শোন ওরে ও শহরবাসী কথা ও সুর – বিনয় রায় সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |
শোন ওরে ও শহরবাসী, শোন ক্ষুধিতের হাহাকার দেশবাশী না এগিয়ে এলে দেশ বাঁচানো বিষম ভার | ক্ষুধার জ্বালায় পাগল হ’য়ে, মা বেচে দেয় ছেলে মেয়ে শেষ সম্বল ইজ্জৎ বেচেও জোটে না ক্ষুধার আহার | হাজার হাজার লক্ষ কোটী, মরণ পথে চলছে ছুটি ভেদাভেদ আজ দূর করে নাও, দেশ বাঁচানোর সকল ভার | অন্ন, বস্ত্র, অর্থ দাও, ক্ষুধিতের সেবার ভার নাও জনরক্ষা, আত্মরক্ষা, সাহায্য চায় সবাকার | . *************************
. লজ্জার কথা থুইব রে কোথায় ? . তাদের বাঁচাইতে নারিলাম হায় . তাদের ছাইরা দিতে বাধ্য করতে . নারলাম দেশের অবুঝ সরকারে রে ||
. শোন্ রে দেশের কৃষক-সন্তান . শোন্ রে দেশের দেশপ্রেমী সন্তান . শোন্ রে দেশের বীরের মায়ের প্রাণ . অক্ষমতার দেরে প্রতিদান | . ফিরাইয়া দে তাদের দেশের কাজে হাজারে-হাজারে ||
চার কায়ূরের বদলে আজ ভাই ( মোদের ) হাজার হাজার কায়ূর চাই ফিরিয়া পাবোরে মোদের কায়ূর শহীদদেরে || . *************************
যেথা উজলা চাঁদের হাটে লক্ষ তারার ছিল মেলা, সেথা ঘোর অন্ধকারে দুর্গম হ’ল পথ চলা | সেথা স্বার্থে স্বার্থে চলে বিষাক্ত সর্পের খেলা | ধনি বণিকের ক্রুরমতি পদে পদে জানায় তারা নতি ( ক্রুর মনে বক্রভীরু গতি ) . বিদেশীর খুনে রাঙা চরণে |
বজ্রসম এ আঁধারে চমক লাগায় মনে . ভরসা জাগায় জনতা, কোটি কোটি কাঁধে কাঁধে কদম বাড়ায়. . ঐ স্বাধীন পরাণ জনতা | নরকের সর্বগ্রাসী দ্বার হতে বিজয় মনোরথে স্বরগের পথে যাত্রা শুরু দীন হীন জনতার, . জাল ছিন্ন আজি বাংলার | বঙ্গ আজি নবরূপ রস ফুল ফলে জাগেরে | . *************************
অহল্যা মায়ের গান কথা ও সুর – বিনয় রায় সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |
আর কতকাল বল, কতকাল সইব এ মৃত্যু অপমান | . প্রাণ আর মানে না || . শহরে বন্দরে চাষীর কুটীরে . নরখাদক দলের অভিযান | . প্রাণ আর মানে না || কমলাপুর শহীদ ডাকে, আয়রে আয় আয়রে, ডোহাঁজোড়ার সহীদ সুরেন . তাদের পানে চায়রে চায়রে . চন্দন পিঁড়ির সরোজিনী অহল্যার মা--- . তাদের খুনের অর্পণ হল না সুন্দরবনের জঙ্গল কেটে ফলাল সে সোনা তার মা বোনের রক্তে হল সোনার মাটি লোনা, রক্তের ধার বেঁধে মোদের প্রতি গ্রাসে গ্রাসে . কবে বল কবে শুধব তা . প্রাণ আর মানে না || শুনি নাকি স্বরাজ এখন, এই কি তার নমুনা মা-বোনের ইজ্জত লোটে কোন স্বরাজের সেনা চরখা নয় খদ্দর নয় আর --- নয় অহিংসার বুলি বুকে বেঁধে গরম সীসার গুলি---- এ আর সহে না | অহল্যা মা, তোমার সন্তান জন্ম নিল না ঘরে ঘরে সেই সন্তানের প্রসব যন্ত্রণা শত কংস ধ্বংস করে, যে শিশু জন্মিবে মাঠে মাঠে তারই জল্পনা | এ আর স’ব না || . *************************