কবি বিনয় রায়ের গণসঙ্গীত
*
শোন ওরে ও শহরবাসী                       
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


শোন ওরে ও শহরবাসী, শোন ক্ষুধিতের হাহাকার
দেশবাশী না এগিয়ে এলে দেশ বাঁচানো বিষম ভার |
ক্ষুধার জ্বালায় পাগল হ’য়ে, মা বেচে দেয় ছেলে মেয়ে
শেষ সম্বল ইজ্জৎ বেচেও জোটে না ক্ষুধার আহার |
হাজার হাজার লক্ষ কোটী, মরণ পথে চলছে ছুটি
ভেদাভেদ আজ দূর করে নাও, দেশ বাঁচানোর সকল ভার |
অন্ন, বস্ত্র, অর্থ দাও, ক্ষুধিতের সেবার ভার নাও
জনরক্ষা, আত্মরক্ষা, সাহায্য চায় সবাকার |

.       
     *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
ফিরাইয়া দে, দে, দে মোদের কায়ূর বন্ধুদেরে
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


ফিরাইয়া দে, দে, দে মোদের কায়ূর বন্ধুদেরে |
মালাবারের কৃষক সন্তান, ( তারা ) কৃষকসভার ছিল প্রাণ
অমর হইয়া রহিবে তারা দেশের দশের অন্তরে ||

কৃষক মায়ের রাখতে ইজ্জত মান, ( তারা ) ফাঁসী কাষ্ঠে দিল প্রাণ
ফিরিয়া পাবোনারে মোদের কায়ূর বন্ধুদেরে ||

.        লজ্জার কথা থুইব রে কোথায় ?
.        তাদের বাঁচাইতে নারিলাম হায়
.        তাদের ছাইরা দিতে বাধ্য করতে
.                নারলাম দেশের অবুঝ সরকারে রে ||

.        শোন্ রে দেশের কৃষক-সন্তান
.        শোন্ রে দেশের দেশপ্রেমী সন্তান
.        শোন্ রে দেশের বীরের মায়ের প্রাণ
.                অক্ষমতার দেরে প্রতিদান |
.        ফিরাইয়া দে তাদের দেশের কাজে হাজারে-হাজারে ||

চার কায়ূরের বদলে আজ ভাই
( মোদের ) হাজার হাজার কায়ূর চাই
ফিরিয়া পাবোরে মোদের কায়ূর শহীদদেরে ||

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
নবজীবন তরঙ্গাঘাতে হ’ল বঙ্গভূমি সিঞ্চিত
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


নবজীবন তরঙ্গাঘাতে হ’ল বঙ্গভূমি সিঞ্চিত
চাহিল জনমন কলি আঁখি মেলিয়া প্রাতে |
হের বিশ্বকবি রবি জাগি নবদৃপ্ত তেজে ছাইল
ভাসিল বঙ্গভূমি দেশপ্রেমের বন্যাতে |
শুরু হ’ল জাতীয় জাগরণ মুক্তির রণদারুণ
সেথা পুরোভাগে বঙ্গ জাগে ভারতে |

যেথা উজলা চাঁদের হাটে লক্ষ তারার ছিল মেলা,
সেথা ঘোর অন্ধকারে দুর্গম হ’ল পথ চলা |
সেথা স্বার্থে স্বার্থে চলে বিষাক্ত সর্পের খেলা |
ধনি বণিকের ক্রুরমতি পদে পদে জানায় তারা নতি
( ক্রুর মনে বক্রভীরু গতি )
.             বিদেশীর খুনে রাঙা চরণে |

বজ্রসম এ আঁধারে চমক লাগায় মনে
.        ভরসা জাগায় জনতা,
কোটি কোটি কাঁধে কাঁধে কদম বাড়ায়.
.        ঐ স্বাধীন পরাণ জনতা |
নরকের সর্বগ্রাসী দ্বার হতে বিজয় মনোরথে
স্বরগের পথে যাত্রা শুরু দীন হীন জনতার,
.        জাল ছিন্ন আজি বাংলার |
বঙ্গ আজি নবরূপ রস ফুল ফলে জাগেরে |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
অহল্যা মায়ের গান
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


আর কতকাল বল, কতকাল সইব এ মৃত্যু অপমান |
.        প্রাণ আর মানে না ||
.        শহরে বন্দরে চাষীর কুটীরে
.        নরখাদক দলের অভিযান |
.        প্রাণ আর মানে না ||
কমলাপুর শহীদ ডাকে, আয়রে আয় আয়রে,
ডোহাঁজোড়ার সহীদ সুরেন
.        তাদের পানে চায়রে চায়রে
.        চন্দন পিঁড়ির সরোজিনী অহল্যার মা---
.        তাদের খুনের অর্পণ হল না
সুন্দরবনের জঙ্গল কেটে ফলাল সে সোনা
তার মা বোনের রক্তে হল সোনার মাটি লোনা,
রক্তের ধার বেঁধে মোদের প্রতি গ্রাসে গ্রাসে
.        কবে বল কবে শুধব তা
.        প্রাণ আর মানে না ||
শুনি নাকি স্বরাজ এখন, এই কি তার নমুনা
মা-বোনের ইজ্জত লোটে কোন স্বরাজের সেনা
চরখা নয় খদ্দর নয় আর --- নয় অহিংসার বুলি
বুকে বেঁধে গরম সীসার গুলি---- এ আর সহে না |
অহল্যা মা, তোমার সন্তান জন্ম নিল না
ঘরে ঘরে সেই সন্তানের প্রসব যন্ত্রণা
শত কংস ধ্বংস করে, যে শিশু জন্মিবে
মাঠে মাঠে তারই জল্পনা |
এ আর স’ব না ||

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
সপ্তকোটি জনরঙ্গভূমি
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


.        সপ্তকোটি জনরঙ্গভূমি
.        বঙ্গদেশ বীর প্রসবিনী
হতমানা শৃঙ্খলিতা দলিতা, শতাব্দীর সঞ্চিত ভীরু জড়তা,
দীনতা ত্যাজি নবযৌবন ভরে জাগো জাগোরে |

.        চাঁদ কেদার রায় সন্তান
.        ইস্ লাম তিলক ইশা খান
.        প্রতাপাদিত্য সেন বল্লাল
.        রাণী ভবানী কন্যা দুলাল |
বার ভঁইয়া বীর গাঁথা স্মরিয়া জাগো জাগোরে |

.        কোথা সুখ সমৃদ্ধি আজ
.        স্বাধীন রাজ নবাব সিরাজ
.        পলাশীর আম্রকুঞ্জ হল কাল
.        সফল হল দেশবৈরী কৃতজাল
রাখিল বীর মীর মদন --- মোহনলাল সম্মান |
.        শুরু হল দেশ জোড়া
.        রাজ্য ভাঙাগড়া --- ঘোর অন্ধকার
.        পশে সস্তা পণ্য সাথে
.        গোরা সৈন্য সাথে--- বণিকের কারবার ( পশিল )

গেল মস্ লিনের ব্যাওগার, সেথা আসে “ল্যাঙ্কাশায়ার”
নীলকর সাহেবের কুঠি কৃষকের হ’ল কারাগার |
.        গোলামীর সর্বগ্রাসী জঠরে
.        বণিকী অত্যাচারে লাজে ভয়ে ডরে
.        দেশের দশে ডোবে ঘোর হতাশায়
.        তথাপি আশার আলো ঝলকায়
বঙ্গ আজি মোহনিদ্রা ত্যাজি জাগে পুনরায় |

জরাজীর্ণ সমাজে ব্রাহ্মরূপ দিল রাজা রামমোহন,
দীনবন্ধু রচিল নীলকুঠি স্মরি নাটক নীল-দর্পণ |
হাজী মহম্মদ মহসীন, এলো বিদ্যাসাগর ও নবীন
বঙ্কিম বঙ্গজনে বন্দেমাতরম্ করিল অর্পণ |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
হোই হোই হোই, জাপান ঐ
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


হোই হোই হোই, জাপান ঐ
আইসে বুঝি, হামার টারীত্
বাইব়্যাও গাঁয়ের গেরিল্লা জুয়ান |

আইস রহিম আয় রহমান
আইস যোগেন আয়রে পরান
গাঁওয়ের যতেক হিন্দু মুসলমান |

.        দা কুড়্যাল আর ছোরা লাঠি
.        বর্শা কোঁচ তীর ধনুক বঁটি
.        শক্ত হাতে ধর হাতিয়ার |

.        শোনো লক্ষ্মী শোন্ ফতিমা
.        শোনো চাচী শোনো বউমা
.        শোনো গাঁওয়ের বেটী ছাওয়ার ঘর |

আইসের বুটি ধাব়্যাও খালি
তৈয়ার রাখো ধূলা বালি
বজ্জাত গুল্যা ঘরে না সোঁদায় |

.        চুপ্ চুপ্ চুপ্ হুশিয়ার খুব
.        ঝোপে ঝাড়ে আগ্যাও ধীরে
.        বজ্জাত গুলা য্যান্  না হদিস পায় |

কুড়্যাল ছুরি চালাও বঁটি
তীর ধনুক কোঁচ চালাও লাঠি
হোই হুশিয়ার একটাও না পালায় |

.        ইনকিলাব জিন্দাবাদ
.        হোলো দশ্ দুষমণ বরবাদ
.        হাতেত্ দশটা বন্দুক কাঁয় |

আইসা ক্যানে শতেক জাপান
শোয়াবো পাট খ্যাতের নাকান
ভীত্ না খাই মুই দেখি বোম কামান |

আইসুক না কোন ব্যাপের ব্যাটা
কোরব এমনি কচু কাটা
স্বাধীন হইমু হামরা সোগ্ কিষাণ |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
ক্ষুধিতের সেবার ভার
কথা ও সুর – বিনয় রায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


ক্ষুধিতের সেবার ভার
.          লও লও কাঁধে তুলে |
কোটি শিশু নরনারী
মরে অসহায় অনাহারে,
মহাশ্মশানে জাগো মহামানব
.        আগুয়ান হও ভেদ ভুলে |

মানুষের মাঝে মরে ভগবান
পিশাচ দুয়ারে হাসে খল খল
দীনতা হীনতা ভীরুতারে কর দূর
.        আশার আলো ধর তুলে |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর