কবি গোপাল ভৌমিক - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ঢাকার দলিস্তপুরে। পিতা উপেন্দ্রচন্দ্র
ভৌমিক।

তিনি রংপুর জেলার মহারাণী স্বর্ণময়ী বিদ্যালয় থেকে জেলার মধ্যে প্রথম হয়ে ম্যাট্রিক পাশ করেন ১৯৩৪
সালে। এরপর কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে ইংরেজীতে অনার্স সহ বি.এ. এবং কলকাতা বিশ্ববিদ্যালয়
থেকে ১৯৪০ সালে এম.এ. পাশ করেন।

১৯৬২ (এই তথ্যের আরও যাচাই করা দরকার) সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রচার বিভাগে সহ-
অধিকর্তা হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের
অধিকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।

জুন ১৯৭৭ থেকে অকেটোবর ১৯৭৮ পর্যন্ত তিনি দৈনিক বসুমতীর ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান সম্পাদক
হিসেবে কাজ করেছেন। তিনি আন্তর্জাতির লেখক সংস্থা পি.ই.এন. এর সদস্য ও তিন বছর পশ্চিমবঙ্গ
শাখার  অবৈতনিক সম্পাদক  এবং কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ রেডক্রস, জওহর
শিশুভবন প্রভৃতি সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

তিনি একসময়ে মাসিক মালঞ্চ, দৈনিক কিশোর, দৈনিক স্বরাজ প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন। এছাড়া
তিনি পিপল্স উইকলি পত্রিকার সিনেমা বিভাগের সম্পাদকও ছিলেন।

তাঁর রচমাসম্ভারের মধ্যে রয়েছে “স্বাক্ষর”, “বসন্তবাহার”, “সময় সম্পৃক্ত”, “ভারতের মুক্তিসাধক”, “নেতাজী”,
“ক্ষদিরাম ও প্রফুল্ল চাকী”, “সাহিত্য সমীক্ষা” প্রভৃতি গ্রন্থ। হেনরি জেমস, জ্যাক লণ্ডন ও আন্তন চেখভের
অনেক গল্প তিনি বাংলায় অনুবাদ করেছেন। “১৩৫২-র সেরা কবিতা” তাঁর সম্পাদিত গ্রন্থ।

আমরা মিলনসাগরে  কবি গোপাল ভৌমিক-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো।



উত্স - অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালী চরিতাভিধান দ্বিতীয় খণ্ড (চতুর্থ সংস্করণ), ২০১৫।           




কবি গোপাল ভৌমিকের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২১.৬.২০১৬
...