কবি বেনোয়ারীলাল গোস্বামী - বানানভেদে বনোয়ারীলাল গোস্বামী। জন্মগ্রহণ করেন নদীয়ায়।
পিতার নাম পণ্ডিত জয়গোপাল গোস্বামী।
কবি কর্মজীবনে ছিলেন শিক্ষক। বার্মা (ব্রহ্মদেশ), বিহারের ধানবাদ ও পরে রংপুরের গাইবান্ধায় শিক্ষকতা
করেন।
তিনি বঙ্গদর্শন, প্রবাসী, ভারতবর্ষ, মানসী, মর্মবাণী প্রভৃতি পত্র-পত্রিকায় লিখেছেন নিয়মিত। ব্যাঙ্গ-কবি
হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে "বেণুবন", "পোলাও", "খিচুড়ী" প্রভৃতি।
তাঁর ভাই মোহনলাল গোস্বামী বৈষ্ণব ধর্ম প্রচারে কীর্তন গান, ভাগবত পাঠ ও কথকতায় প্রসিদ্ধী লাভ
করেছিলেন। কবি তরলিকা দেবী কবি বেনোয়ারীলাল গোস্বামীর কন্যা।
আমরা মিলনসাগরে কবি বেনোয়ারীলাল গোস্বামীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স -- সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড,
. পঞ্চম সংস্করণ, ২০১০।
কবি বেনোয়ারীলাল গোস্বামীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - .৯.২০১৬
এই পাতার, "পোলাও" কবিতার ৪টি উচ্ছাস সহ পরিবর্ধিত সংস্করণ - ২৮.৯.২০১৮
...