কবি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-এর কবিতা |
উপদেশ দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার কালিদাস ভদ্র সম্পাদিত “আবৃত্তির সেরা ছোটদের ছড়া ও কবিতা” (বইমেলা ২০১২) কাব্য সংকলনে প্রকাশিত। এক চেষ্টা কোনো নাই কো যাদের, কাজ করে না খেটে, ধন, মান, রাজ্য --- ভাবে আপনি আসে হেঁটে। কাজটা জানে বিপদ ভারি! ঘুমটা ভাবে সুখ! সেই কুঁড়েরা কক্ষনো না দেখে সুখের মুখ॥ দুই ধরার ধূলোয় ছড়িয়ে আছে মানিক মণির কণা, কুঁড়েরা তা চোখটি খুলে কক্ষনো দেখলো না। যেচে এসে দেবতারা দিয়ে গেলেও ধন, কুঁড়েগুলোর দুঃখ তবু ঘোচে না কখন। তিন ঝগড়াঝাঁটি করে যারা, নেই কো তাদের হিত, এক করতে আর হয়, আর ঘটে বিপরীত। রেগে যারা কাজটি নাশে খিটমিটিয়ে দাঁত, শেষে তাদের ভাবতে হয় মাথায় দিয়ে হাত। পেয়ে ধন হারায় যারা ঝগড়া লড়াই করে, ছাঁইপাশ আর ধূলাবালি থাকে তাদের তরে। কুঁড়ে আর কুঁদুলে করে আপন সর্বনাশ, ভাগ্য কখন ওদের ঘরে করে না কো বাস। . ****************** . সূচীতে . . . মিলনসাগর |