কবি মঞ্জুশ্রী দাশের কবিতা
*
পাখী
কবি মঞ্জু দাশ (মঞ্জুশ্রী দাশ)
“মাতৃভূমি” পত্রিকার আষাঢ় ১৩৫০ (জুলাই ১৯৪৩) সংখ্যা থেকে পাওয়া। কবিতাটির
ফুটনোটে দেওয়া রয়েছে - “এই কবিতাটি আধুনিক যুগের খ্যাতনামা কবি জীবনানন্দ
দাশের দশ বত্সর বয়স্কা কন্যার লেখা প্রথম কবিতা। সম্পাদক ‘মাতৃভূমি’।“


নীল আকাশেত পাখী উড়ে যায়।
পৃথিবীর পানে সে তো ফিরিয়া না চায়॥
.        কোন সাগরের পারে বুঝু যাবে।
আপনার মনে আপনি গাহিবে॥

কেহ না জানিবে, কেহ না শুনিবে।
আপনার মনে আপনি গাহিবে॥
.        সন্ধ্যা বেলায় ফিরে চলে যাবে।
আপনার ঘরে নীরবে॥

.   
        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর