কবি কর্ণ সেন-এর গণসঙ্গীত
*
তোলপাড় তুলুক তোলপাড়
কথা : কর্ণসেন
সুর  : অনুপ মুখোপাধ্যায়   
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


তোলপাড় তুলুক তোলপাড় – ( ৩ )
মানব জীবনে তোলপাড় তুলুক তোলপাড়
চিন্তায় চেতনায় ধারণায় মননে
( জীবনে ) তোলপাড় তুলুক তোলপাড় ||
.                   তোলপাড় তুলুক তোলপাড় ||

আমাদের বুকের ভেতরে ওঠে ঢেউ
বাসনার সাতরঙা ফেনাভাঙা ঢেউ
কতদিন যে আর বলো নতমুখে বাঁচা যায়
কতকাল যে স্বপ্নের মৃত্যু ঘটবে আর !
( চেতনে ) তোলপাড় তুলুক তোলপাড়
.                তোলপাড় তুলুক তোলপাড় ||

এসো তাই—
একসাথে বন্যার বেগে ধাই
যাই—
সময়ের বাধা যাই ডিঙিয়ে
যাবে—
লজ্জার দিনগুলো ধুয়ে যাবে মুছে যাবে
ডাকবেই—
জীবনের মরাগাঙে ডাকবে জোয়ার
.                তোলপাড় তুলুক তোলপাড় ||

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
সময় তো যায় বয়ে যায় রে
কথা : কর্ণসেন
সুর  : অনুপ মুখোপাধ্যায়   
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


আয়রে
সময় তো যায় বয়ে যায় রে
জীবন সীমানার আঙিনায়
চল প্রাণ বন্যায় ভাসিরে |

দৃষ্টি মেলে ধর আগামী দিনের পথ ভাবনায়
আজকের ঐক্যের শপথে জাগুক প্রাণ প্রেরণায় |

চেতনার আহ্বান শোনো শোনো সাথী আজ
বিভেদশক্তি জাগে দ্যাখো ঐ
আজ সময় তো মুখোমুখি দাঁড়াবার |

সংহত শতকোটী প্রাণ আজ হাঁটি এসো মিছিলে
আলোর মিছিলে মিলে অশুভ শক্তিটার সামনে দাঁড়াই |

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
মুখোশ পাল্টে যায় নিয়মিত এই দেশে
কথা : কর্ণসেন
সুর  : অনুপ মুখোপাধ্যায়   
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


মুখোশ পাল্টে যায়
.                নিয়মিত এই দেশে
নিরন্ন মানুষ শুধু যেন খেলার পুতুল
জটিলা কুটিলা ঘোরে ডাকিনীর নির্দেশে
ঝরে যায় অবেলায়
.                কতশত প্রাণের মুকুল...

আর নয় আর নয়
রাজভক্ত দস্যুর ভয়
আজকে হানতে হবে চরম আঘাত
এসো সাথী এই তো সময়
কাস্তে হাতুড়ি আজ জনতার জীবনেতে
.                ঘোচাবে তফাৎ ||

.                  ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
আর কত সইবে মানুষ
কথা : কর্ণসেন
সুর  : অনুপ মুখোপাধ্যায়   
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত –সংগ্রহ” থেকে নেওয়া |


আর কত সইবে মানুষ
.                আর কত যন্ত্রণা
.                প্রতিটি দিন সওয়া যায়
.                                আর কত যন্ত্রণা !
নেকড়েরা সব চারিদিকে বজায় রাখছে ভয়
ভয় প্রাণে কতদিন আর এই জীবন বওয়া যায়
.                আর কত সওয়া যায় ?

ওরা নিজের মত শাসন চালায় খেয়াল রাখে না
সর্বহারার বুকে জমে অনন্ত ঘৃণা
আওয়াজ তোলো আকাশ ভেঙে
.                প্রাণের ঝর্ণা আসুক নেমে
হোক দুর্বার এ অন্তরে
.                মানুষ হয়েই বাঁচার তাগিদ
বুকে হাঁটার দিন শেষ হোক
শেকল ভাঙার হোক আজ শুরু
.                সর্বহারার চলার ছন্দে
.                                বাজছে শোনো দৃপ্ত সে জিদ ||

.                     ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
কি হবে মিথ্যে স্বপ্নের জাল বুনে
কথা : কর্ণসেন
সুর  : অনুপ মুখোপাধ্যায়   
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


কি হবে মিথ্যে স্বপ্নের জাল বুনে
কেন এ মিথ্যে নিয়মের পথে চলা
স্থিরতাবিহীন লক্ষ্যবিহীন জীবন বয়ে কি হবে
কেন এ মিথ্যে দ্বিধা সংশয়ে দোলা ?

হতাশার পথে হেঁটে হেঁটে আর
.                ক্লান্ত হয়ে কি লাভ
কি হবে এমন বাঁচার জন্যে
.                জীবনের কড়ি গুণে
কি হবে মিথ্যে স্বপ্নের জাল বুনে
কেন এ মিথ্যে দ্বিধা সংশয়ে দোলা ?

তবুও তো আজও বেঁচে থাকা
.                শুধু ভাঙতে এ অভিশাপ
নতুন জীবন পেতে হবে আজ
.                নতুন চেতনা এনে
তাই তো চলেছি জীবনের জাল বুনে
তাই তো আজো আশার দোলায় দোলা |

.                     ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর