তোমার নাওয়ে করল না সোয়ারী কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |
তোমার নাওয়ে করল না সোয়ারী . অ সুবল গোঁসাইজী তোমার নাওয়ে করলো না সোয়ারী || [ ধুয়া ]
গোঁসাইজী, নিজের কথা কই না লাজে . কইতে গেলে মুখে বাজে . অর্ধাহারে অনাহারে মরি | . বাড়ছে কেবল জিনিসের দাম . অনুপাতে হয় না ইনকাম . হাটে গেলে মাথায় পরে বাড়ি |
গোঁসাইজী, গুরুভক্তি যার অন্তরে . তার ছাওয়াল যে ভাতে মরে . তার মা যে ভিক্ষা করে লোকের বাড়ি বাড়ি | . তুমি যদি পাও তার দেখা . দিও আমার এই যে লেখা . বলো দয়া করতে ত্রিপুরারি ||
লোকশিল্পী সংগঠন ভাই কথা ও সুর - কবি ব্রজলাল অধিকারী সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) কাব্যসংকলন থেকে নেওয়া |
লোকশিল্পী সংগঠন ভাই . কে করল গঠন | মরার ধরে ফিরিল প্রাণ মরা গাঙে বয় প্লাবন || [ ধুয়া ]
ভাইরে – ভাই কেমন একটি আজগবিকল দেশে হইল সিনেমার চল বলতে গেলে বলে পাগল পোশাকপরা বাবুগণ | শালী যদি আসে বাড়ি সিনেমায় যায় রিক্ শা চড়ি না দেখিলে লাভ স্টোরি . শান্ত হয় না তাদের মন ||
দেখতে হয় দেখ সিনেমা সবটাকে মন্দ বলি না ব্যবসা ভিত্তিক যেই সিনেমা মনকে নেয় অধঃপতন | মনটারই প্রতিরোধে আয়রে বাউল সারি বেঁধে পড়ব না আর ওদের ফাঁদে . জাগাও দেশের জনগণ ||
পথিক মোদের বামফ্রন্ট সরকার দূর করতে ঘোর অন্ধকার আউল বাউল সবাই মিলে করছে রাজ্য সংগঠন || প্রাণভরে গাই বাউল সারি গড়িয়া গাজন যে যা পারি ব্রজলাল কয় মরি মরি . ধন্য হল এ জীবন ||