বত্সরের নূতন দিনে কথা - কবি বেলা গুহ সুর ও স্বরলিপি - মোহিনী সেনগুপ্তা অক্ষয়কুমার নন্দী ও সুরবালা দত্ত সম্পাদিত “মাতৃ-মন্দির” পত্রিকার বৈশাখ ১৩৩১ (মে ১৯২৪) সংখ্যা থেকে নেওয়া।
॥ যোগীয়া, ঢিমে-তেতালা॥
বত্সরের এই নূতন দিনে . গানটী তোর আজ ধর্-না রে ; নূতন আলোয় প্রাণখানি তোর . ভর্-না রে আজ ভর্-না রে! পুরাণো যা রইল পাছে, হৃদয়-পাতে আঁকাই আছে— অতীতকে তুই নূতন মাঝে . সফল আজি কর্-না রে ! বত্সরের এই নূতন দিনে . গানটী তোর আজ ধর্-না রে !! নূতনকে আজ কর্-না বরণ, নূতন পথে চলুক চরণ— নূতন আলোয় চোখ মেলে তুই . নূতনকে আজ বর্-না রে ! বত্সরের এই নূতন দিনে . গানটী তোর আজ ধর্ না রে !! প্রাণ-সাগরে চল্ ছে সবাই . নূতন পথের যাত্রী রে,-- অতীত যে ভাই সকল জ্ঞানের, . সকল সুখের ধাত্রী রে ! . খেল্ ছে হাওয়া উঠ্ ছে যে ঢেউ, . লুকিয়ে আজি থাকিস্-না কেউ ; অনন্ত এই প্রাণ-সাগরে . ঝাঁপ্ দিয়ে আজ পড়-না রে ! নূতন মাঝে প্রাণ লয়ে তুই . গানটী তোর আজ ধর্ না রে !!