কবি দিলীপ সেনগুপ্তর গণসঙ্গীত
*
এ লড়াই বাঁচার লড়াই
কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে
এ লড়াই খেতখামারে কারখানাতে লেগেই রবে ||

যতদিন শত্রুকে না মেশাতে পারি ধূলায়
ততদিন জ্বলবে বুকে ক্রোধের আগুন দ্বিগুণ জ্বালায় |
যতদিন ক্ষেতে কিষাণ কলে মজুর মরবে ধুঁকে
ততদিন চলবে লড়াই মৃত্যু জয়ের শপথ রেখে |
এ লড়াই দিকবিদিকে সবার প্রাণে ছড়িয়ে যাবে ||

ক্ষমা তোর নেইরে পিশাচ, জোতদার, মুনাফাখোর
ক্ষমা নেই বেইমানেরে সাধু সেজে ঠকায় যে চোর |
চেয়ে দেখ্ কল-খামারে জাগছে মজুর-কিষাণ
দিন বদলের পালারে ভাই, তারি আজি বাজছে বিষাণ
জেনে রাখ দেশের মানুষ তোদের আজি কবর দেবে ||

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
এ দেশ আমার এ দেশ তোমার এ দেশ সবার
কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


এ দেশ আমার এ দেশ তোমার এ দেশ সবার
এ দেশের যা কিছু সব আমাদের
.                        সব কিছুতেই আমাদের অধিকার ||

আমাদের শ্রমে গড়ি স্বর্ণ মিনার
আমাদের ঘামে গড়ি ফসল পাহাড়
তবু কেন মরি ধুঁকে অনাহারে শোষণের এই অবিচার ||
তবে কেন হানাহানি তুচ্ছ বিভেদ
ভাষা জাতি ধর্মের এতো ভেদাভেদ
শোষিতের খুনে রাঙে শোষিতের হাত
.                        জীবনের পথ ছেড়ে মৃত্যু আঁধার
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার
তোমার আমার শ্রমের মূল্যে
.                        গড়ে ওরা সোনার পাহাড়
বিনিময়ে তার কতটুকু পাই
.                        জোটে শুধু অনাহার |
তোমাতে আমাতে বিভেদ গড়ে
ওরা শুধু মুনাফার হিসাব করে
( বল ) আর কতদিন হবো ওদের শিকার ||

এসো তবে আজ হাত মিলাই
চোখের তারায় তারায় মশাল জ্বালাই
সেই আগুনে পুড়ে হবে ছাই
.                        কুচক্রীর কুমন্ত্রণা ||

.                  ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
ভাঙ্ রে ভাঙ্ রে ভাঙ্ এই কারা ভাঙ্
কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


ভাঙ্ রে ভাঙ্ রে ভাঙ্ এই কারা ভাঙ্
জীবন জোয়ারে ভাসিয়ে তরী
.        যাব যে অকূল পার ||

যারা  গেছে আঁধার পথে
.        আলোর ঠিকানায়,
বুকে জ্বেলে আশার মশাল
.        প্রাণের মোহানায় ||
ও সাথী রে---
শিকল ভাঙার ঐ গান শুনেছি
.         ভয় করি না আর ||

পথে অনেক জটিল কুটিল
.        মরণেরই ফাঁদ,
ক্ষণে ক্ষণে পিছুটানা
.        হতাশারই বাঁধ |
ও সাথী রে---
জীবন দিয়ে আজ খুলবো মোরা
.        সূর্য তোরণ দ্বার ||

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই
কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই
.                  মুক্তির গান শোনাই
আমাদের গানে প্রাণে ঝড় ওঠে
সূর্যের রক্তিম ফুল ফোটে
আমাদের গানে মৃত্যু শিহরায়
সুরের পরশে প্রাণ পায়
আশার দীপ জ্বেলে আঁধারে—
আমরা তাই পথে পথে গেয়ে যাই ||

ভাঙো বাধা নিরাশার অন্ধকার
শোষণের বন্ধনের কারাগার
এসো এই জীবনের মিছিলে
কোটি প্রাণ ঐকতান যায় মিলে
সখ্যের সাম্যের এই গান
আমরা তাই পথে পথে গেয়ে যাই ||

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
পথে আজ নামতে হবে
কথা ও সুর : দিলীপ সেনগুপ্ত
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


পথে আজ নামতে হবে
এ পথ জানতে হবে
বাধা আজ ভাঙতে হবে
.                দু’হাত ঐ শক্ত করে |

এ পথে কখনো আলোর বন্যা
কখনো ঝরে কার অশ্রু-পান্না
এ পথে কত না সূর্যমুখী প্রাণ
সয়েছে লাঞ্ছনা, মৃত্যু অপমান |
এ পথে কখনো আঁধার নামে
.                কত না তুফান ঐ ঝড়ে |

এ পথ কত না গেছে এঁকেবেঁকে
কত না শহীদের রক্ত ধূলি মেখে
এ পথ সৃষ্টির নয়া ইতিহাস
মিছিলের গানে প্রাণের উচ্ছ্বাস
এ পথ নিশানা জীবনের পানে
.                পথ চলার ডাক ঘরে ঘরে |

.             ************************       
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর