিখাদসোনার সন্ধানে চঞ্চল
এই প্রাণের গানে নিদ্রা ভাঙে শহর গ্রামাঞ্চল
শিল্পী সেনার গানে সেখানে দ্বিধায় পাহাড় ভাঙে
চোখের জল আর রক্ত ঘামে যেথায় মাটি রাঙে

.             তাই প্রতি প্রাণ প্রতি ঘরে
.             সাম্যবাদের স্বপ্ন ভরে

আকাশ কাঁপাই কন্ঠস্বরে, মুক্ত দুনিয়া চাই |

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
সূর্য তুমিও লজ্জা পেয়ে মেঘেতে লুকালে মুখ
কথা ও সুর -- অসীম ভট্টাচার্য
স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধজয়ের গান” থেকে নেওয়া
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। রচনাকাল - অক্টোবর
১৯৮৫। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার সে দেশের বিদ্রোহী কবি বেঞেজামিন
মোলায়েজকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সারা পৃথিবীর
গণতন্ত্রপ্রিয় মানুষের অনুরোধ উপেক্ষা করে ১৯৮৫-র ১৮ই অক্টোবরে কবিকে ফাঁসি
দেওয়া হয়।

গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .  
https://soundcloud.com/user-76022857/surja-tumi    


সূর্য তুমিও লজ্জা পেয়ে মেঘেতে লুকালে মুখ
বনের পাখীরা গান ভুলে গেছে বিহ্বল নিশ্চুপ
বাতাস তুমিও গুম্ রে কেঁদেছো ঝরে পড়া ফুল দেখে
বিনিদ্র রাত জাগে আফ্রিকা দুনিয়াকে সাক্ষী রেখে---
.                                 বেঞ্জামিন বেঞ্জামিন |

বেঞ্জামিন ভাই আমার বেঞ্জামিন
মৃত্যুঞ্জয়ী শহীদ কবি বেঞ্জামিন
যারা কেড়ে নিল তোমার চোখের আলো
যারা কেড়ে নিল তোমার বুকের আশা
এদেশেও তারা অন্য পোষাক পরে
কেড়ে নিতে চায় আমার মুখের ভাষা
.                                              বেঞ্জামিন |

তোমার গানে জাগে শত কোটি মন
লাঞ্ছিত প্রাণে আশার ফুল ফোটাও
তাইতো ওদের কেঁপেছে সিংহাসন
বন্দী হয়েছে ওদের জীবনটাও |
সবুজ বনানী, রত্নগর্ভা আফ্রিকা
আমরা আঁকবো তোমার ললাটে জয়টিকা
আকাশ বাতাস সাগর পাহাড় প্রান্তরে
ভাই আমার বেঞ্জামিন গান করে |
শিশুর মুখের হাসিতে রয়েছো বেঞ্জামিন
ফুটন্ত ফুলে তুমি জাগ্রত বেঞ্জামিন
পাখির গানেতে তুমি মিশে আছো বেঞ্জামিন
আমার রক্তে তুমি জেগে আছো বেঞ্জামিন |
লাতিন আমেরিকা আফ্রোশিয়ায় ঝড় ওঠে
গণসংগ্রামে লুঠেরা দস্যু পিছু হঠে

দুনিয়া কাঁপানো শ্রেণীযুদ্ধের সেই ঝড়ে
বেঞ্জামিন ভাই আমার গান করে |

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
জাত দিয়ে ভাষা দিয়ে ধর্ম দিয়ে বর্ণ দিয়ে
কথা ও সুর -- অসীম ভট্টাচার্য
স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধজয়ের গান” থেকে নেওয়া


জাত দিয়ে ভাষা দিয়ে ধর্ম দিয়ে বর্ণ দিয়ে
যতই তুমি সোনার শিকল গড়ো
সে শিকলে বাঁধতে আমায় পারবে না
রাষ্ট্র দিয়ে প্রদেশ দিয়ে বন্দী থাকার আদেশ দিয়ে
আকাশ ছোঁয়া প্রাচীর যতই গড়ো
তার ভিতরে রাখতে আমায় পারবে না |

আকাশটাকে ঠাঁই দিয়েছি বুকে
বাতাস আমার পথ চলবার সাথী
সাগর আমায় হাতছানিতে ডাকে
শিকল ভাঙার আনন্দে তাই মাতি
পথ বলছে আয়রে আয় ডাকছে নদী আয়
বিশ্ব মায়ের আঁচল পাতা মুক্ত দুনিয়ায় |
না না বন্ধঘরের অন্ধকারে থাকবো না |

ফুলের গন্ধে আকাশ মাতোয়ারা
ভোরের আলোয় দশ দিকই তো রাঙে
আর জাত ধর্মের সোনার বেড়ি পায়ে
মানুষ কেন মহামিলন ভাঙে
মেঘ ডাকছে আয়রে আয়, ঝর্ণা বলে আয়
সবুজ প্রাণের বাঁধন হারা প্লাবন ছুটে আয়,
না না ক্ষুদ্রতার এই নিষেধ বাধা মানব না |

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
যখনই তোমার প্রতিবাদী মন গর্জে উঠতে চায়
কথা ও সুর -- অসীম ভট্টাচার্য
স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধজয়ের গান” থেকে নেওয়া।
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। রচনাকাল - মে ১৯৯৬।
বিবেকবান শিক্ষিত মানুষের কথাবার্তায় বোঝা যায় তাঁরা দেশের এই দুর্বিসহ অবস্থাকে
মেনে নিতে পারছেন না। কিন্তু প্রতিবাদে দু’পা এগোতে গেলেই বুঝতে পারেন এক অদৃশ্য
শিকলে পা দুটি বাঁধা। এই উপলব্ধি থেকে গানটির সৃষ্টি।

গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .  
https://soundcloud.com/user-76022857/jokhoni-tomar-protibadi-mon  


যখনই তোমার প্রতিবাদী মন গর্জে উঠতে চায়
এক পা এগিয়ে সম্বিৎ পাও, শৃঙ্খল দুটি পায়
যখনই তুমি রেগে ফুঁসে উঠে আঘাত হানতে চাও
মুষ্টিবদ্ধ হাত তুলে দেখো, শৃঙ্খলে বাধা তাও |
যখনই শিউরে উঠেছো দেখে ভিখারী শিশুর লাস
ধর্ম তোমায় শুনিয়েছে গান, এসব ভাগ্যের পরিহাস |
বিদেশী শকুন আকাশ ঘিরেছে, স্বদেশ অন্ধকার
মাভূমির ডাকে সাড়া দিয়ে দেখ, সামনে বন্ধ দ্বার |
শ্রমিক যখন মাথা ঠুকে মরে, কারখানা গেট বন্ধ
বিভ্রান্তির ধোঁয়াশা তখনই তোমাকে করেছে অন্ধ |
এই ভারতের মহামানবের সাগরতীরে হে ঋষি
অসহায় যত বলির ছাগল চরিতেছে দিবানিশি |
গোষ্ঠে গোষ্ঠে আত্মকলহ, অজাযুদ্ধের মেলা
এদেরই রক্তে নিত্য রাঙিছে ভারত সাগর বেলা |
সিংহ যখনই ঘার ভেঙে খায়, একটারে ধরে আসি
আরটা তখন দিব্যি মোটায়ে হতেছে খোদার খাসি
ইহাদের শিশু খুন হয়ে গেলে এরা সভা করে কাঁদে
অমৃতের বাণী শুনতে এদের লজ্জায় নাহি বাঁধে |
আষ্টে পৃষ্ঠে বাঁধছে তোমায় বিদেশী ঋণের ফাঁস
খাল কেটে ডেকে আনছে কুমীর, করতে দেশের সর্বনাশ
হুল্লোড় বিষে নেশাজর্জর আসহায় যৌবন
কত গৃহকোণে আঁধার ঘনায়, নীরবে অশ্রু বিসর্জন
এই তো সত্য, এই তো ঘটনা, এই তো তোমার দেশ
কিসের গর্ব, কিসের গরিমা, কিসের লজ্জা ক্লেশ,
একা সুখে তুমি বাঁচতে চেয়েছো, তবুও পাওনি সুখ
শত পরাজয়ে লজ্জিত হয়ে দুহাতে ঢেকেছো মুখ |
বন্ধু সুজন, ওগো সুধীজন, কান পেতে শোন তুমি
কাঁদছে তোমার ধর্ষিতা মাতা, দুখিনী জন্মভূমি
যে বাধা তোমায় এগোতে দেয় না পদে পদে পিছু টানে
ভাঙো সেই বাধা, ভাঙো সে শিকল নির্ভয় অভিযানে
সময় হয়েছে রক্ত আখরে লেখা হবে ইতিহাস
কান পেতে শোন চাপা গর্জনে, অন্ধ্রে বিহার দণ্ডক বনে
তোমার আমার বুকের গহনে
ঝড়ের পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস |

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেরে দেরে
কথা ও সুর - কবি অসীম ভট্টাচার্য
শিল্পী - গণেষ সেনাপতি
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮।  ইউনিট থিয়েটারের গান।  রচনাকাল - এপ্রিল
১৯৯৮। দেশের রাজনৈতিক অস্থিরতায় ঘন ঘন নির্বাচনী প্রহসনে, দাদা ঠাকুর শরৎ
পণ্ডিততের “ভোট দিয়ে যা, আয় ভোটার আয়” কবিতাটি অনুপ্রেরণা জুগিয়েছে এই গান
রচনায়।


গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .
https://soundcloud.com/user-76022857/dere-dere  

দেরে দেরে
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে
গাধার দল দেরে দেরে . . .
দেরে দেরে . . .
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .
দেরে দেরে, দেরে দেরে, দেরে দেরে, দেরে দেরে, দেরে দেরে
দেরে দেরে . . .
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

ভোটে জিতবো মন্ত্রী হবো, করবো আমি দেশ সেবা, হ্যাঁ!
ভোটে জিতবো মন্ত্রী হবো, করবো আমি দেশ সেবা, হায় রে!
সব যাবে জলে, মন্ত্রী না হলে,
সব যাবে জলে, মন্ত্রী না হলে,
আমারে বা চিনিবে কেবা
গাধার দল, দেরে দেরে . . .
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

হবে বাড়ী গাড়ী, জেড ক্যাটাগরি, ভি.আই.পি. হবো আমি
হবে বাড়ী গাড়ী, জেড ক্যাটাগরি, ভি.আই.পি. হবো আমি
কাঁঠালী কলা হবো সর্ব ঘটেতে,
কাঁঠালী কলা হবো সর্ব ঘটেতে,
পাবো কত না সেলামী
গাধার দল, দেরে দেরে . . .
দেরে দেরে
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

খরা ও বন্যায়, ঝড়ে ও ঝঞ্ঝায়, যদি কোথাও কিছু ঘটে, হে ভগবান!
খরা ও বন্যায়, ঝড়ে ও ঝঞ্ঝায়, যদি কোথাও কিছু ঘটে,
হেলিকপটারে আকাশে উড়ে উড়ে
হেলিকপটারে আকাশে উড়ে উড়ে
দেখে দু’চোখ জলে ঢাকে    
গাধার দল, দেরে দেরে . . .
দেরে দেরে
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

কত না অধিকার, রয়েছে জনতার, বলছি এক এক করে
শুনুন বন্ধুগণ! মন দিয়ে শুনুন ----
কত না অধিকার, রয়েছে জনতার, বলছি এক এক করে
বাঁচার অধিকার, চাকরির অধিকার,
স্বাস্থের অধিকার, শিক্ষার অধিকার,
সবই লেখে জোখা আছে . . .
শুধু, ভোটেরই অধিকার, আসল অধিকার
ভোটেরই অধিকার, আসল অধিকার
ভোটের কথায় প্রাণ নাচে,
গাধার দল দেরে দেরে . . .
দেরে দেরে
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

গড়বো এবার স্থায়ী সরকার, স্থায়ী প্রতিশ্রুতি দেবো
শক্তিশালী দেশ গড়তে হবে তো!---
গড়বো এবার স্থায়ী সরকার, স্থায়ী প্রতিশ্রুতি দেবো
স্থায়ি গরীবী, স্থায়ি বেকারী
স্থায়ি গরীবী, স্থায়ি বেকারী
স্থায়ি শোষণ চালাবো,
গাধার দল দেরে দেরে . . .
দেরে দেরে . . .
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

প্রণাম ভোট দেবী, তদীয় সংসদ
প্রণাম এম.পি. এম.এল.এ.
মা মাগো, এবার ভোটে জিতিয়ে দে মা---
প্রণাম ভোট দেবী, তদীয় সংসদ
প্রণাম এম.পি. এম.এল.এ.
প্রণাম জনগণে, ভোটের পূর্বে
প্রণাম জনগণে, ভোটের পূর্বে
. . . . . .
লাথি মারি ভোট চুকে গেলে
গাধার দল দেরে দেরে . . .
দেরে দেরে . . .
ভোটে জিতিয়ে দে না আমাকে
ওরে গাধার দল, দেরে দেরে . . .

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
স্বপ্ন দেখি
কথা ও সুর - কবি অসীম ভট্টাচার্য
শিশুশিল্পী - তিথি দত্ত, তমা দত্ত, করুণা সাহা এবং আরও তিন শিশু শিল্পী।
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। রচনাকাল - মে ১৯৯৮।
শিক্ষার নিষ্করুণ শৈশব হারিয়ে যায় অকালে। এই অমানবিকতার প্রতিবাদে এই গান।

গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .
https://soundcloud.com/user-76022857/swapno-dekhi  

স্বপ্ন দেখি আহা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক নতুন দিন

আলোছায়া লুটোপুটি গাছের তলায়
বাবুই পাখীর দল মত্ত খেলায়
সেইখানে আমাদের পাঠশালা চলছে
মার নেই বকা নেই তাক্ ধিনাধিন্
স্বপ্ন দেখি আহা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক নতুন দিন

ব্যকরণ মোহিনী নট্ খট্ স্বপ্ন আমার
সাগা নিপা ধামা পামা লেখা আছে সেখানে
অঙ্ক বইটা আর কল্যাণী রত্ন আমার
সমাধান হয়ে যায় পাখীর গানে
সমাধান হয়ে যায় পাখীর গানে
ইতিহাস কথা বলে কানে কানে
বিজ্ঞান পড়া হয় গানে গানে
সত্যি হবে কবে সত্যি হবে বলো
আমাদের দুচোখের স্বপ্ন রঙীন
স্বপ্ন দেখি আহা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক নতুন দিন

লুকিয়ে লুকিয়ে কাঁদে আমাদের মনটা
শিক্ষক রক্ষক কেউ ভালবাসেনা
খাঁচার পাখীর মত হায় রে জীবনটা
নদী তারা ফুল ডাকে তাই আর হাসে না
বলে দাও কে আনবে সুখের সে দিন
যে স্বপ্ন আমরা দেখি প্রতি দিন
পৃথিবীটা আমাদের পাল্টে দিতেই হবে
আয়রে আয়রে রাম আয়রে রহীম
স্বপ্ন দেখি আহা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক নতুন দিন

স্বপ্ন দেখি আহা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক নতুন দিন
আলোছায়া লুটোপুটি গাছের তলায়
বাবুই পাখীর দল মত্ত খেলায়
সেইখানে আমাদের পাঠশালা চলছে
মার নেই বকা নেই তাক্ ধিনাধিন্
স্বপ্ন দেখি আহা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি এক নতুন দিন

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
যাচ্ছো কোথায় লাল সেনানী
ভাবানুবাদ - কবি অসীম ভট্টাচার্য
সুর - পেরুর “সাইনিং পাথ” দলের সাংস্কৃতিক শাখা
শিল্পী - সমবেত কণ্ঠে গণেশ সেনাপতি, সুদেষ্ণা দাসাধিকারী, পার্থপ্রতীম সার, অসীম
ভট্টাচার্য
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। রচনাকাল - মে ১৯৯৭।
পেরুর “সাইনিং পাথ” দলের সাংস্কৃতিক শাখার গান। মূল সুর অক্ষুন্ন রেখে বাংলায়
ভাবানুবাদ।

গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .
https://soundcloud.com/user-76022857/jachchho-kothae  

যাচ্ছো কোথায় লাল সেনানী
পায়ে পায়ে উড়িয়ে ধূলো আসমানে
যুদ্ধের খবর কিছু যাও শুনিয়ে
চলছে মুক্তিযুদ্ধ কোনখানে?
চলেছো কি শেষ লড়াইয়ের সন্ধানে?

বল বল শত্রু নিধন চলছে কেমন
আশাকরি উড়ছে ঊর্ধে লাল নিশান
বসে আছি মুক্ত পেরু দেখবো বলে
কমরেড গনজালু কে লাল সেলাম

বুকের রক্ত দিয়ে চষছে জমি
সেই গরীব চাষীর খবর কি?
তাদের শক্ত হাতে শূন্য গোলায়
এবার ধান জমতে পারবে কি?
তাদের শূন্য হৃদয় ভরবে কি?

ও ভাই লাল সেনারা যাচ্ছো কোথায়?
ছুটে ছুটে হয়তো মুক্ত অঞ্চলে
এই জেলখানাতে বন্দী আমি
আমায় খবর কিছু যাও বলে
নতুন খবর কিছু যাও বলে

হৈ হৈ ঝড় উঠেছে উথাল পাথাল
জানি জানি স্বর্গ ভেঙে পড়বে গো
ওই ভুতের কদর বজ্রবাণে          ওই ধূতের পাঁজর বজ্র হানে
লাল/তার আলোয় ভূবন ভরবে গো

লাখো লাখো লাল সেলাম মাও সে তুং
লাখো লাখো লাল সেলাম লাল গনজালু
লাখো লাখো লাল সেলাম লাল বিশিডি
যারা এই দেশের ঘুম ভাঙ্গালো
যারা স্বপ্ন আমার রাঙালো

ছুটে ছুটে যাচ্ছো কোথায় গেরিলা দল
থর থর কাঁপছে বোঠিং জেলখানা
জেগে আছি মুক্ত পেরু দেখবো বলে
হাতে পায়ে ডাণ্ডা-বেড়ীর ঝঞ্ঝনা
তবু মুক্ত হওয়ার দিন গোণা
শুধু মুক্ত পেরুর দিন গোণা

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
চলা শুধু চলা
কথা ও সুর - কবি অসীম ভট্টাচার্য
শিল্পী - সুদেষ্ণা দাসাধিকারী
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। রচনাকাল - মার্চ ১৯৯৫।
কখনও মনে হয়েছে প্রগতি শিবিরের মানুষ জন থমকে গেছেন, চলমান সংগ্রামের প্রতি
বিশ্বাস হারিয়েছেন---এই ভাবনা থেকেই রচিত হয়েছে এই গানটি।

গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .
https://soundcloud.com/user-76022857/chola-shudhu-chola   

চলা শুধু চলা
নদীর মত চলা
কথা এঁকে বেঁকে
পিছু টান ফেলে রেখে
স্মৃতির সোহাগ মেখে
সুদূর মোহনায়

বলা শুধু বলা        
সাহস করে বলা
মিছিলে মিছিলে ছুটে
সশব্দে জ্বলে উঠে
স্লোগানে মিলিয়ে গলা
আলোড়িত গহনায়

শোনা শুধু শোনা
শোষিতের যন্ত্রণা
প্রাসাদের বুনিয়াদে
কো গো কোণে গুমরে কাঁদে
সেই কান্নাকে বুকে বেঁধে
ভাসি ভরা মোহনায়

লেখা শুধু লেখা
বুকের রক্তে লেখা
কলে মাঠে রাজপথে
হৃদয়ের সৈকতে
মূক জনতার কথা
মুখরিত গহনায়

চলা শুধু চলা
নদীর মত চলা
কোথাও এঁকে বেঁকে
পিছু টান ফেলে রেখে
স্মৃতির সোহাগ মেখে
সুদূর মোহনায়

সমস্ত দেশ জুড়ে
ও ভাই সমস্ত দেশ জুড়ে
আড়োয়াল ভোজপুরে
ভালো করে আছে চেনা
কারা রণবীর সেনা
ছলে বলে কৌশলে
মৃত্যুর খেলা চলে

সব কালে সব দেশে
নানান ছদ্মবেশে
শ্বেত সন্ত্রাস নামে
লড়াই কি তবু থামে
এসো প্রতিবোধে জ্বলে উঠে
জীর্ণ কপাট টুটে

প্লাবনের বেগে ধেয়ে
জীবনের গান গেয়ে
বহু পথ ঘুরে ঘুরে
শ্রেণী চেতনার সুরে

সব নদী বয়ে যায়
মুক্তির মোহনায়
সব নদী বয়ে যায়
শান্তির মোহনায়
সব নদী বয়ে যায়
আলো ভরা দুনিয়ায়

.            ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর