আর কত সইবে মানুষ কথা : কর্ণসেন সুর : অনুপ মুখোপাধ্যায় সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |
আর কত সইবে মানুষ . আর কত যন্ত্রণা . প্রতিটি দিন সওয়া যায় . আর কত যন্ত্রণা ! নেকড়েরা সব চারিদিকে বজায় রাখছে ভয় ভয় প্রাণে কতদিন আর এই জীবন বওয়া যায় . আর কত সওয়া যায় ?
ওরা নিজের মত শাসন চালায় খেয়াল রাখে না সর্বহারার বুকে জমে অনন্ত ঘৃণা আওয়াজ তোলো আকাশ ভেঙে . প্রাণের ঝর্ণা আসুক নেমে হোক দুর্বার এ অন্তরে . মানুষ হয়েই বাঁচার তাগিদ বুকে হাঁটার দিন শেষ হোক শেকল ভাঙার হোক আজ শুরু . সর্বহারার চলার ছন্দে . বাজছে শোনো দৃপ্ত সে জিদ ||
কি হবে মিথ্যে স্বপ্নের জাল বুনে কথা : কর্ণসেন সুর : অনুপ মুখোপাধ্যায় সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |
কি হবে মিথ্যে স্বপ্নের জাল বুনে কেন এ মিথ্যে নিয়মের পথে চলা স্থিরতাবিহীন লক্ষ্যবিহীন জীবন বয়ে কি হবে কেন এ মিথ্যে দ্বিধা সংশয়ে দোলা ?
হতাশার পথে হেঁটে হেঁটে আর . ক্লান্ত হয়ে কি লাভ কি হবে এমন বাঁচার জন্যে . জীবনের কড়ি গুণে কি হবে মিথ্যে স্বপ্নের জাল বুনে কেন এ মিথ্যে দ্বিধা সংশয়ে দোলা ?
তবুও তো আজও বেঁচে থাকা . শুধু ভাঙতে এ অভিশাপ নতুন জীবন পেতে হবে আজ . নতুন চেতনা এনে তাই তো চলেছি জীবনের জাল বুনে তাই তো আজো আশার দোলায় দোলা |