কবি দেবাশিস রায়ের গণসঙ্গীত
*
সুন্দর এ মনটা ছিল ছোট্ট এ ঘরটায়
কথা ও সুর - কবি দেবাশিষ রায়
শিল্পী - জেনিভা রায়
“সমুদ্র দেয় দোলাদোল” সিডির গান, ২০১২।

সাউণ্ড ক্লাউডে এই গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .          


সুন্দর এ মনটা ছিল ছোট্ট এ ঘরটায়
কোথা থেকে ঝড় এক, দোলা দিল জানালায়

ভাল লাগা সব গানগুলো আজ
এলোমেলো হয়ে করে পরিহাস
দূরে কোথাও পথ হারানো
হাহাকার ডাকে কোন বুনোহাঁস

সুন্দর এ মনটা ছিল ছোট্ট এ ঘরটায়
কোথা থেকে ঝড় এক, দোলা দিল জানালায়

চেনা চেনা মুখ, চেনা চেনা সুখ
চেনা চেনা ডাক্, খোলা দরজা
আজ যেন তারা দূরে সরে যায়
কার যে ছোঁয়ায় কোন বাজিকর

স্মৃতির জানালা ঝাপসা হয়
দুই চোখে শুধু বারিধারা বয়
জানি না নতুন জীবন আমার
বইবে আজ কোন সীমানায়

সুন্দর এ মনটা ছিল ছোট্ট এ ঘরটায়
কোথা থেকে ঝড় এক, দোলা দিল জানালায়  

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
এই দূরন্ত মরীচিকা পার হয়ে তুমি
কথা ও সুর : কবি দেবাশীষ রায়


এই দূরন্ত মরীচিকা পার হয়ে তুমি
টেনেছিলে পথ এক অজানার দেশে,
চলেছি আমরা সাথী চলেছি
সেই অরুণকান্তির দেশে, ( ২ )

যুগে যুগে ইতিহাস বলছে
বলবে ও সাথী বলছে,
ওরা যতই আঘাত হানুক চেতনায়
জয় হবেই সাথী মোদের জয় ||

ওগো শহীদ তুমি দেশের লাগি
করলে জীবন দান,
তোমাকে জানাই লাল সেলাম ( ৩ বার )

শহীদ স্মরণে জীবন সংগ্রামে
একটাই হোক সেই নাম
কমরেড বলরাম || ( ৩ বার )

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
এসো এ দূর্দিনে
কথা ও সুর : কবি দেবাশীষ রায়


এসো এ দূর্দিনে
গাই জীবনের গান
ওগো মানুষ তুমি আজ
.              হও আগুয়ান |
এসো থমকে দাঁড়াই, দুহাত বাড়াই,
মিলি হাতে হাত, চলি এক সাথ ||

পথ চলতি মানুষ, নেই কোন হুঁশ
সামনে আঁধার  সবই যে ফানুস,
ধনীকেরা ধনী হয়,  গরীবেরা ফুস—
মাঝের জায়গাটা বড় করে উশখুশ |

ওগো শ্রমিক তুমি হও আগুয়ান
ওগো কৃষক তুমি দাও কাস্তেতে সান্
ওগো মাঝেরা ধরো হাতে হাত
সাথে নিয়ে ওই লাল নিশান ||

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
সূর্য ধরতে সেই ছেলেটা যে গেল
কথা ও সুর : কবি দেবাশীষ রায়


সূর্য ধরতে সেই ছেলেটা যে গেল
দিন পেরিয়ে গিয়ে রাত’ও শেষ হোল,
একটা নতুন সকাল শুরু যে হোল
এল না ‘তো ছেলেটা সেই যে গেল |

এখন ফাগুন মাস মন আনচান
লেবুর গন্ধ কেন এখনো ম্লান
পলাশ, শিমুল ওরে তোরা গেলি কই,
ফাগ তো এলো না আজো মোর মনে সই,
একটা নতুন সকাল-----

সন্ধ্যে তারাটা আজ বড় উদাসীন
ভেবেছকি তার কথা তুমি সারাদিন,
আজানের সুরটা চুরি গেল নাকি
জীবনের বহু লেখা রয়ে গেল বাকি |
ও ফাগুন, ও লেবু ওরে পলাশ
আমি জানি আজ কাকে তোরা পেতে চাস ||

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
তুমি কি দেখেছ শীতের রাতে
কথা ও সুর : কবি দেবাশীষ রায়


তুমি কি দেখেছ শীতের রাতে
ছেঁড়া কম্বল শুধু সম্বল
বেঁচে থাকে ওরা নিঃস্ব হাতে ||

উত্তরে হাওয়া বয়ে নিয়ে আসে
কলজে কাঁপানো ঝড় ||
ভাঙা মনোবল, তাই সম্বল
হারাতে হয় সে ঘর ;
হয়ত তখন তুমিও ছিলে ব্যস্ত
আলু থালু বেশে চুল অবিন্যস্ত
ভবিষ্যত গড়ার অপেক্ষায় ||

পেটের ক্ষিদে হজম কর
যখন ওদের পথ চলা শুরু,
গভীর প্রেমালাপের বিকার
সামনে তোমার বিশাল এক মরু,
চেয়ে দ্যাখো ওরা নদী হয়ে বেয়ে
চৈতালী চাঁদ সাথে করে নিয়ে
আঙিনায় এসে রয়েছে দাঁড়িয়ে
তোমার প্রতীক্ষায় (৩ )

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
দিনটা যতই হয়েছে বড়
কথা ও সুর : দেবাশীষ রায়


দিনটা যতই হয়েছে বড়
.      রাত হয়েছে ছোট,
তুমি যে ততই গিয়েছ সরে
.      কালো মেঘের মতো ||

বিদায় বেলায় সবুজ বনে
.      দোলা দিয়ে গেল সে
ছাতিমেরই সুবাসভরা
.      পথে তারে মানায় যে ||

মেঘলা আকাশ মনের ভিতর
.      সোনার ঝিলিক মারে,
দুরুদুরু বুক, ছলছল চোখ
.       সে কি আজ আসে ঘরে ?

দিনগুলো সব চলে গেল মোর
.      রাত রইল পড়ে,
তুমি কি তবে দেবে নাকো সাড়া
.       রয়ে যাবে শত দূরে ||

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
এ সংসার বৃথা সংসার
কথা ও সুর : দেবাশীষ রায়


এ সংসার বৃথা সংসার
শুধু ঠগবাজদের নৃত্য,
ক্ষণজন্মায় কেউ মালকিন
কেউ বা গৃহভৃত্য ||

কত আয়োজন কত সমাদর
কোথা শুধুই বাজনা ঝমঝম,
কোথা হাহাকার শুধু হাহাকারে
না পাওয়ার বেদনা হরদম ||

কত কান্না দিন রাত ভোর
হীরা পান্না  হয়ে ঝরছে,
কোথা আলো ঝলমল ম্যাকডয়েলের
সাথে দিন গুজরাচ্ছে ||

কেউ ঠান্ডা ঘরে বসে
কথা চালাচালি করছে
কেউ রোদে জলে ভিজে ভাগ্যের হাতে
দিন সঁপে আজো যাচ্ছে ||

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর