কবি গণসঙ্গীতকার অসীম ভট্টাচার্যর গান ও কবিতা
*
রাজা আসে যায়
কথা - কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
সুর - কবি অসীম ভট্টাচার্য
শিল্পী - সৌমিত্রা ভট্টাচার্য
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। কবি বীরেন্দ্র
চট্টোপাধ্যায়ের কবিতায় সুরারোপ করা হয় - ফেব্রুয়ারী ১৯৯৪। শুধু সরকার বদল হলেই
শোষণের অবসান হয় না।

গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .
https://soundcloud.com/user-76022857/raja-ashey-jae  



রাজা আসে যায়          রাজা বদলায়
নীল জামা গায়            লাল জামা গায়
এই রাজা আসে           ওই রাজা যায়
জামা কাপড়ের            রং বদলায়....
.                        দিন বদলায় না!
গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সে-ই যে ন্যাংটো ছেলেটা
কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে |
পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে!


রাজা আসে যায় আসে আর যায়
শুধু পোষাকের             রং বদলায়
শুধু মুখোশের              ঢং বদলায়
.                        পাগলা মেহের আলি
.                        দুই হাতে দিয়ে তালি
এই রাস্তায়, ওই রাস্তায়
.                        এই নাচে ওই গান গায় :
"সব ঝুট হায়! সব ঝুট হায়! সব ঝুট হায়! সব ঝুট হায়!"


জননী জন্মভূমি!
সব দেখে                   সব শুনেও অন্ধ তুমি!
সব জেনে                   সব বুঝেও বধির তুমি!
.                        তোমার ন্যাংটো ছেলেটা
.                                  কবে যে হয়েছে মেহের আলি,
.                        কুকুরের ভাত কেড়ে খায়
.                                  দেয় কুকুরকে হাততালি...
.                             তুমি বদলাও না ;
.                             সে-ও বদলায় না!


শুধু পোষাকের             রং বদলায়
শুধু পোষাকের             ঢং বদলায়...

.                ******************               

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পাতায় যেতে . . .
https://www.milansagar.com/kobi/kobi-birendrachattopadhyay.html      

.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজ আর বিমূঢ় আস্ফালন নয়
কথা - কবি সুকান্ত ভট্টাচার্য
সুর - কবি অসীম ভট্টাচার্য
শিল্পী - সমবেত কণ্ঠে গণেশ সেনাপতি, সুদেষ্ণা দাসাধিকারী, পার্থপ্রতীম সার, অসীম
.          ভট্টাচার্য
“চলা শুধু চলা” ক্যাসেটের গান, ১৯৯৮। ইউনিট থিয়েটারের গান। কবি সুকান্ত ভট্টাচার্যর
“ছাড়পত্র” (১৯৪৮) কাব্যগ্রন্থের “বোধন” কবিতার অংশবিশেষে সুরারোপ করা হয় -
ডিসেম্বর ১৯৯৫।


গানটি সাউণ্ডক্লাউডে শুনতে এখানে ক্লিক করুন . . .
https://soundcloud.com/user-76022857/aj-ar-bimur-asfalon-noy


আজ আর বিমূঢ় আস্ফালন নয়,
দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড় ;
আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি |
দু হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা,
প্রার্থনা করো :

হে জীবন , হে যুগ-সন্ধিকালের চেতনা----
আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি,
প্রাণে আর মনে দাও শীতের শেষের
.                           তুষার-গলানো উত্তাপ |
টুকরো টুকরো ক’রে ছেঁড়ো তোমার
অন্যায় আর ভীরতার কলঙ্কিত কাহিনী |
শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে
একত্রিত হোক আমাদের সংহতি |



পুরো কবিতাটি পড়তে কবি সুকান্ত ভট্টাচার্যর পাতায় . . .
https://www.milansagar.com/kobi/sukanta/kobi-sukanta.html     

.                ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর