কবি ব্রজলাল অধিকারী – জন্মগ্রহণ করেন ত্রিপুরার বাহমনি-তে। তাঁদের আদি নিবাস ছিল কুমিল্লা
জেলার দৌলতপুর গ্রামে। পিতা গরিব কবিয়াল গৌরাঙ্গ।

অল্পবয়সে ব্রজলালের পিতৃবিয়োগ হ’লে তাঁকে
 রিকশা  চালিয়ে,  কাঠ বিক্রি  করে সংসারের ব্যায় নির্বাহ
করতে
 হয়।  কবিত্বের  শক্তি  তিনি  পিতৃসূত্রে  লাভ  করেছিলেন।  ১৯৭৮  সালে  ত্রিপুরার  রাজনৈতিক
পট
-পরিবর্তনের  সাথে  তিনি  গরিব,  খেটে-খাওয়া  মানুষদের  জন্য গণচেতনার গান লিখতে শুরু করেন।
অবহেলিত লোকশিল্পীদের সংগঠিত কারার কাজেও তিনি উদ্যোগী হয়েছিলেন।

তিনি যে পাড়ায় থাকতেন সেই পাড়াটির নাম রেখেছিলেন “রাম-রহিম পাড়া”।

কবি শিল্পী ব্রজলাল অধিকারী
গোপন ভাড়াটে গুণ্ডাদের হাতে নিহত হন।

আমরা তাঁর গণসঙ্গীত পেয়েছি, সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) সংকলন থেকে।


আমরা মিলনসাগরে  কবি ব্রজলাল অধিকারীর গণসঙ্গীত তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।




উত্স ---
  • সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” (১৯৯০) সংকলন।    
  • অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান ২য় খণ্ড, ২০০১।


কবি ব্রজলাল অধিকারীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ১৪.৮.২০১৬
কবির পরিচিতির সংযোজন - ৫.৭.২০২১



...