দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ - ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক, রাজনৈতিক নেতা।
নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন তাঁর রাজনৈতিক মন্ত্রশিষ্য। ত্যাগ ও দানশীলতার জন্য তিনি দেশবন্ধু নামে
খ্যাত হন।
পিতা ভূবন মোহন দাশ ছিলেন ঢাকার, বিক্রমপুরের তেলিরবাগের বিখ্যাত দাশ পরিবারের ছেলে। কবি
উচ্চশিক্ষা লাভ করেন ইংল্যান্ড থেকে। সেখান থেকে ব্যারিস্টার হয়ে এসে কলকাতায় আইনজ্ঞ হিসেবে
প্রতিষ্ঠা লাভ করেন। তিনি স্বদেশী অরবিন্দ ঘোষকে ( ঋষি অরবিন্দ ), উকিল হিসেবে, ১৯০৯ সালের
বিখ্যাত "আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায়" বেকসুর খালাস করিয়ে এনেছিলেন।
১৯২১ সালের মার্চ মাস। গান্ধীজির ভাবধারা ততদিনে কংগ্রেসে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে।
বরিশালে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে সভাপতিত্ব করলেন লাল-বাল-পাল ত্রয়ী খ্যাত বিপিনচন্দ্র পাল।
কিন্তু তাঁর সঙ্গে মতবিরোধ বাঁধলো গান্ধীজির মতাদর্শী তরুণ নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের। সংখ্যাগরিষ্ঠ
সভ্যরা দেশবন্ধুর দেওয়া স্বরাজের ব্যাখ্যাতে সন্তুষ্ট হলেন এবং সোল্লাসে তা গ্রহণ করলেন। এরপরই
বিপিনচন্দ্র পাল জাতীয় আন্দোলনের মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
বাংলায়, দেশবন্ধুই গান্ধীজীর অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। জনসমক্ষে উদাহরণ স্বরূপ
নিজের বিলিতি জামাকাপড় জ্বালিয়ে খদ্দর ধারণ করছিলেন। তিনি জাতীয় কংগ্রেস দলের গয়া অধিবেশনের
সভাপতিত্ব করেন। পণ্ডিত মোতিলাল নেহেরুর সঙ্গে মিলে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন।
তাঁর মৃত্যুর কয়েক বছর আগে তিনি নিজের বাসভবন ও তত্সংলগ্ন জমি দেশের নারীজাতির উন্নতিকল্পে
দান করে যান। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালটি সেখানেই গড়ে ওঠে যা আজ কলকাতার অন্যতম সরকারী
বৃহৎ চিকিত্সা কেন্দ্র। ১৬ই জুন ১৯২৫ সালে দার্জ্জিলিং এর "স্টেপ এসাইড" বাড়ীটিতে থাকার সময় তাঁর
জীবনাবসান হয়। দার্জ্জিলিং এর ম্যাল এর কাছে, দেশবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখনও সুরক্ষিত
রয়েছে।
কবি হিসেবেও দেশবন্ধু খ্যতি লাভ করেছিলেন। "মালঞ্চ" (১৮৯৬), "মালা" (১৯০২), "সাগর সঙ্গীত" (১৯১৩),
"অন্তর্যামী" (১৯১৪) প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন। আধ্যাত্মিক অনুভূতি তাঁর কবিতার মূল ভাব কিন্তু
ইন্দ্রীয়াতুর রূপানুরাগও দেখতে পাওয়া যায়। তিনি "ডালিম" (১৯১৪) নামক ছোট গল্প লিখেও খ্যাতি লাভ
করেছিলেন।
দেশবন্ধুর প্রয়াণে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ---
. . এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
.. মরণে তাহাই তুমি করে গেলে দান
আমরা মিলনসাগরে কবি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - শিশিরকুমার দাশ সম্পাদিত সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, ২০০৩।
কবি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২০০৫
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৬.৯.২০১৬
...