কবি ব্রজলাল অধিকারীর গণসঙ্গীত
*
ইনক্লাব জিন্দাবাদ বলে
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


ইনক্লাব জিন্দাবাদ বলে
.                উড়াও রে ভাই লাল নিশান |
পুব আকাশে ভোরের আলো
.                কেটে গেছে ঝড় তুফান |

নোঙ্গর খোল ছাড় তরী
লেনিন তোমার পথ দিশারী
শক্ত হাতে টানে বৈঠা
.                মরা গাঙ্গে ডেকেছে বান |

দুঃখের নদী দিতে পাড়ি
বাইতে তোমার হবেই তরী
পাল যদি তার যায় ছিঁড়ে ভাই
.                গুণ টান ভাই শ্রমিক কৃষাণ |

তোরাই যে ভাই দেশের রাজা
তোদের শ্রমেই শোষক তাজা
তোদের খেয়ে তোদের পরেই
.                ওরা তোদের মলছে রে কান ||

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
লালকে কেন ভয় ওরে ভাই
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


লালকে কেন ভয় ওরে ভাই
.                লালকে কেন ভয় ?
লাল যে মায়ের সিঁথির সিঁদুর
.                ভোরের সূর্যোদয় ||

আঁধার যখন হয় অবসান
পাখিরা গায় ঘুমভাঙা গান
সেই গানেতে জাগে চাষী
.                শ্রমিক সমুদয় ||

সবুজ মাঠে মধুর হাসি
লাঙ্গল কাঁধে যায় রে চাষী
লাল গোলাপের সুগন্ধে ভাই
.                ভরে যে মলয় ||

লাল সূতায় কি গাঁথলে মালা
দেয় না গলায় চিকন কালা ?
লাল জবা আর লাল পলাশে
.                মাতৃপূজা হয় ||

যতই আসুক ঝড় আর তুফান
রাখব ধরে এই লাল নিশান
যায় যদি যায় তুচ্ছ এই প্রাণ ---
.                ব্রজলালে কয় ||

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
চলার রাস্তা খাওয়ার জল
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


চলার রাস্তা খাওয়ার জল
গাঁয়ের মানুষ পেল বল
স্কুলের টিফিন চিকিত্সালয় কুটিরশিল্প আর
ত্রিশ বছরে পাইনি যাহা দিল বাম সরকার ||

বুড়া মানুষ পাইলে ভাতা
পঙ্গুও হয় কর্মরতা
অন্ধ আতুর অনাথ জনের
.                পথ হইল বাঁচার ||

ভূমিহীনের বাসস্থান
জুমিয়া পুনর্বাসন
পাঁচ বছরের কর্মসূচী
.                দেখি চমত্কার ||
     
গ্রামীণ ব্যাঙ্কের ঋণ দানিয়া
দুগ্ধ সমবায় বানাইয়া
বয়স্কদের শিক্ষার তরে
.                খুলে দিলেন দ্বার ||

জলাশয় বিল করে পাশ
বাড়াইল মাছের চাষ
পাঁচ বছরে আর কত ভাই
.                হবে উপকার ||

ব্রজলাল কয় --- মানুষ ভাই
গুণ গাহিতে সাধ্য নাই
এক মুখেতে শত গুণ
.                গেয়ে ওঠা ভার ||

এত পেলাম যাহার ঠাঁই
তাই কাহার গুণ গাই
ইনক্লাব জিন্দাবাদ বলে
.                জানাই নমস্কার ||

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
আমার লাল জবার এই মালাখানি
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


আমার লাল জবার এই মালাখানি
.                দেব নাকি তোমার গলে |
রক্ত চন্দন অঞ্জলি মোর
.                গ্রহণ কর চরণতলে |

স্বাধীন ভারত হল শুনি
.                মিলে না তাই অন্নপানি
( তোমার ) গরিবী হঠাও অভয়বাণী
.                এসমা নাসা মিসার চালে |

টাটা বাটা আমেরিকার
রীতি নীতি কি ভারতে চলে ?
( তোমার ) জোড়া বলদ করলে খোঁড়া
.                গাই বাছুর কই বেচিলে ?

করিব না তোমার পূজা
.                দিলে দিও আবার সাজা
ধরেছি এই লালের ধ্বজা
.                বলে পাগলা ব্রজলালে ||

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
তারা আপন ধনে নয়রে ধনী
কথা ও সুর - কবি কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


তার আপন ধনে নয়রে ধনী
.                পরের ধনে ভুঁড়ি বাগায় |
আগাছা আর পরগাছাতে
.                দেশটা বুঝি ভরছে হায় | ( ধুয়া )
মোদের শ্রমে যাদের পুঁজি
.                বাড়ল দিনে দিনে |
তাদের কাছে কি পেয়েছ
.                হিসাব করে দেখ মনে |
শোষণ পীড়ন আর বঞ্চনা
.                এই ছাড়া কিছুই মিলে না |
উচিত পাওনা চাইতে গেলে
.                দেখ তারা চোখ রাঙায় ||

কে দিল ভাই কাউন্সিল আর
.                ককবরকে গাইতে গান ?
কে দেয় দীক্ষা ঐক্যমন্ত্রের
.                মড়ার হাড়ে জাগাল প্রাণ |
শোন মানুষ শোন রে ভাই
.                জাতের কোনো প্রশ্নই নাই
.                স্বৈরতন্ত্র কর ধ্বংস গণতন্ত্রের প্রতিষ্ঠায় ||

হোক না তারা নক্কা গোলাম
.                সাহেব বিবি টেক্কা দশ,
তোরাও যে ভাই রঙ্গের সাতা
.                ক্ষমতায় তোরা কম নস |
হিসাব করে খেলে যাবি
সুযোগ পেলে তুরুক দিবি,
সাতটি ফোঁটা গুণে নিবি
.                বিপক্ষ করবে হায় হায় ||

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
রাখিও জনগণ ভাইরে                                                       
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


রাখিও জনগণ ভাইরে
.                মদনপাড়ায় চোরের পাহারা
[ ওরে ] চোরা বেটায় কাটে না যে
.                সরল লোকের ঘরে বেড়া || [ ধুয়া ]

বলে দেই ভাই তোদের কাছে
.                সঙ্গে কিছু দুষ্টু আছে
ঘুরছে কেবল পাছে পাছে
.                সুযোগ পেলেই দফা সারা ||

[ ওরে ] বিভেদ সৃষ্টি তারাই করে
.                একতা নেই যাদের ঘরে
কংগ্রেস [ আই ] আর বাঙালী সাঁই |
.                জোড়াপাতা এই তিন চোরা ||

সপ্তরথী কইরাছে পণ
.                অভিমন্যু করতে নিধন
সর্বহারার অভিমন্যু ভাই
.                কাস্তে আর হাতুড়ি তারা ||

ব্রজলাল কয় শোন সুজন
.                ডাণ্ডা মেরে দেশের শাসন
করতে চায়রে কংস রাজন
.                মোদের চক্রধারী আছেন খাড়া ||

.               *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
জয়মালা গাঁথিয়া সবাই এস
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


জয়মালা গাঁথিয়া সবাই এস বরণ করি
বিভেদ ভুলে ঐক্য বলে এস দেশটা গড়ি ||  [ ধুয়া ]

আমরা যে ভাই মুটে মজুর
সকাল সন্ধ্যা সারা দুপুর
রোদ বৃষ্টি আর ঝড় তুফানে
.                                পেটের দায়ে লড়ি ||

যাদের আছে ধনের পাহাড়
আরও বেশী চাই যে তাহার
তার কুকুর খায় মাংস ভাত আর
.                                আমরা উপাস মরি ||

ব্রজলাল কয় মন ভুলো না
মিষ্টি কথার ফাঁদ ছলনা
লাল নিশান আর কেউ ছেড়ো না
.                                বাঁচতে হবে লড়াই করি ||

.               *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
লালের নামে ঢেউ লাইগাছে রে
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


লালের নায়ে ঢেউ লাইগাছে রে
.                মানুষ অবাক হইয়া চায়
রসিক নাইয়া নৃপেন ভাইয়া
.                উজান বাইয়া যায় || [ ধুয়া ]

দশরথ রসিক মেস্তরি
নৌকাখানা দিলেন গড়ি
বীরেন দত্ত প্রধান দাঁড়ি
.                দীনেশবাবু রয় সহায় ||

টানছে অভিরাম বাদলে
পাল উড়াইয়া দেয় অনিলে
ভাটিয়ালির সুরে তালে
.                সকলেরই মন ভুলায় ||

একুশ লক্ষ যাত্রী লইয়া
চলে তরী তর তরাইয়া
দিল্লীর পথে চলছে ধাইয়া
.                তোরা কে কে যাবি আয় ||

.               *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
মে মাসের আজ প্রথমদিনে
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


মে মাসের আজ প্রথমদিনে
.                তোমরা প্রণাম লহ শহীদ
.                তোমরা প্রণাম লহ ||  [ ধুয়া ]

চিকাগো শহরে হে মার্কেটে
.                তোমরা প্রথম পথিকৃৎ
তোমরা রেখেছ কীর্তি তোমাদের
.                চির অক্ষয় চির অমৃত ||

সর্বহারাদের রক্ষা করিতে
.                নিজেরে দিয়েছ বলি
পারে নাই রুখতে মুক্তির সংগ্রাম
.                শোষকের বেয়নেট গুলি ||

বুকের রক্তে রাঙায়ে নিশান
.                মা ভৈ বলিয়া গাহিলে যে গান
কোটি কন্ঠে আজ ধ্বনিছে সে তান
.                গর্জে গো অহরহ ||

.               *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
যে গান ভাই ভাঙেরে ঘুম        
কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |


যে গান ভাই ভাঙেরে ঘুম
.                 চল সে গান গাই
দেশের জন্য মুকুন্দ দাস
.                গেয়েছিলেন তাই ||

হিংসায় কেবল দুঃখ বাড়ে
অভাব তাতে কমে নারে
ভুলের বশে মারছ যারে
.                সে যে তোমার ভাই ||

পথ পেয়েছে দিশাহারা
তাই তো ডাকে দিল সাড়া
জাগল চাষী সর্বহারা
.                যাদের অন্ন বস্ত্র নাই ||

পাহাড়ী বাঙালী মিলে
যে স্মৃতি ভাই রেখে গেলে
ভারতের এই ইতিহাসে
.                 হোক চির খোদাই ||

.               *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর