সূর্য ধরতে সেই ছেলেটা যে গেল কথা ও সুর : কবি দেবাশীষ রায়
সূর্য ধরতে সেই ছেলেটা যে গেল দিন পেরিয়ে গিয়ে রাত’ও শেষ হোল, একটা নতুন সকাল শুরু যে হোল এল না ‘তো ছেলেটা সেই যে গেল |
এখন ফাগুন মাস মন আনচান লেবুর গন্ধ কেন এখনো ম্লান পলাশ, শিমুল ওরে তোরা গেলি কই, ফাগ তো এলো না আজো মোর মনে সই, একটা নতুন সকাল-----
সন্ধ্যে তারাটা আজ বড় উদাসীন ভেবেছকি তার কথা তুমি সারাদিন, আজানের সুরটা চুরি গেল নাকি জীবনের বহু লেখা রয়ে গেল বাকি | ও ফাগুন, ও লেবু ওরে পলাশ আমি জানি আজ কাকে তোরা পেতে চাস || . ************************ . সূচীতে . . .
তুমি কি দেখেছ শীতের রাতে কথা ও সুর : কবি দেবাশীষ রায়
তুমি কি দেখেছ শীতের রাতে ছেঁড়া কম্বল শুধু সম্বল বেঁচে থাকে ওরা নিঃস্ব হাতে ||
উত্তরে হাওয়া বয়ে নিয়ে আসে কলজে কাঁপানো ঝড় || ভাঙা মনোবল, তাই সম্বল হারাতে হয় সে ঘর ; হয়ত তখন তুমিও ছিলে ব্যস্ত আলু থালু বেশে চুল অবিন্যস্ত ভবিষ্যত গড়ার অপেক্ষায় ||
পেটের ক্ষিদে হজম কর যখন ওদের পথ চলা শুরু, গভীর প্রেমালাপের বিকার সামনে তোমার বিশাল এক মরু, চেয়ে দ্যাখো ওরা নদী হয়ে বেয়ে চৈতালী চাঁদ সাথে করে নিয়ে আঙিনায় এসে রয়েছে দাঁড়িয়ে তোমার প্রতীক্ষায় (৩ ) . ************************ . সূচীতে . . .