তারা আপন ধনে নয়রে ধনী কথা ও সুর - কবি কবি ব্রজলাল অধিকারী সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |
তার আপন ধনে নয়রে ধনী . পরের ধনে ভুঁড়ি বাগায় | আগাছা আর পরগাছাতে . দেশটা বুঝি ভরছে হায় | ( ধুয়া ) মোদের শ্রমে যাদের পুঁজি . বাড়ল দিনে দিনে | তাদের কাছে কি পেয়েছ . হিসাব করে দেখ মনে | শোষণ পীড়ন আর বঞ্চনা . এই ছাড়া কিছুই মিলে না | উচিত পাওনা চাইতে গেলে . দেখ তারা চোখ রাঙায় ||
কে দিল ভাই কাউন্সিল আর . ককবরকে গাইতে গান ? কে দেয় দীক্ষা ঐক্যমন্ত্রের . মড়ার হাড়ে জাগাল প্রাণ | শোন মানুষ শোন রে ভাই . জাতের কোনো প্রশ্নই নাই . স্বৈরতন্ত্র কর ধ্বংস গণতন্ত্রের প্রতিষ্ঠায় ||
হোক না তারা নক্কা গোলাম . সাহেব বিবি টেক্কা দশ, তোরাও যে ভাই রঙ্গের সাতা . ক্ষমতায় তোরা কম নস | হিসাব করে খেলে যাবি সুযোগ পেলে তুরুক দিবি, সাতটি ফোঁটা গুণে নিবি . বিপক্ষ করবে হায় হায় ||