কবি কালীপ্রসন্ন কাব্যবিশারদ-এর গান ও কবিতা
*
মিঠে কড়া থেকে . . .
কালীপ্রসন্ন কাব্যবিশারদের "রাহু" ছদ্মনামে লেখা "মিঠে কড়া" ব্যাঙ্গ ছড়ার এ-কয়েটি আমরা
প্রথম আলো-তে প্রকাশিত আবদুশ শাকুরের লেখা "রবীন্দ্র-বিদূষণের সূচনা" প্রবন্ধ থেকে নিয়েছি।

এর জন্য আমরা তাঁকে কৃতজ্ঞতা জানাই।
প্রথম আলোর সেই পাতা যেতে এখানে ক্লিক করুন


উড়িসনে রে পায়রা কবি
খোপের ভিতর থাক ঢাকা।
তোর বক্বকম আর ফোঁস ফোঁসানি
তাও কবিত্বের ভাব মাখা!
তাও ছাপালি, গ্রন্থ হলো
নগদ মূল্য এক টাকা!!

.      ***************
       

কড়ি ও কোমলের ‘যোগিয়া’ কবিতার এক স্থানে আছে, ‘পুলক নাচিছে গাছে গাছে’!
এই কথাকে ব্যঙ্গ করে লেখা হলো—

মানুষের মনে মনে
এতদিন ছিলে ভালো।
কেনরে পুলক আজ
তোমার এ দশা হলো?
কবির লেখনী অগ্রে
কি জানি কি শক্তি এ যে!
গাছে গাছে নেচে নেচে
ভ্রমিতেছ যার তেজে!!

.    *********************
     

রবীন্দ্রকাব্যের প্রকৃতি কেমন তা-ও জানানো হলো—

না হয় না হবে মানে
রস চাই— কবিতার।
মিষ্টি হলে বেঁচে যাই
ভাবনা থাকে না আর!

.     *****************

রবীন্দ্রকাব্যের ভাষার প্রতিও ব্যঙ্গ করা হলো—

গ্রাম্য কথা শুদ্ধ কথা,
একত্র মিলায়ে ধরে’
শকটচড়া গাড্যারোহণ
গড়িব সমাস করে’।

.     ********************
   

রবীন্দ্রনাথের নাম করেই বলা হলো—

ঠাকুর রবীন্দ্রনাথ
বঙ্গের আদর্শ কবি।
শিখেছি তাঁহারি দেখে
তোরা কেউ কবি হবি?

.     ********************
   

রবীন্দ্রনাথ কপালগুণে ধনীর ঘরে জন্মেছেন, তাঁর অর্থের অভাব নেই। তাই অর্থের জোরে বই ছাপিয়ে মস্ত
কবি হতে চেয়েছেন— এমন কথা স্পষ্ট করেই বললেন কাব্যবিশারদ—

আয় তোরা কে দেখতে যাবি
ঠাকুরবাড়ীর মস্ত কবি
হায়রে কপাল, হায়রে অর্থ,
যার নাই তার সকল ব্যর্থ।


.    
         ******************            

কালীপ্রসন্ন কাব্যবিশারদের রাহু ছদ্মনামে লেখা "মিঠে কড়া" ব্যাঙ্গ ছড়ার এ-কয়েটি আমরা

প্রথম আলো-তে প্রকাশিত আবদুশ শাকুরের লেখা "রবীন্দ্র-বিদূষণের সূচনা" প্রবন্ধ থেকে নিয়েছি।
এর জন্য আমরা তাঁকে কৃতজ্ঞতা জানাই।
প্রথম আলোর সেই পাতা যেতে এখানে ক্লিক করুন


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর