কবি মঞ্জুশ্রী দাশ - জন্মগ্রহণ করেন সম্ভবত অবিভক্ত বাংলার বরিশালে। পিতা কবি জীবনানন্দ দাশ।
মাতা লাবণ্য দেবী। এক ভাই সমরানন্দ দাশ। পিতামহ সত্যানন্দ দাশগুপ্ত এবং পিতামহী কবি কুসুমকুমারী
দাশ।
পিতা জীবনানন্দ দাশ ১৯৪৭-এ দেশভাগের কিছু আগে সপরিবারে অধুনা বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব
পাকিস্তান ত্যাগ করেন এবং কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
কবি মঞ্জুশ্রী দাশের জীবন সম্বন্ধে এর বেশি কোনো তথ্য আমাদের কাছে নেই।
কবি শৈশব থেকেই কবিতা লেখা শুরু করেন। তাঁর মাত্র ১০ বছর বয়সে লেখা “পাখী” কবিতাটি, শ্রীমঞ্জু দাশ
নামে, প্রকাশিত হয় “মাতৃভূমি” পত্রিকার আষাঢ় ১৩৫০ (জুলাই ১৯৪৩) সংখ্যায়। সম্প্রতি সেই কবিতাটি
আমাদের হাতে এসেছে। দুর্ভাগ্যের বিষয় এই যে আমাদের কাছে তাঁর এই কবিতাটি ছাড়া আর কোনো
কবিতা নেই।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি মঞ্জুশী দাশের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স - “মাতৃভূমি” পত্রিকার আষাঢ় ১৩৫০ (জুলাই ১৯৪৩) সংখ্যা।
. ফারুক মঈনউদ্দীন, 'মানুষ জীবনানন্দ' ও লাবণ্য দাশ, বাংলা.সমকাল.নেট
. যুগান্তর.কম।
. উইকিপেডিয়া।
কবি মঞ্জুশ্রী দাশের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ০৫.১০.২০১৬
...