প্রশ্ন কবি গোপাল ভৌমিক ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত “ভারতবর্ষ” পত্রিকার ভাদ্র ১৩৫০ (অগাস্ট ১৯৪৩) সংখ্যায় প্রকাশিত।
জীবনের সুপ্রভাত কল্পনা-মদিরা রহস্য-কুয়াশা দিয়ে রেখেছিল ঘিরে ; প্রথম সাক্ষাতে তাই বলেছি, রুচিরা--- হও যদি সুদুর্লভ স্মরণের তীরে তোমাকে রাখ্ ব ধরে। চিরঅচঞ্চল হবে তুমি, হে আমার একমাত্র প্রিয়া--- জীবন প্রান্তরে শুধু স্মৃতির ফসল--- আহরণ করে যাব, ওগো অদ্বিতীয়া। প্রতিশ্রুতি ভগ্ন আজ। তোমাকে হারায়ে একে একে বহুদিন হয়ে গেছে গত : বাস্তবের অভিঘাতে রয়েছি দাঁড়ায়ে--- কোথা গেল সেদিনের স্মরণের ক্ষত? জৈবধর্মে, হে মানবী, তুমি কি গো তবে--- বিস্মৃতি বিলীন হলে হৃদয়ের মতে? . ******************