কবি আশুতোষ দেব বা ছাতু বাবুর গান
*
কেরে বারিদবরণী কপালিনী সমর-তরঙ্গে
কবি আশুতোষ দেব-ছাতুবাবু
প্রসাদকুমার মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত “সহস্র-সঙ্গীত” গীত-সংকলন, তৃতীয়
সংস্করণ, ১৮৯২, থেকে নেওয়া।

॥ চিতাগৌরী, ঢিমেতালা॥

কেরে বারিদবরণী কপালিনী সমর-তরঙ্গে।
কত নিশাচরী, সুধা কপাল পূরি, করে করি নাচে সঙ্গে॥
ঐ কার বালা, করালা, দনুজদলে ভ্রূভঙ্গে।
মৃদু মৃদু হাসে, চরলা প্রকাশে, অনায়াসে গ্রাসে মাতঙ্গে॥
হের আশুতোষে, কৃপাবশে, চরণে পতিত আতঙ্গে।
ভাব হেমজবরণী, রাধারাণী, কৃষ্ণ-বিলাসিনী মননে॥
যিনি হংসগতি, হরপ্রিয়া, অতি সুন্দরী শশধর বদনে।
শ্যাম সোহাগিনী, রঙ্গিনী, আনন্দময়ী ব্রজভূবনে॥
রতির মাধুরী, রতি সম হেরি, শ্রীমতী নিত্য নবীনে।
এই অভিলাষ. দাস অশুতোষ, চরমে পাই চরণে॥

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
কেরে বারিদবরণী, --- বিবসনা রমণী
কবি আশুতোষ দেব-ছাতুবাবু
প্রসাদকুমার মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত “সহস্র-সঙ্গীত” গীত-সংকলন, তৃতীয়
সংস্করণ, ১৮৯২, থেকে নেওয়া।

শ্যামা সঙ্গীত

॥ বেহাগ, একতালা॥

কেরে বারিদবরণী, --- বিবসনা রমণী।
পদতল কিবা রক্ত শতদল, হেরি হরষিত ভ্রমরেরি দল,
নখরে ক্ষরে সুধা অবিরল, বিষাদিত নিশামণি॥

.                       *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
সাধিছ রাধে গুরুমান, তবে বুঝি রহিলনা তবি মান
কবি আশুতোষ দেব-ছাতুবাবু
প্রসাদকুমার মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত “সহস্র-সঙ্গীত” গীত-সংকলন, তৃতীয়
সংস্করণ, ১৮৯২, থেকে নেওয়া।

রাধা-সঙ্গীত

॥ ভেটিয়াল, ঝাঁপতাল॥

সাধিছ রাধে গুরুমান, তবে বুঝি রহিলনা তবি মান।
মানিনী হইয়া যেবা হয় মানিনী ;
মান-রাহু মুখে তার মান সমাধান।
পরিহার মুখে মাখি মিনতি চন্দন,
বসন পূরিয়া করিলাম সমর্পণ।
অগৌরব-কূপে তাহা ত্যজিলে তুমি,
শ্রবণের দ্রাবে তাহা নাহি লইয়া ঘ্রাণ॥

.               *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
যদি বাঁচিবে রে মন
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ ভৈরবী, কাওয়ালি॥

যদি বাঁচিবে রে মন।
( সংসার-চিররোগে ) সুবিচার
-মহৌষধী করো রে সেবন॥
ভস্ম কর অহংকার,                                চূর্ণ কর মমতার,
বিবেক-রসেতে করো সাধুশীলে ঘরষণ॥
অনুপান শুন বলি,                        যাতে তুমি হবে বলি,
গুরু নামাবলি আশু, করোরে গ্রহণ॥

.               *************************               

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
কালী-নাম অগ্নি লাগিল, মম পাপকাননে
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ ভৈরবী, ঠেকা॥

কালী-নাম অগ্নি লাগিল, মম পাপকাননে।
প্রবল হতেছে অতি, রসনা পবনে॥
কাম যদি তরুবর, দগ্ধ হল পরস্পর,
কুমতি কুরঙ্গী তারা, পালাবে কেমনে॥
অবশিষ্ট যারা যত, হইয়া বিহঙ্গ মতো,
পলাইতে শূন্য পথ আছে আরাধনে---
কালীনাম লইলে মুখে, উঠে যে শিখে,
অমনই হইবে ভস্ম, মহিমাগুণে॥

.               *************************                 

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
অন্নদার দ্বারে আজি পাতকী পেতেছি পাত
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ সিন্ধু, পোস্তা॥

অন্নদার দ্বারে আজি পাতকী পেতেছি পাত।
পলাইতে পারিবে না পরশিতে হবে ভাত॥
চাই আমি সেই প্রসাদ, যাবে যাতে জন্মের সাধ,
যে প্রসাদ পেয়ে শিব নাচে, হয়ে ঊর্ধ্ব হাত॥

.               *************************                 

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
কালী করুণাময়ী কখনো বলিব না
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ ভৈরবী, ঠেকা॥

কালী করুণাময়ী কখনো বলিব না।
এত দুঃখ দিলে তবু কিছু দয়া হল না।
বড়ো সাধ ছিল মনে, স্থান পাব ও চরণে,
আশুতোষ হৃদয়ে রেখেছে কারে দিবে না॥

.               *************************                 

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
মন যে মানে না নিষেধ
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ বারোয়াঁ, ঠুংরি॥

মন যে মানে না নিষেধ।
আশা না পূরিতে প্রেমে হইল বিচ্ছেদ॥
হৃদয়ে উদয় যার, বাহিরে বিরহ তার,
ইহার অধিক আর আছয়ে কি খেদ॥

.                *************************                 

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
বারে বারে মন তারে চায়
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ বেহাগ, তেওট॥

বারে বারে মন তারে চায়।
আমারে হল এ কী দায়॥
যে নিধি হরয়ে বিধি, ফিরে কি পায় সে নিধি,
মন তা বুঝে না মরি করি কী উপায়॥

.                *************************                 

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
কে ও রমণী সমরে বিরাজে
কবি আশুতোষ দেব-ছাতুবাবু বা সাতুবাবু
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।


॥ দেশমল্লার, যৎ॥

কে ও রমণী লমরে বিরাজে।
লজ্জারূপা দিগম্বরী অসুর সমাজে॥
পদতলবরণ, জিনি তরুণ অরুণ,
নখরে নিশাকর লুকাইল লাজে।
শ্রীপদ নীল নলিনী, ঊরু রামরম্ভা জিনি,
কটিতটে করশ্রেণি কিঙ্কিণি বাজে॥
নাভি সুধাসরোবর, ত্রিবলী কী মনোহর,
পীনোন্নত পয়োধর ঊরুপরে সাজে॥
সুশান কৃপাণ করে, ঘন হুহুংকার করে,
বরাভয় মুণ্ডধরে, ত্রাসে বাজি গজ্।
কীবা মুণ্ডমালা শোভা, সুদর্শনা লোলজিহ্বা,
শ্রুতিযুগে ইষু শিশু অপরূপ সাজে।
মুক্ত কুটিল কুন্তল, সুধাপানে ঢল ঢল,
অলি যেন আশুতোষ হৃদয়সরোজে॥

.                *************************                 

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর