এ দেশ আমার এ দেশ তোমার এ দেশ সবার কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |
এ দেশ আমার এ দেশ তোমার এ দেশ সবার এ দেশের যা কিছু সব আমাদের . সব কিছুতেই আমাদের অধিকার ||
আমাদের শ্রমে গড়ি স্বর্ণ মিনার আমাদের ঘামে গড়ি ফসল পাহাড় তবু কেন মরি ধুঁকে অনাহারে শোষণের এই অবিচার || তবে কেন হানাহানি তুচ্ছ বিভেদ ভাষা জাতি ধর্মের এতো ভেদাভেদ শোষিতের খুনে রাঙে শোষিতের হাত . জীবনের পথ ছেড়ে মৃত্যু আঁধার হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার তোমার আমার শ্রমের মূল্যে . গড়ে ওরা সোনার পাহাড় বিনিময়ে তার কতটুকু পাই . জোটে শুধু অনাহার | তোমাতে আমাতে বিভেদ গড়ে ওরা শুধু মুনাফার হিসাব করে ( বল ) আর কতদিন হবো ওদের শিকার ||
এসো তবে আজ হাত মিলাই চোখের তারায় তারায় মশাল জ্বালাই সেই আগুনে পুড়ে হবে ছাই . কুচক্রীর কুমন্ত্রণা || . ************************ . সূচীতে . . .
আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |
আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই . মুক্তির গান শোনাই আমাদের গানে প্রাণে ঝড় ওঠে সূর্যের রক্তিম ফুল ফোটে আমাদের গানে মৃত্যু শিহরায় সুরের পরশে প্রাণ পায় আশার দীপ জ্বেলে আঁধারে— আমরা তাই পথে পথে গেয়ে যাই ||
ভাঙো বাধা নিরাশার অন্ধকার শোষণের বন্ধনের কারাগার এসো এই জীবনের মিছিলে কোটি প্রাণ ঐকতান যায় মিলে সখ্যের সাম্যের এই গান আমরা তাই পথে পথে গেয়ে যাই || . ************************ . সূচীতে . . .
পথে আজ নামতে হবে কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |
পথে আজ নামতে হবে এ পথ জানতে হবে বাধা আজ ভাঙতে হবে . দু’হাত ঐ শক্ত করে |
এ পথে কখনো আলোর বন্যা কখনো ঝরে কার অশ্রু-পান্না এ পথে কত না সূর্যমুখী প্রাণ সয়েছে লাঞ্ছনা, মৃত্যু অপমান | এ পথে কখনো আঁধার নামে . কত না তুফান ঐ ঝড়ে |
এ পথ কত না গেছে এঁকেবেঁকে কত না শহীদের রক্ত ধূলি মেখে এ পথ সৃষ্টির নয়া ইতিহাস মিছিলের গানে প্রাণের উচ্ছ্বাস এ পথ নিশানা জীবনের পানে . পথ চলার ডাক ঘরে ঘরে | . ************************ . সূচীতে . . .