কবি মিঠুন চক্রবর্তীর কবিতা
*
ভাসনের স্বরলিপি
কবি মিঠুন চক্রবর্তী


আমায় যদি নদী বলতে বলো
ঠোঁট দিয়ে ছাড়াবো নদীর জট
হৃদয় ভাঁজ করে করে বানাবো
.                                       ছেলেবেলার নৌকা
ছেলেবেলা ছাড়া উঠোনে থৈ থৈ নদী আসেনা।

আজ যদি আমার কাছে চাও ভাসনের স্বরলিপি
তোমার হাত নিবিড় ভাবে ধরে বলবো---
.                                     'এইতো ভালোবাসি'।

.                 ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর